Thursday, November 23, 2017

নরসিংদীতে ভুয়া নারী পুলিশ গ্রেফতার

নরসিংদীতে ভুয়া নারী পুলিশ গ্রেফতার


তৌহিদুর রহমান: নরসিংদীর বেলাব থেকে এক ভুয়া নারী পুলিশ কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বেলাব উপজেলার হোসেন নগর মধ্যপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার কাছ থেকে পুলিশের পোশাক ও পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। ভুয়া নারী পুলিশের নাম বিলকিস আক্তার ওরফে রিয়া (৩০)। সে বেলাব থানার হোসেন নগর মধ্যপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। 
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিলকিস তার এলাকায় পুলিশ হিসেবে পরিচয় দিত। সে বিভিন্ন মানুষকে পুলিশে চাকরী দেওয়ার কথা বলে অর্থ আতœসাৎ করতো। পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকতাদের সাথে তার ভাল সম্পর্ক আছে বলে প্রচার করে আসছিল। এর ফলে অনেকেই বিশ্বাস করে তাকে চাকুরীর জন্য টাকা দিত। নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার এক ব্যাক্তিকে পুলিশে চাকুরী দিবে বলে টাকা দাবী করে। সে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে আটক করার পর সে নিজেকে গোয়েন্দা পুলিশের কাছে ঢাকা কেরানীগঞাজ থানায় কর্মরত একজন পুলিশ কন্সটেবল বলে পরিচয় দেয়। এসময় তার দেয়া আইডি কার্ডে ভুল থাকায় তাকে ভুয়া পুলিশ হিসেবে সনাক্ত করে গোয়েন্দা পুলিশ। এরপর সে পুলিশের পোষাক পরিহিত ছবি দেখিয়ে গোয়েন্দা পুলিশ কে বিভ্রান্ত করার চেষ্টা করে। কর্মস্থল সমন্ধে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে সে তার সুদুত্তর দিতে ব্যার্থ হয়। তার বসত বাড়ি থেকে পুলিশের পোষাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার বাদী হয়ে বেলাব থানায় মামলা দায়ের করেছেন।

#
২৪/১১/১৭ইং 

No comments:

Post a Comment