নরসিংদীতে মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ও রিঙ্গিত ছিনতাই
রায়পুরা থানার ৪ পুলিশসহ ৭ জন গ্রেফতার

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারী শুক্রবার নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ই সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে বের হবার পর একটি সাদা রংয়ের প্রাইভেট কার প্রবাসীকে বহনকারী গাড়িটিকে থামায়। সাদা প্রাইভেট কার থেকে ৪ জন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। এসময় তাদের কাছে অস্ত্র ও ওয়্যারলেস সেট ছিল।৪ জনের মধ্যে দুইজনের মুখ বাধা ছিল। তারা প্রবাসীর সাথে থাকা ২ ব্যাক্তিকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেট কারে উঠায়। প্রবাসীকে বহনকারী গাড়িতে ডিবি পরিচয়ধারী ৩ জন উঠে ও গাড়ির চালককে নির্দেশমতো চালাতে বলে। এসময় ডিবি পুলিশ পরিচয়ধারীরা সোহেল ও তার সঙ্গীদের মারধর করতে থাকে ও বলে তাদের কাছে অবৈধ জিনিসপত্র রয়েছে। ভয়ে সোহেল তার কাছে থাকা স্বর্নের বার ও রিঙ্গিত দিয়ে দেয়। তারপর তাদের নরসিংদী আরশিনগর হতে রায়পুরাগামী রাস্তার পুরানপাড়া এলাকার একটি ব্রীজের কাছে নামিয়ে দেয়। প্রবাসী সোহেলর কাছে মালয়েশিয়া প্রবাসী মাইন উদ্দিন তার বাড়িতে দেয়ার জন্য এ স্বর্ণের বার গুলি দিয়েছিল। মোবাইল বন্ধ ও বাড়ি ফেরা দেরী দেখে শাহজাহান সোহেলের বাড়িতে অপেক্ষা করতে থাকে। রাত ১০টা ৩০ মিনিটে সোহেল আহত অবস্থায় বাড়িতে পৌছে ঘটনার বিবরণ দেয়। এরপর তারা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। নরসিংদী পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্তভার নেয়। গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ও সিএনজি স্টেশনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জড়িত আসামীদের চিহ্নিত ও গ্রেফতার করে। প্রাবাসীর কাছ থেকে ২ পুলিশ অফিসার সহ ৪ পুলিশের ছিনতাই করার ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বছর এই উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নৌপথে গরু ব্যাবসায়ীদের কাছ থেকে ৭০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।
নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) বলেন, প্রবাসীর কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে স্বর্নের বার ও টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদসস্যরা ছিনতাইকারী হিসেবেই বিচারের মুখোমুখি হবেন। পুলিশে অপরাধ করে কেউ ছাড় পাবেনা।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩১/১/১৮ইং