Friday, March 24, 2017

নরসিংদীতে লুটকৃত ব্যাটারি চালিত অটো রিকশাসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নরসিংদীতে  লুটকৃত ব্যাটারি চালিত অটো রিকশাসহ
ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার


তৌহিদুর রহমান,নরসিংদী:- নরসিংদীতে একটি সংঘবদ্ধ ডাকাত দলের এক মহিলাসহ ছয় ডাকাত কে গ্রেফতার  করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুটকৃত অটো রিকশা ও মোবাইল উদ্ধার করা হয়। আজ শুক্রবার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুরিশের একটি দল সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে আহমেদুল কবীর অপু(৩৩), শিবপুর উপজেলার বাঘাব এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে সোহরাব হোসেন(২৫) ও তার স্ত্রী মানসুরা আক্তার জলি(২৩), রায়পুরা উপজেলার করিমগঞ্জ নয়াহাটী এলাকার মৃত সালাম ভুইয়ার ছেলে রতন ভুইয়া(৪০), সদর উপজেলার মাদবদী থানার চৌয়া মজমপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে দুলাল মিয়া ও রায়পুরা উপজেলার করিমগঞ্জ মৃধাবাড়ির মৃত আবু তাহের মৃধার ছেলে ফরহাদ মৃধা(৩০)। 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,
আজ সকালে অটো রিকশা চালকের বড় বোন জেলা গোয়েন্দা পুলিশের কাছে মোবাইল ফোনে তার ভাই অটো রিকশাসহ নিখোজ রয়েছে বলে সাহায্য প্রার্থনা করে। এরপর গোয়েন্দা পুলিশ রায়পুরা উপজেলার হাসনাবাদ থেকে অটো চালক আহসান উল্লাহকে উদ্ধার করে। অটো চালক জনায়, দুজন মহিলা পুরুষ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রায়পুরা থেকে মালামাল আনার জন্য থানাঘাট থেকে তাকে ভাড়া নেয়। পথিমধ্যে রায়পুরা উপজেলার করিমগঞ্জ মৃধা বাড়িতে পৌছলে অটো রিকশা থামাতে বলে। অটো রিকশা থামালে পুরুষ যাত্রী তাকে চেপে ধরে। এসময় আগে থেকে পার্শ্ববর্তী কলাবাগানে উৎপেতে থাকা আর ও ৬-৭ জন ডাকাত এসে তাকে ধরে কলাবাগানে নিয়ে যায়। সেখানে তারা অটো চালককে দিগম্বর করে মুখে লুঙ্গি গুজে বেধে রাখে। ও ধারাল অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকী দেয়। তারা কাছে থাকা মোবাইল ও অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। অটো চালকের ডাকাতির বর্ণনার সূত্র ধরে ডাকাতদের ধরতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। এসময় জনগনের সহায়তায় সদর উপজেলার শালিধা এলাকা থেকে অপু, সোহরাব, মানসুরা ও রতন কে অটো রিকশাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দুলাল ও ফরহাদ কে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য । তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তাদেও নতুন সংযোজন মহিলা ডাকাত সদস্য। অপু, দুলাল, রতন ও ফরহাদ পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। অটো রিকশা লুটের ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

#
তৌহিদুর রহমান, নরসিংদী
২৪/৩/১৭ইং






No comments:

Post a Comment