Thursday, January 26, 2017

নরসিংদী জজ কোর্টের পিয়নের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সহকারী জজ এর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নরসিংদী জজ কোর্টের পিয়নের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা
সহকারী জজ এর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদী জজ কোর্টের রাজু মিয়া(২৮) নামের এক পিয়ন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুত্বর অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা দেয়ার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সহকারী জজ এর স্বামীর অশোভন আচরন, অতিরিক্ত কাজ করানো নিয়ে জেলা জজের কাছে অভিযোগ করতে গেলে তার অভিযোগ আমলে নেননি জেলা দায়রা জজ। এ দুঃখে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোর্ট চলাকালীন সময়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান রাজু মিয়া। সে সহকারী জজ সাবরিনা আলমের পিয়নের দায়িত্ব পালন করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর এলাকায়। তার পিতার নাম জহিরুদ্দিন। 
হাসপাতালের বিছানায় শুয়ে রাজু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকালে স্যারের বাসায়

Sunday, January 22, 2017

নরসিংদীর রায়পুরায় ইউপি সদস্য খুন

নরসিংদীর রায়পুরায় ইউপি সদস্য খুন

তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীর রায়পুরায় এক ইউনিয়ন পরিষদ সদস্য কে কুপিয়ে হত্যা করছে অজ্ঞাত সন্ত্রাসী। নিহত ইউপি সদস্যের নাম মজিবুর রহমান। তিনি তুলাতুলি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।  রোববার সন্ধা ৬ টায় তুলাতুলি বাজারে সস্ত্রীক হামলার শিকার হন তিনি। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। তাকে বাচাতে গিয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাতœক জখম হন

Friday, January 20, 2017

প্রথম বারের মতো বাংলাদেশ টেলিভিশনে পারফর্ম করলো জনপ্রিয় ব্যান্ড চাতক


প্রথম বারের মতো বাংলাদেশ টেলিভিশনে
পারফর্ম করলো জনপ্রিয় ব্যান্ড চাতক


তৌহিদুর রহমান :-  প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে পরফর্ম করলো ব্যান্ড চাতক। আনজাম মাসুদ পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে একটি গান পরিবেশন করবেন তারা। ২০ জানুয়ারী শুক্রবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে এই গানের শ্যূটিং করা হয়। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে বেশ উচ্ছসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের ভোকাল কেনেডি জানান, রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহন

নরসিংদীতে জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সাধারন সম্পাদক ও দুই নেতাকে সংবর্ধনা

নরসিংদীতে জাতীয় প্রেসক্লাবের 
প্রথম নারী সাধারন সম্পাদক ও দুই নেতাকে সংবর্ধনা



তৌহিদুর রহমান, নরসিংদী:-  নরসিংদীর তিন কৃতি সন্তান জাতীয় প্রেসকাবের প্রথম নারী সাধারন সম্পাদক ও অপর দুই সাংবাদিক নরসিংদী প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানকে জানানো হয়েছে বিদায় শ্রদ্ধার্ঘ্য। শুক্রবার দুপুরে নরসিংদী প্রেসকাবে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত সাংবাদিকরা হলেন- জাতীয় প্রেসকাবের নবনির্বাচিত প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, নরসিংদী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আসাদোজ্জামান।

Thursday, January 19, 2017

নরসিংদীর শিশু অয়ন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী ইমরান গ্রেফতার


নরসিংদীর শিশু অয়ন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত 
পলাতক আসামী ইমরান গ্রেফতার


তৌহিদুর রহমান, নরসিংদী :-  নরসিংদীর শিশু অয়ন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইমরান কে গ্রেফতার করেছে নরসিংদী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধুপখোলা থেকে তাকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক আরবিকুল ইসলাম। গেফতারকৃত ইমরান (২০) নরসিংদী সদর উপজেলার বদরপুর এলাকার হযরত আলীর ছেলে। সে নরসিংদীর চাঞ্চল্যকর শিশু অয়ন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। উপ- পরিদর্শক আরবিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইমরান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সেখানে একটি গার্মেন্টেসে কাজ করতো।  
আদালত ও মামলা সূত্র জানা যায়,  

