Monday, December 11, 2017

ডিপ্লোমা প্রকৌশলী আল আমিন হত্যায় জড়িত আরও ৩ ডাকাত গ্রেফতার

ডিপ্লোমা প্রকৌশলী আল আমিন হত্যায় জড়িত 
আরও ৩ ডাকাত গ্রেফতার
এক জনের আদালতে স্বীকারোক্তি

 


তৌহিদুর রহমান: নরসিংদীর চাঞ্চল্যকর ডিপ্লোমা প্রকৌশলী আল আমিন হত্যায় জড়িত আরও ৩ ডাকাত কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বেলাব থানার ভাটেরচর গ্রামের মজিবর মিয়ার ছেলে হৃদয় (২০) একই থানার দুলালকান্দি গ্রামের সোলমান মিয়ার ছেলে রাকিবুল হাসান শুভ (১৯) ও আওয়াল মিয়ার ছেলে মাহিন (১৯)। গ্রেফতারকৃতদের মধ্যে হৃদয় আদালতে খুনের সাথ জড়িত মর্মে স্বীকারোক্তি দিয়েছে। মোটর সাইকেল ডাকাতির সময় ২ ডাকাত কে আল আমিন চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে তারা। গত রোববার নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকা থেকে হৃদয় কে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রুপণ কুমার সরকার। রাকিবুল হাসান শুভ ও মাহিন কে গত সোমবার তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আল আমিন হত্যায় সরাসরি জড়িত। এর আগে ওই ঘটনায় গ্রেফতারকৃত ও আদালতে স্বীকারোক্তির সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়েছে। আল আমিন হত্যায় তারা ৯ জন জড়িত। তারা দীর্ঘ দিন ধরেই রায়পুরা ও বেলাব থানায় ডাকাতি করতো। গত ৬ মাসে তারা প্রায় ১৭ টি ডাকাতি করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে ডাকাত হৃদয়। এর আগে গ্রেফতার ডাকাত কাওছারের ব্যাবহৃত এনড্রয়েড মোবাইলটিও ডাকাতির বলে জানায় সে। হৃদয়ের জবানবিন্দ রেকর্ডের পর তাকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। অপর দুই ডাকাত শুভ ও মাহিন কে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকতা। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  




#
১১/১২/১৭ইং




No comments:

Post a Comment