Saturday, September 29, 2018

নরসিংদীর নজরপুরে জোড়া খুন জড়িত ৪ জন গ্রেফতার একজনের আদালতে স্বীকারোক্তি

নরসিংদীর নজরপুরে জোড়া খুন
জড়িত ৪ জন গ্রেফতার একজনের আদালতে স্বীকারোক্তি



তৌহিদুর রহমান: নরসিংদী চরাঞ্চল নজরপুরে জোড়া খুনের ঘটনায় ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নজরপুর ইউনিয়নের জামালিয়াকান্দি গ্রামের মৃত অহির উদ্দিনের ছেলে রাশেদ (২৬), মান্নান (৪৮),একই এলাকার নজরুল ইসলামের ছেলে মরম আলি (১৬) ও গফুর মিয়ার ছেলে নজরুল মিয়া (৪২)।  এর মধ্যে গ্রেফতারকৃত রাশেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নরসিংদী সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামিমা আক্তারের খাস কামরায় এ জবানবন্দি রেকর্ড করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতাউর রহমান জানান, নিহত খলিল একই এলাকার ছালাম নামের এক ছেলে কাছে ১৬ হাজার টাকা পাওনা ছিল। তবে ছালাম দাবী করছিল খলিল ৮ হাজার টাকা পায়। এ নিয়ে সে রাশেদ এর সরানপন্ন হয়। রাশেদ ছালাম কে বলে খলিল খারাপ লোক তাকে কিসের টাকা দিবি, টাকা দেয়া লাগবেনা। এ কথা খলিলের কানে গেলে সে লাঠিসোটা ও দা নিয়ে রাশেদ এর বাড়িতে গিয়ে রাশেদ কে পিটুনি দেয় ও হাতে কোপ দেয়। এসময় আশেপাশের লোকজন খলিল কে প্রতিরোধ করে। প্রতিহত হয়ে খলিল হুমকী দেয় যে থাক তুই আবার  আসতেছি তোকে শায়েস্তা করব। খলিলের হুমকী পেয়ে রাশেদ ও অন্যান্য আসামীরা লাঠি ও হকিস্টিক নিয়ে প্রতিরোধের উদ্দেশ্যে খলিলের বাড়ির দিকে এগাতে থাকে। পথিমধ্যে খলিল ও তার ভাই অলিউল্লাহকে দা নিয়ে আসতে দেখে তাদের উপর ঝাপিয়ে পড়ে রাশেদরা। লাঠি ও হকিস্টিক দিয়ে মাথায় বাড়ি ও দাড়ালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুই ভাই কে। রাশেদ জবানবন্দিতে জানায় খলিল বেচে থাকলে তাদের মেরে ফেলবে তাই তাদের দুই ভাই কে হত্যা করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান জানান, ছালাম নামের এক ব্যাক্তির সাথে নিহত খলিলে টাকার লেনদেন নিয়ে বিরোধের সূত্রে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। আমরা হত্যার সাথে জড়িত ৪ জন কে গ্রেফতার করেছি। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত খলিলের ক্রিমিনাল  ও মাদক মামলার রেকর্ড রয়েছে। ছালামের সাথে তার কিসের টাকা নিয়ে বিরোধ ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর নজরপুর জামালিয়াকান্দী বাড়ির পাশে ধান ক্ষেতে কুপিয়ে হত্যা করা সহোদও দুই ভাই খলিল ও অলিউল্লাহ কে। এ ঘটনায় নিহতের পিতা কবির মিয় বাদী হয় নরসিংদী সদও মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও আরও ৪/৫ জন কে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। 


#
নরসিংদী
২৯/৯/১৮ইং
 

Saturday, September 22, 2018

নরসিংদীর শিবপুরে ২৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার


নরসিংদীর শিবপুরে ২৪ হাজার পিস ইয়াবাসহ
 ২ জন গ্রেফতার


তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুর থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবপুর থানা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৭২ ল¶ টাকা। শুক্রবার গভীর রাতে বিকেলে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা হতে এই ইয়াবা উদ্ধার করা হয়। আজ শনিবার বিকেলে নরসিংদীর পুলিশ সুপার সংবাদ সম্মেলন এসব তথ্য জানান। আটকৃত ইয়াবা সরবারহকারীরা হলো শিবপুর থানার আশ্রাফপুর (গীর্জাপাড়া) গ্রামের শাহজাহান শেখ এর ছেলে ¯^পন শেখ (৩০) ও একই উপজেলার পুর্বপাড়া এলাকার  ইব্রাহীম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫)। ইয়াবা চালানের কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করেছে পুলিশ। 

