Thursday, March 9, 2017

নরসিংদীতে বিপুল পরিমান গাজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার ও এক ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


নরসিংদীতে বিপুল পরিমান গাজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার 
ও এক ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


তৌহিদুর রহমান, নরসিংদী :- নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এর নেতেৃতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পলাশ ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। পলাশের খালিশকারটেক এলাকার মৃত আমজাদ হোসেনের এর ছেলে সেলিম(৩৪) এর বসত ঘর হতে ৩০ কেজি গাজা, ১৭০ বোতল ফেনসিডিল ও ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম ও তার অপর সহযোগী হারুন পালিয়ে যায়। শিবপুর উপজেলার বংশিরদিয়া এলাকার ১০০ পিস ইয়াবাসহ সময় আল-আমিন(২৪) নামের এক মাদক ব্যাসায়ীকে গ্রেফতার করা হয়। সে শিবপুর উপজেলার বংশিরদিয়া এলাকার মৃত-ফিরোজ মিয়ার ছেলে। এসময় তার অপর সহযোগী সেলিম ও হারুন পালিয়ে যায়। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদক দ্রব্য উদ্ধার ও এক মাদক ব্যাসায়ীকে আটকের ঘটনায় পলাশ ও  শিবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক দ্রব্য উদ্ধারের ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
১০/৩/১৭ইং


No comments:

Post a Comment