নরসিংদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে
পুলিশ মেমোরিয়াল ডে পালন

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন থেকে তেলওয়াত ও নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। পুলিশ সুপার আমেনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রাজিয়া সুলতানা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বক্তারা দেশের প্রয়োজনে পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) আঃ আউয়াল, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান সহ নরসিংদীর সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারে সদস্যদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার দেয়া হয়।#
তৌহিদুর রহমান, নরসিংদী
১/৩/১৭ইং
No comments:
Post a Comment