Sunday, September 2, 2018

প্রেমের ফাদে ফেলে যুবক কে বন্দি করে মুক্তিপণ দাবী নরসিংদী ডিবি পুলিশের উদ্ধার।। গ্রেফতার ৩

প্রেমের ফাদে ফেলে যুবক কে বন্দি করে মুক্তিপণ দাবী
নরসিংদী ডিবি পুলিশের উদ্ধার।। গ্রেফতার ৩


তৌহিদুর রহমান: মোবাইল ফোনে কথার সূত্র ধরে তরুণীর সাথে প্রেম। তারপর প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে অপহরণ দুষ্ট চক্রের খপ্পড়ে পড়ে বন্ধি হয় মনোহরদীর যুবক ইমরুল। তাকে মুক্তি দেয়ার বিনিময়ে পরিবারের কাছে দাবী করা হয় ৫০ হাজার টাকা। ৩ টি বিকাশ নম্বওে ৪৩ হাজার টাকা পাঠনো হলেও মুক্তি মেলেনি ইমরুলের। পুলিশ সুপারের বিশেষ নির্দেশে নরসিংদী ডিবি পুলিশ ইমরুল কে অক্ষত উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত এক তরুণী ২ জন গ্রেফতার করে। গত কাল শনিবার রাতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার সাকুল ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। জেলা গোয়ন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকারের নেতৃত্বে ঘোয়েন্দা পুলিশের একটি দল অপহরণ চক্রের সদস্যদেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী শহরের পূর্বৃ ব্রাহ্মন্দী মহল্লার রতন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম ৩২), বৌয়াকুড় মহল্লার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে রতন মিয়া (৫৬) ও শিবপুর থানার দুলালপুর এলাকার মৃত মজিবুর মিয়ার ছেলে রনি (২০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার অপহৃত ইমরুলের বড় ভাই রাজু মিয়া নরসিংদী পুলিশ সুপারের কাছে তার ভাই এর অপহরণের বিষয়টি জানান। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম) ডিবি পুলিশ কে অপহৃত যুবক কে উদ্ধার ও জড়িতদেও শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন। ডিবি পুলিশ মোবাইলে মুক্তিঈু দাবী ও বিকাশের লেনদেনের সূত্য ধরে জড়িতদের গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত সবুজ, রাসেল ও মূসা নামের ৩ যুবক পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার।


#
নরসিংদী
২/৯/১৮ইং

No comments:

Post a Comment