নরসিংদীতে জায়নামাজ ছাড়া অন্য
কোন কিছু নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করা যাবেনা
-নরসিংদীর পুলিশ সুপার
তৌহিদুর রহমান: নরসিংদীতে জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করা যাবেনা বলে জানিয়েছে জেলা পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম(বিপিএম) গতকাল শনিবার সাংবাদিকদের এই তথ্য জানান। ঈদগাহে অনেক লোকের সমাগম কে কেন্দ্র করে জঙ্গি ও দুষ্কৃতিকারীরা নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে, তাই জেলা পুলিশের পক্ষ থেকে এই নিরাপত্তা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নরসিংদীর সকল থানা পুলিশ কে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ সুপার আমেনা বেগম জানান, ঈদের নামাজে টুপি, জায়নামাজ ও তসবিহ ছাড়া অন্য কোন কিছুর প্রয়োজন নাই। অনেক সময় মোবাইল, ক্যামেরা, ব্যাগসহ বিভিন্ন বস্তু নিয়ে মুসুল্লিরা ঈদগাহে প্রবেশ করে। সেই সুযোগে জঙ্গি ও দুষ্কৃতিকারীরা বিস্ফোরকসহ অন্যন্য অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে নাশকতা ঘটাতে পারে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ নিষেধ করা হয়েছ।
তৌহিদুর রহমান, নরসিংদী
২৪/৬/১৭ইং