নরসিংদীর রায়পুরায় ইউপি সদস্য খুন

তার স্ত্রী শাহেদা বেগম। পূর্ব শত্র“তার জের ধরে এই হত্যাকান্ড ঘটনো হয়েছে বলে ধারনা করছে স্বজনরা। রায়পুরা থানা পুলিশ বলছে, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
পুলিশ ও নিহত কাউন্সিলরের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরার তুলাতুলি বাজার থেকে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন মজিবুর রহমান। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহেদা বেগমও আহত হন।
দুর্বৃত্তরা মুজিবর রহমানকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ‘নিহত কাউন্সিলরের লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় কারা জড়িত বা কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে। তবে হত্যায় জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছি।’
এই ঘটনায় নিহত কাউন্সিলরের স্ত্রী শাহেদা বেগম বাদী হয়ে মামলা করবেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আজহারুল ইসলাম।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৩/১/১৭ ইং
No comments:
Post a Comment