Wednesday, January 31, 2018

নরসিংদীতে স্বর্নের বার ছিনতায়ে জড়িত ৪ পুলিশসহ ৭ জন গ্রেফতার

নরসিংদীতে মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ও রিঙ্গিত ছিনতাই
রায়পুরা থানার ৪ পুলিশসহ ৭ জন গ্রেফতার




তৌহিদুর রহমান: মালয়েশিয়া ফেরত এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণের বার, রিঙ্গিত ও মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত রায়পুরা থানার ৪ পুলিশ সহ ৭ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গল ও আজ বুধবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো রায়পুরা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন, উপ-পরিদর্শক আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, কনস্টেবল সাইদুল ইসলাম। এ ঘটনায় গ্রেফতারকৃত অন্য আসামীরা হলো, প্রবাসীকে বহনকারী গাড়ির চালক নুরুজ্জামান মোল্লা (২৬), নুর মোহাম্মদ (৩৭) ও ছাদেক (৩৩)। নুরুজ্জামন মোল্লা রায়পুরার আমিরগঞ্জ এলাকার  সাত্তার মোল্লা ছেলে। নুর মোহাম্মদ একই উপজেলার হাইরমারা এলাকার আমির উদ্দিনের ছেলে ও ছাদেক সদর উপজেলার বাদুয়ারচর এলাকার আলা উদ্দিনের ছেলে। ছাদেক কে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করেন। নরসিংদী রায়পুরার আমিরাবাদ এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া বাদী হয়ে গত ৩০ জানুয়ারী নরসিংদী সদর মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন। সে মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ টি স্বর্ণের বার ও ২৯ হাজার ২ শত পঞ্চান্ন টাকা উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসী রায়পুরা হাইরামারা এলাকার বাসিন্দা সোহেল মিয়া এ ছিনতাইয়ের শিকার হন।  
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারী শুক্রবার নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ই সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে বের হবার পর একটি সাদা রংয়ের প্রাইভেট কার প্রবাসীকে বহনকারী গাড়িটিকে থামায়। সাদা প্রাইভেট কার থেকে ৪ জন নেমে এসে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। এসময় তাদের কাছে অস্ত্র ও ওয়্যারলেস সেট ছিল।৪ জনের মধ্যে দুইজনের মুখ বাধা ছিল। তারা প্রবাসীর সাথে থাকা ২ ব্যাক্তিকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেট কারে উঠায়। প্রবাসীকে বহনকারী গাড়িতে ডিবি পরিচয়ধারী ৩ জন উঠে ও গাড়ির চালককে নির্দেশমতো চালাতে বলে। এসময় ডিবি পুলিশ পরিচয়ধারীরা সোহেল ও তার সঙ্গীদের মারধর করতে থাকে ও বলে তাদের কাছে অবৈধ জিনিসপত্র রয়েছে। ভয়ে সোহেল তার কাছে থাকা স্বর্নের বার ও রিঙ্গিত দিয়ে দেয়। তারপর তাদের নরসিংদী আরশিনগর হতে রায়পুরাগামী রাস্তার পুরানপাড়া এলাকার একটি ব্রীজের কাছে নামিয়ে দেয়। প্রবাসী সোহেলর কাছে মালয়েশিয়া প্রবাসী মাইন উদ্দিন তার বাড়িতে দেয়ার জন্য এ স্বর্ণের বার গুলি দিয়েছিল। মোবাইল বন্ধ ও বাড়ি ফেরা দেরী দেখে শাহজাহান সোহেলের বাড়িতে অপেক্ষা করতে থাকে। রাত ১০টা ৩০ মিনিটে সোহেল আহত অবস্থায় বাড়িতে পৌছে ঘটনার বিবরণ দেয়। এরপর তারা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। নরসিংদী পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্তভার নেয়। গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ও সিএনজি স্টেশনের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে জড়িত আসামীদের চিহ্নিত ও গ্রেফতার করে। প্রাবাসীর কাছ থেকে ২ পুলিশ অফিসার সহ ৪ পুলিশের ছিনতাই করার ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বছর এই উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নৌপথে গরু ব্যাবসায়ীদের কাছ থেকে ৭০ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল।
নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) বলেন, প্রবাসীর কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে স্বর্নের বার ও টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদসস্যরা ছিনতাইকারী হিসেবেই বিচারের মুখোমুখি হবেন। পুলিশে অপরাধ করে কেউ ছাড় পাবেনা। 


