নরসিংদীতে পদোন্নীত প্রাপ্ত এ এসআই ও এসআইদের
র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী জেলায় কর্মরত ১১ জন সহকারী উপ- পরিদর্শক পদোন্নতি পেয়ে উপ-পরিদর্শক ও কনস্টবল হিসেবে কর্মরত ১১ জন সহকরী উপ-পরিদর্শক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। উপ-পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আরশাদ আলী(রিজার্ভ অফিস), মোঃ আব্দুল কুদ্দুস(সদর কোর্ট), মোঃ আরিফ রাব্বানী(রায়পুরা থানা), শেফালী খাতুন(পুলিশ অফিস), মোহাম্মদ ছাইদুর রহমান ভুইয়া (মনোহরদী থানা), বিল্লাল হোসেন(লাইন ওয়ার), আরিফ উল্লাহ(লাইন ওয়ার) ফিরোজ আলী(মাধবদী থানা), মোহাম্মদ মোজাফফর হোসেন(শহর পুলিশ ফাড়ি), মোহাম্মদ মেঝবাহ উদ্দিন(শিবপুর মডেল থানা), মোঃ শহিদুল ইসলাম(নরসিংদী মডেল থানা)।
কনস্টেবল হতে সহকারী উপ-পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, মাহিনুর আক্তার(জেলা গোয়েন্দা শাখা), মোঃ জাহাঙ্গীর আলম(জেলা গোয়েন্দা শাখা), মোঃ আমিনুল ইসলাম(পুলিশ অফিস), মোঃ ইসলাম উদ্দিন(সদর কোর্ট), মোঃ আল- আমিন(এসএএফ শাখা), মোঃ আবক্দুল্লাহ আল মুজাহিদ(এসএএফ শাখা), মোঃ আনোয়ার হোসেন, (সদর কোর্ট), মোঃ সাইফুল ইসলাম(সদর কোর্ট), মোঃ শাহীন আলম খান(এসএএফ শাখা),, রিমা রাণী দাস (সদর কোর্ট)। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার আমেনা বেগম বলেন, দেশের কল্যানে সর্বোচ্চ আতœত্যাগ করার প্রত্যয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তৌহিদুর রহমান, নরসিংদী
৯/৩/১৭ইং
No comments:
Post a Comment