ডিবি পুলিশের পরিচয় দিয়ে অর্থ আদায় চেষ্টাকালে
নরসিংদীতে ৬ প্রতারক কে
গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ
তৌহিদুর রহমান, নরসিংদী :- ডিবি পুলিশের পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে প্রতারনা করে অর্থ আদায় করার সাথে জড়িত ৬ প্রতারক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার পৌলানপুর এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক কামাল হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও লোহার তৈরী নকল পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মাধবদী থানার চরমাধবদী এলাকার মোতালেব মিয়ার ছেলে হারুনর রশিদ (২০), আলমাছ মিয়ার ছেলে সুজন মিয়া(১৯), ছাত্তার মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৯), আমিনুল ইসলাম এর ছেলে সাহেল মিয়া (২০), সদর উপজেলার নগরবানিয়াদি(আব্দুল্লাহ বাজার) এলাকার জয়নাল শিকদারের ছেলে মোহাম্মদ আলী (২২) ও একই এলাকার রুস্তম আলীর ছেলে আবুল কালাম(২৮)। এসময় ফরিদ নামের অপর এক প্রতারক পালিয়ে যায়।
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক রুপন কুমার সরকার জানান,
নরসিংদীর বিভিন্ন স্থানে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে একটি চক্র প্রতারনা করে অর্থ আদায় করে আসছিল। তাদের চিহ্নিত করার জন্য চেষ্টা চলছিল। গতকাল গোপন সংবাদে জানা যায় যে মাধবদী থানার পৌলানপুর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাজী আলী আকবর মার্কেটের সামনে ব্যবসায়ীদের কাছ থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে আমার টিমের এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৬ প্রতারক কে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘ দিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্নভাবে অর্থ আদায় করে আসছিল। তাদেও কারনে জেলা গোয়েন্দা পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। গ্রেফতারের পর তাদের পরিচয় যাচাই বাছাই করে নিশ্চিত হয়ে তারপর গনমাধ্যম কে জানানো হয়েছে। ভুয়া পুলিশ সেজে প্রতারনা করে অর্থ আদায় করার অপরাধে এএসআই কামাল হোসেন বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদের কাছ থেকে প্রতারনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। আদালতে তাদের রিমান্ড আবেদন করা হবে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩০/৩/১৭ইং
No comments:
Post a Comment