নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতির ফেসবুক
একাউন্ট হ্যাক করে মিথ্যা পদত্যাগপত্র প্রচার
তৌহিদুর রহমান: নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবুর ফেসবুক একাউন্ট হ্যাক করে মিথ্যা পদত্যাগপত্র প্রচারের ঘটনা ঘটেছে। যা নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত ১ লা জানুয়ারী ইসহাক খলিল বাবুর ফেসবুক একাউন্ট থেকে বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী জেলা শাখার প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারনর সম্পাদক বরাবর হাতে লিখিত একটি অব্যাহতি পত্রের ছবি আপলোড করা হয়। যার নিচে ইসহাক নামে স্বাক্ষর, তারিখ ও সীলযুক্ত রয়েছে। এতে লেখা হয়, ব্যাক্তিগত সমস্যার কারণে সংগঠন থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। ফেসবুকে এ পদত্যাগ পত্র প্রকাশিত হবার পর বেশ আলোচনার সৃষ্টি হয় নরসিংদীতে। কমেন্টে অনেকেই এ সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি ইসহাক খলিল বাবু জানান, আমার ফেসবুক একাউন্ট হ্যাক করে মিথ্যা এ অব্যাহতি পত্র প্রচার করা হয়। এই অব্যাহতি পত্র যে স্বাক্ষর রয়েছে তা আমার নয়। কোন দুষ্ট চক্র অসৎ উদ্দেশ্যে এই কাজটি করেছে। সাময়িক ভাবে হয়তো বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। সুসংগঠিত নরসিংদী জেলা ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে কোন লাভ হবেনা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নরসিংদী
৬/১/১৯ইং
No comments:
Post a Comment