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) সংবাদ সম্মেলনে জানান, নরসিংদীতে আসা মাদকের চালান গুলি আটক করতে কাজ করছি আমরা। এরই ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার বেশ ধরনের চালান নরসিংদীতে আসছে। সে চক্রকে ধরতে বেশ কয়েকদিন ধরেই গোয়েন্দা তৎপড়তা অব্যাহত ছিল। ইয়াার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের থানা পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১ টায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৭৬৫৩) ও তার চালক ও সহযোগীকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশী করে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে আশ্রাফপুর এলাকার ট্রাকের মালিক জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইয়ার কথামতো তারা এই ইয়াবার চালান নিয় আসে। ২৪ হাজার পিস ইয়াবা আটকের ঘটনায় ¯^পন শেখ, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইযাকে আসামী করে শিপুর মডেল থানায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।


#
নরসিংদী
২২/৯/১৮ইং

Thursday, September 20, 2018

নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি দায় স্বীকার করলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম


নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি 
দায় স্বীকার করলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম



তৌহিদুর রহমান: নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির দায় স্বীকার করেছেন অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের নিয়ে কলেজ অধ্যক্ষের মুখোমুখি হন ছাত্র সংসদের সাবেক ভিপি শামীম নেওয়াজ। তিনি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে কলেজ অধ্যক্ষ কে সাংবাদিকদের উপস্থিতিতে প্রশ্ন করেন। এর আগে বিভিন্ন গনমাধ্যমে অধ্যক্ষের বরাদ দিয়ে সংবাদ প্রকাশিত হয় যে, কতিপয় ছাত্র নেতাদের অবদার মেটাতে কিছু অনিয়ম হয়েছে। এ বিষয়ে অধ্যক্ষ কে প্রশ্ন করা হয় কোন ছাত্র নেতার কারনে তিনি অনিয়ম করেছেন। অধ্যক্ষ এ বিষয়ে সুনির্দিষ্ট কোন জবাব দিতে পারেন নি। এক পর্যায়ে তিনি স্বীকার করেন মুখ ফসকে তিনি এ কথা বলেছেন। কলেজ এর অডিট করতে আসা ব্যাক্তিদেও কে ১০ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন বলেও স্বীকার করেন তিনি। ওই অডিট কমিটি অধ্যক্ষে বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ আনে। সে অভিযোগ থেকে রেহাই পেতেই তিনি

Sunday, September 16, 2018

নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ আটক ২


নরসিংদী তে ৫০০ পিস ইয়াবাসহ আটক ২




তৌহিদুর রহমান: নরসিংদী তে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে শিবপুর উপজেলার যশোর বাাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শিবপুর উপজেলার যশোর এলাকার হাবিবুর রহমানের ছেলে তারেক মৃধা (৩৪) ও একই উপজেলার ছোটাবন্দ এলাকার মৃত মিলন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪০)। জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরিদর্শক রুপণ কুমার সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ইয়াবাসহ তাদের গ্রেফতার করেন। ইয়াবাসহ আটকের ঘটনায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


#
নরসিংদী
১৭/৯/১৮ইং

Friday, September 14, 2018

বিডি ক্লিন নরসিংদীর উদ্যোগে নরসিংদী শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভি

বিডি ক্লিন নরসিংদীর উদ্যোগে
নরসিংদী শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


তৌহিদুর রহমান: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ স্লোগান কে সামনে রেখ নরসিংদী শহরে পরষ্কিার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছে বিডি ক্লিন নরসিংদী শাখা। আজ শুক্রবার সকালে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণ থেকে এই কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমের পূর্বে পৌরসভা প্রাঙ্গনে সক্ষিপ্ত আলোচনা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম নেওয়াজ। এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু, নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির অহমেদ মোল্লা শিবলী, সাংবাদিক তৌহিদুর রহমান প্রমুখ।
শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি শামীম নেওয়াজ। তিনি বিডি ক্লিনের এই কার্যক্রম কে স্বাগত জানান। সেই সাথে তাদের কে সব ধরনের সহযোগীতা দেয়ার আশ্বাস দেন তিনি। তিনি আরও বলেন নিজেদের পরিবেশ কে পরিচ্ছন্ন রাখতে ছাত্র, তরুণরা যদি এগিয়ে আসে তাহলে অবশ্যই সম্ভব হবে একটি পরিচ্ছন্ন দেশ গড়তে।
শপথ বাক্য পাঠ করানোর পর বিডি ক্লিন নরসিংদীর এর আহবায়ক নুর মোহাম্মদ রাজুর নেতৃত্বে