#
তৌহিদুর রহমান,নরসিংদী
৩১/১/১৮ইং

Tuesday, January 30, 2018

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার


তৌহিদুর রহমান: নরসিংদীতে ১ টি বিদেশী পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী ছাদেক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী  হতে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকারের নেতৃত্বে গোয়ন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছাদেক (৩৩) সদর উপজেলার বাদুয়ারচর এলাকার আলা উদ্দিনের ছেলে। 
উপ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সন্ত্রাসী ছাদেক অস্ত্রসহ নরসিংদী শহরে ঘুড়ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মন্দী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে কোন ধরনের সন্ত্রাসী কার্যকালাপ করার জন্যই অস্ত্র বহন করছিল। তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 







#
তৌহিদুর রহমান, নরসিংদী
৩১/১/১৮ইং

Monday, January 29, 2018

বিকাশের মাধ্যমে অবৈধ লেনদেন বিপুল সংখ্যক সিমসহ নরসিংদীতে গ্রেফতার ২

বিকাশের মাধ্যমে অবৈধ লেনদেন
বিপুল সংখ্যক সিমসহ নরসিংদীতে গ্রেফতার ২


তৌহিদুর রহমান: নরসিংদীতে বিকাশের মাধ্যমে নিয়মবর্হিভ’ত অবৈধ লেনদেন কার্যক্রমের সাথে জড়িত ২ বিকাশ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার সন্ধায় সদও উপজেলার  মাধবদী থানাধীন পাচদোনা হতে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো পাচদোনা মোড়ের সুমাইয়া টেলিকমের মালিক রিযওয়ানুল ইসলাম (৪২) ও সকাল স্বন্ধা টেলিকমের মালিক আব্দুল গাফফার (২৯)। রিযওয়ানুল ইসলামের সুমাইয়া টেলিকম থেকে ১৪৬ ও আব্দুল গাফফারের সকাল স্বন্ধা টেলিকম থেকে ২৮ টি বিকাশ একাউন্ট সম্বলিত সিমকার্ড উদ্ধার করা হয়। বিভিন্ন ব্যাক্তির অজান্তে তাদের জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে এই সিম গুলিতে বিকাশ একাউন্ট করা হয়। যা দিয়ে মোটা অংকের টাকা লেনদেন করা হতো। এই প্রক্রিয়ায় অপহরণের পর মুক্তিপণ, ব্ল্যাকমেইল, মাদক, সন্ত্রাসী কার্যক্রমের টাকা লেনদেন হতো বলে মনে করছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য অবশ্যই পালনীয় নিয়ম-নীতি রয়েছে। অধিক মুনাফার লোভে বেআইনিভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ও ছবি ব্যবহার করে বহুসংখ্যাক সীম রেজিষ্ট্রেশন করা হয়। এর ফলে নির্দিষ্ট অংকের টাকার সীমাবদ্ধতা ছাড়িয়ে বেশি সংখ্যার টাকা লেনদেন করা সম্ভব হচ্ছে। এই ধরনের লেনদেনগুলি বিভিন্ন বেআইনি কার্যক্রমের ফলেই হয়। কাউকে অপহরণ করে দ্রুত মুক্তিপণ আদায়ের অন্যতম উপায় হলো বিকাশের এই অবৈধ লেনদেন। অপর দিকে সরল বিশ্বাসে বিকাশ একাউন্ট করার জন্য এসব দোকানদারদের কাছে যারা জাতীয় পরিচয়পত্র ও ছবি দিয়েছেন জড়িত না হয়েও তারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। গতকাল রবিবার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। এতগুলো সিম দিয়ে বড় কোন অপরাধ সংঘটনের সাথে জড়িত কিনা তদন্ত চলছে। এই ধরনের অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে পুলিশের অভিযানে আতংকিত হওয়ায় কিছু নেই। শুধুমাত্র অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের কেই আইনের আওতায় আনা হবে।

