Thursday, January 26, 2017

নরসিংদী জজ কোর্টের পিয়নের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা সহকারী জজ এর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

নরসিংদী জজ কোর্টের পিয়নের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা
সহকারী জজ এর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

তৌহিদুর রহমান, নরসিংদী:- নরসিংদী জজ কোর্টের রাজু মিয়া(২৮) নামের এক পিয়ন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুত্বর অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসা দেয়ার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সহকারী জজ এর স্বামীর অশোভন আচরন, অতিরিক্ত কাজ করানো নিয়ে জেলা জজের কাছে অভিযোগ করতে গেলে তার অভিযোগ আমলে নেননি জেলা দায়রা জজ। এ দুঃখে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় কোর্ট চলাকালীন সময়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান রাজু মিয়া। সে সহকারী জজ সাবরিনা আলমের পিয়নের দায়িত্ব পালন করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর এলাকায়। তার পিতার নাম জহিরুদ্দিন। 
হাসপাতালের বিছানায় শুয়ে রাজু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকালে স্যারের বাসায়

নিয়ে আমাকে গাড়ি ধোয়ায়। সেখানে আমার আমার মা-বাবাকে তুলে গালি গালাজ ও আমাকে মারধর করে। এ নিয়ে আমি জেলা জজ স্যারের কাছে বিচার দিলে তিনি আমার কথা না শুনে স্যারদের কথাই শুনেন।  এতে আমি দুঃখ পেয়ে বিষ খাই। স্যারের স্বামী আমাকে খুব খাটাত, সময়-অসময় আমাকে বিভিন্ন ফরমাশ দিতেন। পিয়ন রাজু মিয়ার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় জজ কোর্টেও কর্মচারীদেও মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও গনমাধ্যমের সামনে কেউ কথা বলতে রাজী হননি।
জেলা জজ কোর্টের পিয়ন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শুনে নরসিংদীতে এ নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। হাসপাতালে গনমাধ্যম কর্মীদেও ভীড় লেগে যায়। এ বিষয় নিয়ে জজ কোর্ট সংশ্লিষ্ট কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। গনমাধ্যমে বক্তব দেয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের বিধি-নিষেধ থাকায় জেলা দায়রা জজ ফাতেম নজিবের প্রতিক্রিয়াও জানা সম্ভব হয়নি।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৬/১/১৭ইং


No comments:

Post a Comment