নেত্রকোনায় গ্রেফতারকৃত ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের মুক্তির দাবীতে নরসিংদীতে ফারিয়ার সংবাদ সম্মেলন
তৌহিদুর রহমান,নরসিংদী: নেত্রকোনায় গ্রেফতারকৃত ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী জেলা ফারিয়া। আজ বৃহস্পতিবার দুপুওে নরসিংদী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ফারিয়ার চীফ অব প্রেসিডিয়াম ও জেলা ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি এস.এম.এম রহমান। লিখিত বক্তব্যে এস.এম.এ, রহমান বলেন, নির্ধারিত সময়ে রিপ্রেজেন্টেটিভগন ডাক্তার ভিজিট করতে গেলে পুলিশ ১০ জন কে গ্রেফতার করে এবং ১৫ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ ঘটনায় নরসিংদী ফারিয়াা পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে অবিলম্বে গ্রেফতারকৃত দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এই দাবী না মানলে নেত্রকোনা জেলা, ময়মনসিংহ বিভাগের সাথে একাতœতা ঘোষনা করে নরসিংদী জেলায় সকল প্রকার ঔষধ সরবারহ বন্ধসহ কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা ফারিয়ার সাধারন সম্পাদক শফিক মাসুদ, জেলা ফারিয়ার সহ-সভাপতি জায়িনুর রহমান শিশির, মোঃ আলাউদ্দিন সহ ফারিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৫/১২/১৬ইং
No comments:
Post a Comment