#
২৯/১/১৮ইং

Thursday, January 25, 2018

ফ্রীজের মাছ মাংস ফেলে দিচ্ছে পুলিশ এমন গুজবে আতংকময় নরসিংদী

জেলার কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি
ফ্রীজের মাছ মাংস ফেলে দিচ্ছে পুলিশ
এমন গুজবে আতংকময় নরসিংদী


তৌহিদুর রহমান: নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ফ্রীজে রক্ষিত গরুর মাংস, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ পাওয়া গেলে তা ফেলে দেওয়া ও ফ্রীজ ভাঙ্গচুর করছে পুলিশ এমন গুজবে আতংক ছড়িয়ে পড়ে নরসিংদী জেলা জুড়ে। কোথাও এই ধরনরে কোন ঘটনার হদিস পাওয়া না গেলেও শুধু মাত্র মানুষের মুখে মুখে ছড়ানো গুজব আলোচিত হয়েছে সর্বত্র। ভয়ে অনেক মহিলারাই ফ্রীজের গরুর মাংস ও মাছ সরিয়ে ফেলেন। পাশের গ্রামে, পাশের এলাকায় পুলিশ ফ্রীজ ভেঙ্গেছে এমন কথাই উচ্চারিত হয়েছে বহু সংখ্যক মানুষের মুখে। আর এমন গুজবে ফলে বেশ বিব্রতও হয়েছে জেলা পুলিশ। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসিবুল আলম জানান, ইহা সম্পূর্ন গুজব। মানুষের মুখে মুখে এ গুজবের বিস্তৃতি ঘটেছে বলে মনে হচ্ছে। জেলার কোথাও পুলিশ এ ধরনের কোন পদক্ষপ নেয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি  সারাদেশের ন্যায় নরসিংদীতেও খানা জরিপের কাজ চলছে। খানা জরিপে প্রতিটি বাড়ির সদস্যদের তথ্য ও আর্থিক অবস্থা নির্নয় করা হচ্ছে। একটি দেশের সার্বিক উনœিতর মাপকাঠি এই খানা জরীপ। এই জরিপ যারা করছেন তারা বাড়িতে কি কি রয়েছে তা লিপিবদ্ধ করছেন। এই বিষয় কে পুজি করে এমন গুজব ছড়াতে পারে।
পরিসংখ্যান ব্যুরোর একটি প্রকল্পের আওতায় গোটা বাংলাদেশে খানা শুমারির কাজ চলছে। এখানে খানা অর্থ বাড়ি অর্থাৎ বাংলাদেশের নাগরিকদেও জীবন- জীবিকা এবং অর্থনৈতিক অবস্থার চিত্র বাস্তবে কেমন তা এই শুমারীর মাধ্যমে তুলে ধরা হয়। এর ফলে প্রতিটি স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং ব্যবহার্য পণ্য সামগ্রীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল নাগরিকের পরিবার থেকেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। 
উল্লেখ্য, ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে খানাভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে নরসিংদীতে। এ নিয়ে এখনো সাধারন মানুষ তেমন অবগত নয়। জরীপ কারীদের বাড়ি বাড়ি তথ্য নিতে গিয়ে বেশ কাঠখড় পোহাতে হচ্ছে। খানা জরীপের  বিষয়ে জেলায় তেমন ধরনের প্রচার প্রচারনা চোখে পড়েনি।

