Tuesday, October 30, 2018

নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম অাসামী মোবা ও লেনিন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ


নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম অাসামী
মোবা ও লেনিন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

তৌহিদুর রহমান: নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবা ওলেনিন কে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ । মঙ্গলবার দিবাগত রাতে বনানী ডিওএইএস থেকে তদের গ্রেফতার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ও জাকারিয়া আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল  তাদের গ্রেফতার করে। মোবারক হোসেন মোবা লোকমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী। সে লোকামন হত্যা মামলার এজা্হারভুক্ত আসামী। অগামী ১লা নভেম্বর নরসিংদীর জনপ্রিয় লোকমান হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী। এর মাত্র একদিন আগে লোকমান হত্যার অন্যতম হোতা মোবা কে গ্রেফতার করা হলো। 

#
নরসিংদী
৩০/১০/১৮ইং




Sunday, October 21, 2018

জেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড়!! স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে উপেক্ষিত স্থানীয় সংসদ সদস্য হুমায়ন


নরসিংদীর বেলাব তে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে 
উপেক্ষিত স্থানীয় সংসদ সদস্য হুমায়ন 



তৌহিদুর রহমান: নরসিংদীর বেলাবতে স্বরাস্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অনুপস্থিত থাকায় জেলা জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা্ল আজ রবিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত আরব আলী একাডেমিক ভবন এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক আইজপি একেএম শহিদুল হক। উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ  তবে সে অনুষ্ঠানে দেখা যায়নি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ন কে। উক্ত অনুষ্ঠানের ব্যানার পেষ্টারেও তার নাম দেখা যায়নি। এমন কি জেলা অওয়ামীলীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রি লে.কর্নেল (অব.) নজরুল ইসলাম বীর প্রতিক কেও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মনোয়ন প্রত্যাশী এ.এইচ আসলাম সানী আয়োজিত এই অনুষ্ঠান কেন সংসদ সদস্যের উপস্থিতি ছাড়া অনুষ্ঠিত হয়েছে তার হিসেব কষছেন সংশ্লিষ্টরা। দলের নির্বাচিত সংসদ সদস্য কে অতিথি না করে বিদ্যালয়ের ঝাকজমকপুর্ন অনুষ্ঠান করে আয়োজক ভিন্ন কোন বার্তা দিতে চেয়েছিল বলেই মন্তব্য করেছেন অনেকে।

এই বিষয়ে মুঠেুফোনে কথা হয় মনোহরদী-বেলাব আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ন এর সাথে। তিনি জানান,

Wednesday, October 17, 2018

নরসিংদীর মাধবদীতে  দুই মহিলা জঙ্গীর আত্নসমর্পণ

নরসিংদীর মাধবদীতে 
দুই মহিলা জঙ্গীর আত্নসমর্পণ



তৌহিদুর রহমান: নরসিংদীর মাধবদীতে দুই মহিলা জঙ্গী  পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আজ দুপর দেড়টার দিকে জানালা দিয়ে সাদা কাপর প্রদর্শনের মধ্য দিয়ে তারা তাদের আত্নসমপর্ণের বিষয়টি জানান দেয়। হত দুই দিন ধরে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট তাদের ঘিরে রাখে। কাউন্টার টেররিজম এর প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন ভিতরে থাকা জঙ্গীদের আত্মসমর্পণের অাহবান জানানো হচ্ছে। যদি তারা আত্নসমপর্ণ না করে তবে অভিযান চালাবে সোয়াট। আত্মসমর্পণ নাকি অভিযান তা নিয়ে সাধারন মানুষ ও গনমাধ্যমের বেশ কৌতুহলী ছিল। অবশেষে দুই জঙ্গীর আত্মসমর্পণ সকল জল্পনার কল্পনার অবসান ঘটাল। তবে আত্মসমর্পণ এর বিষয়ে এখনও কোন ব্রিফিং করেনি পুলিশ। 


