নরসিংদীতে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে
জেলা পুলিশের মসজিদে মসজিদে প্রচারণামূলক লিফলেট বিতরন
তৌহিদুর রহমান:- নরসিংদীতে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে জেলা পুলিশের পক্ষ থেকে মসজিদে মসজিদে প্রচারণামূলক লিফলেট বিতরন করা হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজে পূর্বে মুসুল্লিদের মাঝে এই লিফলেট বিলি করা হয়। নাম পরিচয় গোপন করে কেউ যেন জঙ্গি ও অপরাধমূলক কর্মকান্ড করতে না পারে সেজন্য ভাড়াটিয়াদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার সরকারী নির্দেশনা বাস্তবায়ন ত্বরান্বিত করতে নরসিংদী জেলা পুলিশ এই উদ্যেগ নিয়েছে। এই উদ্যেগ কে স্বাগত জানিয়েছেন নরসিংদীর বাড়ির মালিক ও সুধিজনরা।
কমিউনিটি পুলিশের নরসিংদীর জেলার সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, সমাজের সজাগ সচেতন নাগরিক হিসেবে এই উদ্যোগ কে শুধু স্বাগত জানানো নয় বাস্তবায়ন করাও জরুরী। প্রত্যেক নাগরিকের দেশের প্রতি দায়বদ্ধতা আছে। ব্যাক্তিগতভাবে, সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে যেভাবেই চিন্তা করি এই কার্যক্রম আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। যে বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দিবেন তার জন্যও এটা কল্যাণ ও নিরাপত্তাময়। আমি নরসিংদী বাসীকে আহবান করি তারা যেন ভাড়াটিয়াদের সঠিক তথ্য দ্রুত থানায় জমা দেন।
ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেয়ার বিষয়টিকে সময়পযোগী বলেই মনে করেন বাড়ির মালিকগণ, শহরের বিভিন্ন বাড়ির মালিকদের সাথে কথা বললে তারা জানান,
আগে ভাড়াটিয়াদের পরিচয় সাধারনত আমরা মৌখিক ভাবে জানতাম, তারা যে পরিচয় তথ্য দিত তার বাইরে কিছু জানা যেত না। অনেক দুষ্ট লোক এই সুযোগে তাদের নাম পরিচয় গোপন করে নানা ধরনের অপরামূলক কর্মকান্ড করে আসছিল। ভাড়াটিয়াদের কাছে খুব জোড়ালো ভাবে তাদের পূর্নাঙ্গ নাম ঠিকানা ও পরিচয় জানা সম্ভব হয়নি। এখন সরকার নির্দেশ দেওয়ায় তারা তাদের তথ্য দিতে বাধ্য থাকবে। এটা বাড়ির মালিকদের জন্য স্বস্তির ব্যাপার। তবে এই উদ্যেগ কে স্বাগত জানালেও এর ফলে কেউ যেন হয়রানী করতে না পারে সে কামনা করছেন।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) বলেন, জঙ্গিরা তাদের নাম পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়ে তাদেও কার্যক্রম চালাচ্ছে। শুধ জঙ্গিরা নয় অনেক অপরাধীরাও ছদœনাম পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। তারপর অপরাধ করে পালিয়ে যায়। যেহেতু তারা সঠিক তথ্য দেয়না তখন তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। দেশের একজন সুনাগরিক হিসেবে কোথাও পরিচয় প্রকাশ করতে কারও কোন ধরনের সমস্য হয়না। শুধুমাত্র যারা অপরাধের সাথে জড়িত তারাই নিজেদের নাম পরিচয় গোপন রাখতে চায়। কোন বাড়িওয়ালা জেনে শুনে কোন অপরাধীকে নিশ্চয় ভাড়া দিবেন না। দেশের সকল মেট্রোপলিটন এলাকা ও অনেক জেলা শহরের বাড়ির মালিকরা স্বতস্ফুর্তভাবে তাদের ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেন। এ নিয়ে কোন ধরনের হয়রানীর সুযোগ নেই। উচ্চ আদালতও এই কার্যক্রমে কোন হয়রানীমূলক কিছু ঘটতে পারে এমন মনে করেননা। এ নিয়ে করা একটি রিট উচ্চ আদালত খারিজ করে দিয়েছেন।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৭/৪/১৭ইং
No comments:
Post a Comment