প্রথম বারের মতো বাংলাদেশ টেলিভিশনে
পারফর্ম করলো জনপ্রিয় ব্যান্ড চাতক
তৌহিদুর রহমান :- প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনে পরফর্ম করলো ব্যান্ড চাতক। আনজাম মাসুদ পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে একটি গান পরিবেশন করবেন তারা। ২০ জানুয়ারী শুক্রবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে এই গানের শ্যূটিং করা হয়। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে বেশ উচ্ছসিত ব্যান্ডের সদস্যরা। ব্যান্ডের ভোকাল কেনেডি জানান, রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহন
ফকির লালন সাইজীর বাণিকে সুরে সুরে সবার মাঝে ছড়িয়ে দেয়ার মানষে গান করে ব্যান্ড চাতক। ব্যান্ডের সদস্য পাচ জন। কেনেডি (ভোকাল) ,নুর (গীটার), পলক (গীটার), শান্ত (বেজ গীটার), লিমন ( ড্রাম)। ইতিমধ্যে দেশব্যাপি জনপ্রিয়তা পাওয়া এই ব্যান্ড শ্রেতাদের মন জয় করবে এমনটাই প্রত্যাশা সবার।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২১/১/১৭ ইং
No comments:
Post a Comment