নরসিংদীর শিশু অয়ন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত
পলাতক আসামী ইমরান গ্রেফতার
তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীর শিশু অয়ন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইমরান কে গ্রেফতার করেছে নরসিংদী থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধুপখোলা থেকে তাকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক আরবিকুল ইসলাম। গেফতারকৃত ইমরান (২০) নরসিংদী সদর উপজেলার বদরপুর এলাকার হযরত আলীর ছেলে। সে নরসিংদীর চাঞ্চল্যকর শিশু অয়ন হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। উপ- পরিদর্শক আরবিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইমরান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সেখানে একটি গার্মেন্টেসে কাজ করতো।
আদালত ও মামলা সূত্র জানা যায়,
ব্রাক্ষন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র অয়ন ২০১৩ সালের ২৬ মে বিকেলে বাসার সামনে খেলতে বের হয়। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘটনার একদিন পর রুবেল নাম এক ব্যাক্তি ফোন করে অয়নকে অপহরন করা হয়েছে বলে জানায়। অপহরন কারীরা মুক্তিপন হিসেবে তার পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা দাবী করেন। অন্যথায় তাকে হত্য করা হবে বলেও হুমকি দেয় দুবৃত্তরা । পরে বিষয়টি পুলিশকে জানিয়ে সদর মডেল থানায় অপহরন মামলা দায়ের করেন অপহৃত শিশুর পিতা সোহরাব হোসেন। এরই মধ্যে অপহরনের ৪দিন পর ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর ব্রীজের নিচ থেকে শিশু অয়নের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। র্দীঘ তদন্ত শেষে পুলিশ ৫ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে আসামীদের দোষী সাব্যস্ত করে ৫ জনকে মৃত্যুদন্ড দেয়া হয় এবং প্রত্যেক আসামীকে আরো এক লক্ষ টাকা করে অর্থ দন্ডে দন্ডিত করা হয়।#
তৌহিদুর রহমান,নরসিংদী
১৯/১/১৭ ইং
No comments:
Post a Comment