নরসিংদীতে মামলার তদন্ত করতে যেয়ে প্রবাসীর স্ত্রীকে বিয়ে
স্বামীর মামলায় জেলা হাজতে পুলিশ অফিসার
তৌহিদুর রহমান,নরসিংদী: নরসিংদীতে মামলার তদন্ত করতে যেয়ে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেছেন রায়পুরা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান। এ ঘটনায় প্রবাসী মানিক মিয়ার করা মামলায় এখন জেল হাজতে সেই পুলিশ অফিসার ও প্রবাসীর স্ত্রী পারভিন। অপহরণ ও প্ররোচনা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানকে (৩৮) মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সহ গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে নরসিংদী পুলিশ লাইন থেকে এসআই জিয়াউর রহমানকে ও সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলশীপুর থেকে প্রবাসী মানিকের স্ত্রী পারভিন আক্তারকে (২৬) গ্রেফতার করে পুলিশ। প্রবাসী মানিক মিয়ার স্ত্রী পারভীন নরসিংদীর চর এলাকা নিলক্ষার মহরম আলীর পুত্রবধু। তার দুটি সন্তান রয়েছে। এস আই জিয়াউর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাউলগঞ্জ গ্রামে। আজ মঙ্গলবার আদালতে জামিনের জন্য আবেদন করে এই পুলিশ কর্মকর্তা। আদালত তার জামিন নামঞ্জুর করে আগামী ২৬ ডিসেম্বর শুনানীর দিন ধার্য করেছেন।
ঘটনাসূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের মানিক মিয়া মালয়েশিয়া প্রবাসী ছিলেন। প্রায় এক বছর পূর্বে প্রবাসে তার বসবাস কক্ষ থেকে নরসিংদীর এক প্রবাসী সাড়ে ৫ লাখ টাকা চুরি করে। এই ঘটনায় সে বাদী হয়ে মালয়েশিয়ায় একটি মামলা দায়ের করেন। ৬ মাস পূর্বে নরসিংদী সদর মডেল থানায় স্থানান্তরিত হয়। মামলার বাদী ছিলেন প্রবাসী মানিক মিয়ার স্ত্রী পারভিন আক্তার। সেই মামলার তদন্তের সুবাধে দুই সন্তানের জননী পারভিনের সাথে সখ্যতা হয় সদর মডেল থানার এসআই জিয়াউর রহমানের (বর্তমানে রায়পুরা থানায়)। এরই প্রেক্ষিতে তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এসআই জিয় পূর্বের এক স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
এ ঘটনায় নরসিংদীর আদালতে মামলা করেন প্রবাসী মানিক মিয়া। মামলায় তিনি অভিযোগ করেন, ৬ ডিসেম্বর নরসিংদী রেল স্টেশন মার্কেট থেকে এসআই জিয়া বাদীর স্ত্রী পারভিনকে অপহরণ করেছে বলে দাবি করা হয়। পরে তাকে প্ররোচিত করে এসআই জিয়া বিয়ে করেছে বলে অভিযোগ করা হয়। পুলিশ অফিসার জিয়াইর রহমান ফুসলীয়ে তার স্ত্রীকে অপহরন ও তার বাড়িতে রক্ষিত মূল্যবান সম্পদ চুরি করেছেন। আদালতের নির্দেশ পেয়ে সোমবার সন্ধ্যায় এস আই জিয়াকে গেফতার করে পুলিশ। গ্রেফতারের পর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত জিয়াউর রহমান সর্বশেষ জেলার রায়পুরা থানায় কর্মরত ছিলেন। দ্বিতীয় বিয়ের অপরাধে এক সপ্তাহ পূর্বে তাকে ক্লোজড করে নরসিংদী পুলিশ লাইনে নেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২০/১২/১৬ইং
No comments:
Post a Comment