#
নরসিংদী
১৭/১৯/১৮ ইং

Tuesday, October 16, 2018

এখনও নাম পরিচয় মেলেনি নরসিংদীতে নিহত জঙ্গীদের

 এখনও নাম পরিচয় মেলেনি 
নরসিংদীতে নিহত জঙ্গীদের



তৌহিদুর রহমান:  নরসিংদী শেখেরচরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত দু্ জঙ্গীর নাম পরিচয় এখনও মেলেনি। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশের বিশেষায়িত টিম সোয়াটের চালানো অভিযানে নিহত হয় দুই নারী পুরুষ। বিকেল ৪টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের ‘অপারেশন গর্ডিয়ান নটের’ সমাপ্তি ঘটে। সন্ধার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম জামির ই রেজা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ২ টি মরদেহের সুরতাহাল করেন। সুরতাহালের পর মরদেহ দুটি নরসিংদী সদয় হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। নিহতের কোন পরিচিত ব্যাক্তি ও স্বজনেরও খবর পাওয়া যায়নি।
কা্উন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত ডিআইজি মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহতরা ছদ্ননাম দিয়ে গত ৭ অক্টোবর এই ভাড়ির একটি ফ্লাট ভাড়া নেয়। তাদের কোন পরিচয় আশেপাশের মানুষ জানেনা। জঙ্গিরা কৌশলগত কারনে নিজেদের নাম পরিচয় গোপন রাখে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হবে। তাদের নাম পরিচয় নিশ্চিত হলেই তা প্রকাশ করা হবে। তিনি আরও জানিয়েছেন নিহতরা চারটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। এছাড়া তাদের ঘর তল্লাশী করে একটি ক্ষুদ্রাস্ত্র পাওয়া গেছে। সোয়াটের গুলি নাকি বোমার বিস্ফোরণে জঙ্গিদের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। অপর দিকে মাধবদীর ছোট গদাইরচর গাংপাড় এলাকায় একটি ৭ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সেখানেও কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে নিশ্চিত করেছেন তিন্। তাদের কে আত্নসমর্পণের জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। যদি তারা আত্নসমর্পণ না করে তাহলে সেখানেও অভিযান চালাবে সোয়াট। 

#
নরসিংদী
১৬/১০/১৮ইং
  

নরসিংদীর শেখেরচরে সোয়াটের জঙ্গী বিরোধী  অভিযান সমাপ্তি। ২ নারী ও পুরুষের মৃত্যু

নরসিংদীর শেখেরচরে সোয়াটের জঙ্গী বিরোধী 
অভিযান সমাপ্তি ২ নারী ও পুরুষের মৃত্যু


তৌহিদুর রহমান: নরসিংদীর শেখেরচরে সম্ভাব্য জঙ্গী আস্তানায় অভিযান শেষ করেছে পুলিশের বিশেষায়িত সোয়াট। অভিযানে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট এর প্রধান অতিরিক্ত ডিঅাইজি মনিরুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহতদের মরদেহ এখনো বাড়িটির ভিতরে রয়েছে।

Thursday, October 11, 2018

আমানত শাহ ফেব্রিক্সের ৭ লক্ষ টাকার লুন্ঠিত কাপড় ও কাভার্ড ভ্যান উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ


আমানত শাহ ফেব্রিক্সের ৭ লক্ষ টাকার লুন্ঠিত কাপড়
ও কাভার্ড ভ্যান উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ


তৌহিদুর রহমান: নরসিংদীর আমানত শাহ ফেব্রিক্সের লুন্ঠিত হওয়া প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের রপ্তানিযোগ্য কাপড় ও বহনকারী কাভার্ড ভ্যান উদ্ধার করেছে নরসিংদী ডিবি পুলিশ। ডাকাতির সাথে ও কাপড় বেচা কেনায় জড়িত ৫ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ অক্টোবর বৃহস্পতিবার ডাকাতদল নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে এ ডাকাতির ঘটনা ঘটায়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দল ধারাবাহিক অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেন। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, আন্ত:জেলা রোড ডাকাত সর্দার নরসিংদীর মাধবদী থানার বিরামপুর এলাকার আ: রাজ্জাক এর ছেলে নাজমুল (৩৫), মনোহরদী উপজেলার দিঘাকান্দি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে হিরন (৩৪), মাধবদী থানার আটপাইকা এলাকার সোবহান মিয়ার ছেলে মোস্তফা (২৫)। লুন্ঠিত কাপড় বেচা কেনার সাথে জড়িত ও সংরক্ষণের সাথে জড়িত থাকায়  নারায়নগঞ্জ সোনারগাও থানার কাবিলগঞ্জ ঋষি পাড়া এলাকার সতিশ চন্দ্রর ছেলে গোপাল চন্দ্র (২৫) কে গ্রেফতার করা হয়েছে। 
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, গত ০৪ অক্টোবর বৃহস্পতিবার তারিখে পলাশের ভাটপাড়া এলাকায় অবস্থিত আমানত শাহ ফেব্রিক্স লিঃ এর একটি কাভার্ডভ্যান প্রায় ৫ হাজার গজ রপ্তানীর জন তৈরি কাপড় নিয়ে সাভার এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাবার পথে বেলা ১ টার দিকে ঘোড়াশাল ফুলদিরটেক এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতরা কাপড়সহ কাভার্ড ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার এর নির্দেশে ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার করি। তাদের দেয়া তথ্যমতে নারায়নগঞ্জ জেলার সোনারগা উপজেলার কাবিলগঞ্জ ঋষিপাড়া হতে লুন্ঠিত হওয়া সম্পূর্ণ কাপড় উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত ডাকাত নাজমুল আন্তঃজেলা রোড ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বহু ডাকাতির মামলা রয়েছে। সে নরসিংদী, নারায়নগঞ্জ ও গাজীপুর জেলার মোস্ট ওয়ান্টেড ডাকাত। গ্রেফতারকৃতদের অত্র ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। 


#
নরসিংদী
১১/১০/১৮ইং