Sunday, January 15, 2017

২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলী

২০১১ সালের ১৫ জানুয়ারি সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলী


তৌহিদুর রহমান,নরসিংদী :- ২০১১ সালে ১৫ জানুয়ারী এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে জেলা পুলিশ। আজ রোববার দুপুর ১২ টায় দূর্ঘটনাস্থল শিবপুর উপজেলার ঘাসিরদীয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিহতদের স্মরণে নির্মিত মূর‌্যালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার আমেনা বেগম। বেলাব থানা পুলিশ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুর আলম খান, ওসি (তদন্ত) আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, ডি আই ও-১ শহিদুর রহমান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান। এসময় উপস্থিত ব্যাক্তিবর্গ নিহতদের আতœার মাঘফেরাত কামনায় মোনাজাত করেন। দিনটি উপলক্ষে জেলা পুলিশ লাইন ও বেলাব থানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জানুয়রী জেলা পুলিশ লাইনে নির্বাচন ব্রিফিং উপলক্ষে এক সভায় যোগ দেয়ার জন্য বেলাব থানা থেকে নরসিংদী আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এতে নিহত হন বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর তদন্ত জিয়াউল হক খান (৪০), এস,আই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০) কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দা (৪০) ড্রাইভার রেজাউল করিম (৩৫)। কনস্টেবল প্রিয়তোষ (৩৬)। ওই সারা মর্মান্তিক দূর্ঘটনায় জেলায় নেমে আসে শোকের ছায়া নেমে এসেছিল। দিনটি জেলা পুলিম এর পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরন করে।
















#
তৌহিদুর রহমান, নরসিংদী
১৫/১/১৭ইং 




Monday, January 9, 2017

বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত



বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

তৌহিদুর রহমান, নরসিংদী:- বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। দূগটনায় গাড়ির চালকও মারাতœক আহত হয়েছে। তাদের কে আহত অবস্থায় উদ্ধার করে মাধবদী প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের কে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী নরসিংদীর বেলাবতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহন করে ঢাকায় ফিরছিলেন। তাকে বহনকারী জীপ কারটি ছনপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা ব্রাক্ষনবাড়িয়াগামী রয়েল কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।  দূর্ঘটনার পর আশেপাশের লোকজন তাদের কে উদ্ধার করে মাধবদী প্রাইম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৯/১/১৭ইং

Thursday, January 5, 2017

নরসিংদীর শিবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ ডাকাত গ্রেফতার

নরসিংদীর শিবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ ডাকাত গ্রেফতার



তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদীর শিবপুর হতে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শিবপুর মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, পুলিশ সুপার আমেনা বেগম(বিপিএম)। গ্রেফতারকৃতরা হলো, শিবপুর উপজেলার সাধারচর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৭), একই উপজেলার খৈনকুট এলাকার আকিবুর রহমান এর ছেলে রতন মিয়া (২৯), একই উপজেলার নোয়াদিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে মোজাম্মেল (২২), ও একই এলাকার আঃ বাতেন এর ছেলে কবির হোসেন (২০)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমনো বেগম জানান, গ্রেফতারকৃত ডাকাতরা নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন জেলায় ডাকাতি কওে আসছে। এর মধ্যে আওলাদ হোসেন পুলিশের তালিকাভুক্ত ডাকাত। হবিগঞ্জ জেলা পুলিশেরও সে তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ ৬ টি মামলা রয়েছে। রতনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করতো। তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। 
উল্লেখ্য, বেশ কয়েক মাস যাবত জেলার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে ডাকাতির ঘটনা বেড়েই চলছিল। যা নিয়ে সাধারান মানুষের মাঝে ব্যাপক আতংক বিরাজ করছে। ডাকাতির সাথে জড়িতদেও দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা জরুরী হয়ে পড়েছে বলে মনে করে সাধারন মানুষ। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী
৫/১/১৭ইং