পলাশের ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহার
বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ র্যাব কর্তৃক আটক।
তৌহিদুর রহমান: পলাশের ডাঙ্গা ইউনিয়ন অরয়ামী লীগ সভাপতি আজহার খন্দাকার কে বিদেশী পিস্তল রাম দা ও ধারালো অস্ত্রসহ আটকের দাবী করেছে র্যাব। আজ সোমবার গনমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানায় র্যাব। র্যাব ১১’র কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক প্রেস রিলিজে জানানো হয় গ্রেফতারকৃত আজহার খন্দকার, সাম্প্রতিক সময়ে র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনের ল¶্যে র্যাব নিয়মিত অভিযানের পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ডাংগা ইউনিয়নের ডাংগা গ্রামে অভিযান চালায় র্যাব। সে অভিযানে মোঃ আজাহার খন্দকার (৫০) কে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল,২ রাউন্ড পিস্তলের গুলিসহ ১টি ম্যাগাজিন, ৫টি রাম দা, ১টি ধারালো কিরিস, ২টি চাইনিজ কুড়াল ও ১ টি হাইসা উদ্ধার করা হয়েছে। র্যাব দাবী করে, আজহার খন্দকার দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। সে দীর্ঘদিন ধরে পলাশ থানার ডাংগা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে র্যাবের পাঠানো বিবৃতিতে তার দলীয় পরিচয় দেয়া হয়নি। অস্ত্রসহ আটকের ঘটনায় র্যাব বাদী হয়ে পলাশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। অপরদিকে আজহার খন্দকারের পরিবারের সদস্যরা দাবী করেছে ষড়যন্ত্রমূলকভাবে তাকে অস্ত্র দিয়ে গ্রেফতার করেছে র্যাব। আজহার খন্দকারের ছেলে আদর খন্দকার জানায় জানায় রোববার রাত দেড়টা দিকে র্যাব সদস্যরা বাড়িতে প্রবেশ করে। এসময় তারা আশেপাশের মানুষ কে ডাকাডাকি করে জানায় আজহার খন্দকারের বাড়িতে অস্ত্র পাওয়া গেছে। আমাদের বাড়ির বাহিরের একটি ল্যাট্রিনের পাশে কিছুদিন পূর্বে ককটেল পাওয়া যায়। ঠিক সেখানেই এই অস্ত্র গুলি পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দেখায় র্যাব। যা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে করা হয়েছে। আমার বাবা সুষ্ঠ রাজনীতি করেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। সোমবার রাতে র্যাব পলাশ থানায় আজহার খন্দকার কে সোপর্দ করেছে।
#
নরসিংদী
২০/৫/১৯ইং