বিলুপ্ত হওয়ার ১ বছর পরও গঠিত হয়নি
নরসিংদী জেলা ছাত্রলীগের কমিটি
তৌহিদুর রহমান: বিলুপ্ত হওয়ার ১ বছর পার হলেও এখনও গঠিত হয়নি নরসিংদী জেলা ছাত্রলীগের কমিটি। আর কমিটি না থাকায় ধুকে ধুকে চলছে এ জেলায় ছাত্রলীগের কর্মসূচি। অভিভাবকহীন উপজেলা ছাত্রলীগ কমিটিগুলোও চলছে দায়সারা ভাবে। অথচ নরসিংদীতে এখন আওয়ামিলীগের রয়েছে সুদৃড় অবস্থান। ২০১৬ সালের ১২ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয় নরসিংদী আহবায়ক কমিটি। এ জেলায় ছাত্রলীগের ভাল অবস্থান থাকলেও রাজনৈতিক দ্বন্দের কারনেই এতদিন জেলা কমিটি গঠিত হয়নি বলে অনুসন্ধানে জানা গেছে।
২০১৫ সালের ১৮ এপ্রিল জেলা ছাত্রলীগের সম্মেলনের প্রায় ৩ মাস পর ১৯ জুলাই ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। কাজী মামুন কে আহবায়ক, ইসহাক খলিল বাবু, আল আমিন ভুইয়া, রাকিবুল কবীর, ইয়াকুব ভুইয়া, কৌশিক কায়কোবাদ কেনি ও রেহানুল ইমলাম লেনিন কে যুগ্ম আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেয়া হয়। এর এগার মাস পর এই আহবায়ক কমিটি বিলুপ্ত করে দেয় কেন্দ্রীয় কমিটি। তারপর থেকেই সাংগঠনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে আহবায়ক কমিটি বিলুপ্ত হওয়ার ১ বছর পার হলেও এখনও জেলা কমিটি গঠিত হয়নি।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইসহাক খলিল বলেন,
নরসিংদী জেলা আওয়ামি রাজনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এ জেলায় ছাত্রলীগের ইতিহাসও সমৃদ্ধ। প্রায় ১ বছর ধরে জেলা কমিটি গঠন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নরসিংদী জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ এ ব্যাপারে কাজ করছেন। আমরা আশাবাদী অতি শীঘ্রই জেলা কমিটি আলোর মুখ দেখবে।
সাবেক কমিটির যুগ্ম আহবায়ক কৌশিক কায়কোবাদ কেনি জানান,
আহবায়ক কাজী মামুনের ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার কারনেই কমিটি বিলুপ্ত হয়েছিল। রাজনৈতিক বৈরীতার ফলেই জেলা ছাত্রলীগ এখন নেতৃত্ব শূন্য।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা বেশ অসন্তুষ্ট। ঢাকার পাশর্^বর্তী এ জেলায় ১ বছরেরও বেশী সময় ধরে কমিটি না হওয়া দুঃখজনক বলেই জানিয়েছেন তারা। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন বলেন, নরসিংদীর মতো জেলায় ছাত্রলীগের জেলা কমিটি ১ বছরেও গঠিত না হওয়া হতাশাজনক। জেলা ছাত্রলীগ এখন নেতৃত্ব শুন্য হয়ে পড়েছে। যারা দীর্ঘ দিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তারা অধির আগ্রহে অপেক্ষ করছে নতুন কমিটর জন্য। আমরা আশা করি কেন্দ্রীয় কমিটি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে অতি শীঘ্রই কমিটির অনুমোদন দিবে।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৩/৬/১৭ইং
No comments:
Post a Comment