Thursday, December 1, 2016

নরসিংদীতে চলছে অতিরিক্ত ব্যাটারি চালিত রিকশা ভোগান্তিতে শহরবাসী

নরসিংদীতে চলছে অতিরিক্ত ব্যাটারি চালিত রিকশা
ভোগান্তিতে শহরবাসী

তৌহিদুর রহমান, নরসিংদী: নরসিংদীতে ব্যাটারি চালিত অটো-রিকশার আধিক্যে ভোগান্তিতে পড়েছে শহরবাসী। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাপক যানজটের কারনে নিত্য দিনের কার্যক্রমে সময়ক্ষেপন হচ্ছে। জরুরী কোন কাজে সময়মতো শহরের কোন গন্তব্যে পৌছতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। ব্যাটারি চালিত রিকশার কারনে অন্যান্য যানবাহন চলতে বেশ বেগ পেতে হচ্ছে। সকাল সকাল শহরের বাইওে থেকে অধিক পরিমান ব্যাটারি চালিত রিকশা শহওে প্রবেশ করায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
নরসিংদী একটি ব্যাস্ততম শহর। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, ব্যবসা বাণিজ্য ও বাজার থেকে প্রয়োজনীয় জিনিস-পত্র কিনতে প্রতিদিন এই শহরে আসে হাজারো মানুষ। মাঝ দিয়ে বয়ে যাওয়া রেল লাইনের কারনে দুই ভাগ হয়েছে নরসিংদী শহর। শুধুমাত্র দুই রেল ক্রসিংয়ের মাধ্যমেই একপাশ থেকে অন্যপাশে যাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি যানবাহন চলে আরশীনগর রেল ত্রসিং দিয়ে। সকাল থেকেই সেখানে ব্যাটারি চালিত রিকশার জ্যাম লেগে থাকে। অতিরিক্ত অটো রিকশা- নিয়ম না মেনে চালানো ও ট্রেন যাওয়ার সময় ক্রসিং বন্ধ কওে দিলে সেখানে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
শহরের বাসিন্দা ইকবাল হোসেন জানান, সকাল ছেলে মেয়েদেও নিয়ে স্কুলে যেতে হয়, কিন্তু আরশীনগরের জ্যামের কারনে সময়মতো স্কুওে যাওয়া যাচ্ছেনা ১০ মিনিটের জায়গায় সময় লাগছে ৩০ থেকে ৪৫ মিনিট। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষা চত্বর হয়ে বৌয়াকুর মোড় পর্যন্ত দীর্ঘ জ্যাম। এর মধ্যে যে যেভাবে পাড়ে লেন ভঙ্গ কওে রাস্তা দখল কওে রাখে। যার ফলে বিপরীত পাশ থেকে আসা গাড়ি যাবার আর কোন উপায় থাকেনা। এই জ্যাম ছুটাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের বেশ বেগ পেতে হয়। সেখানে কবর্তব্যরত ট্রাফিক পুলিশ জানিয়েছেন অতিরিক্ত অটো রিকশা ও বারবার ক্রসিং বন্ধ হবার ফলে জ্যাম এর সৃষ্টি হয়।
ভোগান্তিতে পড়া শহরবাসী এই সমস্য সমাধানে সংস্লিষ্ট কর্তপক্ষেও জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপাওে নরসিংদী পৌরসভার মেয়র বলেন,  বিষয়টি আমার নজরে এসেছে। সমস্যার সমাধান করতে অতি শীঘ্রই পৌরসভা একটি নীতিমাল চূড়ান্ত করবে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী


No comments:

Post a Comment