নরসিংদীতে ইয়াবা ব্যবসায়ী
দলিল লেখক জনিসহ ২ জন গ্রেফতার
তৌহিদুর রহমান: নরসিংদীতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকায় দলিল লেখক জনি সহ ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার ভিন্ন ভিন্ন স্থান হতে ৬৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নুরজাহানপুর এলাকারমৃত মানিক মিয়ার ছেলে (বর্তমানে নরসিংদী শহরের কান্দাপাড়া মহল্লার ভাড়াটিয়া) টিপু মিয়া (২৮) ও ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা) মৃত সিকদার কাওসার আলীর ছেলে (বর্তমানে রাঙ্গামাটি মহল্লার শফিকুলের বাড়ির ভাড়াটিয়া) আল মামুন ইবনে কাওসার (৩৬)। জনি নরসিংদী সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শহরের রাঙ্গামাটি হতে টিপুকে ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে সে জানায় দলিল লেখক জনির কাছ থেকে সে ইয়াবা কিনেছে। গোয়েন্দা পুলিশের নির্দেশমতো টিপু মোবাইল ফোন দিয়ে জনির কাছে আরও ইয়াবা কিনতে চায়। জনি জানায় তার কাছে ৫০ পিস ইয়াবা আছে বাসায় এসে নিয়ে যাওয়ার জন্য। তারপর টিপুকে নিয়ে জনিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
#
১১/১/১৮ইং
No comments:
Post a Comment