নরসিংদীর শিবপুরে ২৪ হাজার পিস ইয়াবাসহ
২ জন গ্রেফতার
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) সংবাদ সম্মেলনে জানান, নরসিংদীতে আসা মাদকের চালান গুলি আটক করতে কাজ করছি আমরা। এরই ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার বেশ ধরনের চালান নরসিংদীতে আসছে। সে চক্রকে ধরতে বেশ কয়েকদিন ধরেই গোয়েন্দা তৎপড়তা অব্যাহত ছিল। ইয়াার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের থানা পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১ টায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৭৬৫৩) ও তার চালক ও সহযোগীকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশী করে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে আশ্রাফপুর এলাকার ট্রাকের মালিক জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইয়ার কথামতো তারা এই ইয়াবার চালান নিয় আসে। ২৪ হাজার পিস ইয়াবা আটকের ঘটনায় ¯^পন শেখ, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান ও অলিউল্লাহ ভুইযাকে আসামী করে শিপুর মডেল থানায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
#
নরসিংদী
২২/৯/১৮ইং
No comments:
Post a Comment