বিকাশের মাধ্যমে অবৈধ লেনদেন
বিপুল সংখ্যক সিমসহ নরসিংদীতে গ্রেফতার ২

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য অবশ্যই পালনীয় নিয়ম-নীতি রয়েছে। অধিক মুনাফার লোভে বেআইনিভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে বহুসংখ্যাক সীম রেজিষ্ট্রেশন করা হয়। এর ফলে নির্দিষ্ট অংকের টাকার সীমাবদ্ধতা ছাড়িয়ে বেশি সংখ্যার টাকা লেনদেন করা সম্ভব হচ্ছে। এই ধরনের লেনদেনগুলি বিভিন্ন বেআইনি কার্যক্রমের ফলেই হয়। কাউকে অপহরণ করে দ্রুত মুক্তিপণ আদায়ের অন্যতম উপায় হলো বিকাশের এই অবৈধ লেনদেন। অপর দিকে সরল বিশ্বাসে বিকাশ একাউন্ট করার জন্য এসব দোকানদারদের কাছে যারা জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়েছেন জড়িত না হয়েও তারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। গতকাল রবিবার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। এতগুলো সিম দিয়ে বড় কোন অপরাধ সংঘটনের সাথে জড়িত কিনা তদন্ত চলছে। এই ধরনের অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে পুলিশের অভিযানে আতংকিত হওয়ায় কিছু নেই। শুধুমাত্র অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের কেই আইনের আওতায় আনা হবে।
#
২৯/১/১৮ইং
No comments:
Post a Comment