Thursday, September 6, 2018

নরসিংদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিল্পী গ্রেফতার


নরসিংদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিল্পী গ্রেফতার


তৌহিদুর রহমান: নরসিংদীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিল্পী কে গ্রেফতার করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। শিল্পী নরসিংদী জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসলেও কখনো গ্রেফতার হয়নি সে। এমনকি তার কোন ছবিও ছিলনা পুলিশের কাছে। অবশেষে নরসিংদী গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়ে সে। গতকাল বিকেলে নরসিংদীর শেখেরচর মাজার বাষস্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতের একটি ছোট ব্যাগ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী শিল্পি বেগম (৩৮) মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের সর্প নৈগোর এলাকার মৃত অলি মাহমুদ ওরফে ফালাইন্নার মেয়ে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। মাদক সম্রাজ্ঞী শিল্পি বহু মাদক মামলার আসামী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৭ টি মাদকের মামলা রয়েছে 
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম) বলেন,  আমি নরসিংদীতে যোগদানের পর থেকেই মাদক নির্মূল করতে সর্বশক্তি প্রয়োগ করে যাচ্ছি। অধিকাংশ মাদক ব্যবসায়ীই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের মোস্টওয়ান্টেড শিল্পী বেগম কে গ্রেফতার করতেও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সে যেখানে বসবাস করে সেখানে লোকজনের চোখ ফাকি দিয়ে অভিযান করা সম্ভব হয়না। যার ফলে পুলিশের উপস্থিতি সে টের পেয়ে স্থান করে পরিবর্তন করে ফেলতো। অন্যদিকে শিল্পির কোন ছবি না থাকায় অনেক মহিলাদের ভীড়ে তাকে সনাক্ত করাও কঠিন ছিল। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ শেখেরচর থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে নরসিংদী ও মাধবদী থানায় বহু মামলা রয়েছে। ইয়াবাসহ আটকের ঘটনায় মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। সে মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে 
প্রেরণ করা হয়েছে।

#
নরসিংদী
৬/৯/১৮ইং 


Sunday, September 2, 2018

প্রেমের ফাদে ফেলে যুবক কে বন্দি করে মুক্তিপণ দাবী নরসিংদী ডিবি পুলিশের উদ্ধার।। গ্রেফতার ৩

প্রেমের ফাদে ফেলে যুবক কে বন্দি করে মুক্তিপণ দাবী
নরসিংদী ডিবি পুলিশের উদ্ধার।। গ্রেফতার ৩


তৌহিদুর রহমান: মোবাইল ফোনে কথার সূত্র ধরে তরুণীর সাথে প্রেম। তারপর প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে অপহরণ দুষ্ট চক্রের খপ্পড়ে পড়ে বন্ধি হয় মনোহরদীর যুবক ইমরুল। তাকে মুক্তি দেয়ার বিনিময়ে পরিবারের কাছে দাবী করা হয় ৫০ হাজার টাকা। ৩ টি বিকাশ নম্বওে ৪৩ হাজার টাকা পাঠনো হলেও মুক্তি মেলেনি ইমরুলের। পুলিশ সুপারের বিশেষ নির্দেশে নরসিংদী ডিবি পুলিশ ইমরুল কে অক্ষত উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত এক তরুণী ২ জন গ্রেফতার করে। গত কাল শনিবার রাতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার সাকুল ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। জেলা গোয়ন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকারের নেতৃত্বে ঘোয়েন্দা পুলিশের একটি দল অপহরণ চক্রের সদস্যদেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের পূর্বৃ ব্রাহ্মন্দী মহল্লার রতন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম ৩২), বৌয়াকুড় মহল্লার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে রতন মিয়া (৫৬) ও শিবপুর থানার দুলালপুর এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে রনি (২০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার অপহৃত ইমরুলের বড় ভাই রাজু মিয়া নরসিংদী পুলিশ সুপারের কাছে তার ভাই এর অপহরণের বিষয়টি জানান। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম) ডিবি পুলিশ কে অপহৃত যুবক কে উদ্ধার ও জড়িতদেও শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন। ডিবি পুলিশ মোবাইলে মুক্তিঈু দাবী ও বিকাশের লেনদেনের সূত্য ধরে জড়িতদের গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত সবুজ, রাসেল ও মূসা নামের ৩ যুবক পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার।


#
নরসিংদী
২/৯/১৮ইং