আমানত শাহ ফেব্রিক্সের ৭ লক্ষ টাকার লুন্ঠিত কাপড়
ও কাভার্ড ভ্যান উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ
তৌহিদুর রহমান: নরসিংদীর আমানত শাহ ফেব্রিক্সের লুন্ঠিত হওয়া প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের রপ্তানিযোগ্য কাপড় ও বহনকারী কাভার্ড ভ্যান উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ। ডাকাতির সাথে ও কাপড় বেচা কেনায় জড়িত ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ অক্টোবর বৃহস্পতিবার ডাকাতদল নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে এ ডাকাতির ঘটনা ঘটায়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দল ধারাবাহিক অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, আন্ত:জেলা রোড ডাকাত সর্দার নরসিংদীর মাধবদী থানার বিরামপুর এলাকার আ: রাজ্জাক এর ছেলে নাজমুল (৩৫), মনোহরদী উপজেলার দিঘাকান্দি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে হিরন (৩৪), মাধবদী থানার আটপাইকা এলাকার সোবহান মিয়ার ছেলে মোস্তফা (২৫)। লুন্ঠিত কাপড় বেচা কেনার সাথে জড়িত ও সংরক্ষণের সাথে জড়িত থাকায় নারায়নগঞ্জ সোনারগাও থানার কাবিলগঞ্জ ঋষি পাড়া এলাকার সতিশ চন্দ্রর ছেলে গোপাল চন্দ্র (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, গত ০৪ অক্টোবর বৃহস্পতিবার তারিখে পলাশের ভাটপাড়া এলাকায় অবস্থিত আমানত শাহ ফেব্রিক্স লিঃ এর একটি কাভার্ডভ্যান প্রায় ৫ হাজার গজ রপ্তানীর জন তৈরি কাপড় নিয়ে সাভার এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাবার পথে বেলা ১ টার দিকে ঘোড়াশাল ফুলদিরটেক এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতরা কাপড়সহ কাভার্ড ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার এর নির্দেশে ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করি। তাদের দেয়া তথ্যমতে নারায়নগঞ্জ জেলার সোনারগা উপজেলার কাবিলগঞ্জ ঋষিপাড়া হতে লুন্ঠিত হওয়া সম্পূর্ণ কাপড় উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত ডাকাত নাজমুল আন্তঃজেলা রোড ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বহু ডাকাতির মামলা রয়েছে। সে নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুর জেলার মোস্ট ওয়ান্টেড ডাকাত। গ্রেফতারকৃতদের অত্র ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
#
নরসিংদী
১১/১০/১৮ইং