নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ
৪ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

গ্রেফতারকৃতরা হলো, ঘোড়াদিয়া এলাকার আলতাফ মাহমুদের পুত্র আপেল সুমন ওরফে জয় মোহাম্মদ(২৭), সুরুজ ভূইয়ার পুত্র লোকমান(২৬), আঃ রহমানের পুত্র রকি(২৪), শিবপুর উপজেলার দুলালপুর এলাকার মৃত আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন দেলু।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, আমার কাছে বিশ্বস্ত সূত্রে সংবাদ আসে যে ঘোড়াদিয়া ঋষিপাড়া এলাকায় শ্মশান কালিপূজা অথবা কোন বাসা বাড়িতে ডাকাতি করার জন্য বেশ কয়েকজন ডাকাত ওই এলাকায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমি আমার টিম নিয়ে দ্রুত সেখানে যাই এবং সীমানা প্রাটির ঘেরা একটি মাঠে তাদেও অবস্থান শনাক্ত করে ৪ জন কে গ্রেফতার করতে সক্ষম হই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তৌহিদুর রহমান, নরসিংদী
২৮/৩/১৭ইং
No comments:
Post a Comment