নরসিংদীতে পিস্তল ও বোমাসহ ৩ ডাকাত গ্রেফতার
তৌহিদুর রহমান: নরসিংদীর শীলমান্দী থেকে পিস্তল ও বোমাসহ ৩ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার মধ্য শীলমান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার পাচদোনা এলাকার ফজল মিয়ার ছেলে বাবু মিয়া (২৫), সদর উপজেলার মাধবদী থানার টাটাপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে রক্সি (২৭) ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বালিগাও এলাকার মজনু মিয়ার ছেলে মাহাদী হাসান মামুন (২৩)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি, ৪ টি তাজা ককটেল বোমা ও ৪ টি চাপাতি উদ্ধার করে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক মনির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল তাদের গ্রেফতার করে।

নরসিংদীর সদর মডেল থানার অপারেশন অফিসার মোজাফফর হোসেন জানান, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন, বিস্ফোরক ও ডাকাতি প্রস্তুতির পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
৮/১২/১৭ইং
No comments:
Post a Comment