#
২৫/১/১৮ইং

Tuesday, January 23, 2018

ঢাকা রেঞ্জের সেরা পুলিশ অফিসার আব্দুল গাফফার

ঢাকা রেঞ্জের সেরা পুলিশ অফিসার
 আব্দুল গাফফার


তৌহিদুর রহমান: ঢাকা রেঞ্জে বছরের সেরা পুলিশ অফিসার নির্বাচিত হলেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার(পিপিএম)। আজ মঙ্গলবার ঢাকা রেঞ্জ পুলিশ কার্যালয়ে এই পুরুষ্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল আল মামুন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ও নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), অতিরিক্ত ডিআইজিবৃন্দ ও ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগন। এবছর আইন শৃংখলা, সন্ত্রাস, অস্ত্র ও মাদক উদ্ধারে কৃতিত্বপূর্ণ ভ’মিকার জন্য সেরা পুলিশ অফিসার নির্বাচিত হন তিনি। এর আগে পুলিশ সপ্তাহ ২০১৮ তে পিপিএম পদকপ্রাপ্ত হন। পুলিশ সপ্তাহের প্রথম দিনে প্রধানমন্ত্রি শেখ হাসিনা পিপিএম পদক ব্যাজ পড়িয়ে দেন। উপ পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) ২০১৩ সালের জানুয়ারী থেকে নরসিংদী জেলায় কর্ত্যব্যরত রয়েছেন। তিনি নরসিংদীর সদর, শিবপুর ও মনোহরদী থানায় দায়িত্ব পালন করেন। প্রায় ৩ বছর যাবত জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করছেন। নরসিংদীতে একজন আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল গাফফার। সন্ত্রাস ও মাদক নির্মূলে তার বিশেষ ভ’মিকা নরসিংদীতে ব্যাপক আলোড়ন সৃস্টি করে।


#
২৩/১/১৮ইং

Thursday, January 11, 2018

নরসিংদীতে ইয়াবা ব্যবসায়ী দলিল লেখক জনিসহ ২ জন গ্রেফতার

নরসিংদীতে ইয়াবা ব্যবসায়ী
 দলিল লেখক জনিসহ ২ জন গ্রেফতার

তৌহিদুর রহমান: নরসিংদীতে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকায় দলিল লেখক জনি সহ ২ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে নরসিংদী শহরের রাঙ্গামাটি মহল্লার ভিন্ন ভিন্ন স্থান হতে ৬৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নুরজাহানপুর এলাকারমৃত মানিক মিয়ার ছেলে (বর্তমানে নরসিংদী শহরের কান্দাপাড়া মহল্লার ভাড়াটিয়া) টিপু মিয়া (২৮) ও ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা) মৃত সিকদার কাওসার আলীর ছেলে (বর্তমানে রাঙ্গামাটি মহল্লার শফিকুলের বাড়ির ভাড়াটিয়া) আল মামুন ইবনে কাওসার (৩৬)। জনি নরসিংদী সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শহরের রাঙ্গামাটি হতে টিপুকে ১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে সে জানায় দলিল লেখক জনির কাছ থেকে সে ইয়াবা কিনেছে। গোয়েন্দা পুলিশের নির্দেশমতো টিপু মোবাইল ফোন দিয়ে জনির কাছে আরও ইয়াবা কিনতে চায়। জনি জানায় তার কাছে ৫০ পিস ইয়াবা আছে বাসায় এসে নিয়ে যাওয়ার জন্য। তারপর টিপুকে নিয়ে জনিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 



#
১১/১/১৮ইং

Tuesday, January 2, 2018

রাষ্ট্রীয় পদক পিপিএম পাচ্ছেন নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার

রাষ্ট্রীয় পদক পিপিএম পাচ্ছেন নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার

তৌহিদুর রহমান: পুলিশে সাহসীকতা ও সেবার স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক পাচ্ছেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার। পুলিশ সদর দফতর থেকে পদক পাওয়ার বিষয়টি নিশ্চত করে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামী ৮ জানুয়ারী থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রি শেখ হাসিনা পদক প্রাপ্তদের পদক পড়িয়ে দিবেন। উপ-পরিদর্শক আব্দুল গাফফার ১৯৯৮ সালে পুলিশ বাহীনিতে যোগ দেন। বড় বড় মাদকের চালান আটক, অস্ত্রবাজ ও ডাকাতদের গ্রেফতার করে তিনি নরসিংদীতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়ায় বাংলাদেশীদের আটক ও নির্যাতন করে টাকা আদায়ের সময় বেশ কয়েকজন বাংলাদেশীকে জীবিত উদ্ধার ও তাদের সাথে জড়িতদের গ্রেফতার করেন। নরসিংদী জেলার অপরাধীদের কাছে এক ভয়ের নাম উপ-পরিদর্শক আব্দুর গাফফার। কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় সম্মান পাওয়াকে নিজের চাকুরী সজীবনের সবচেয়ে বড় পাওয়া বলে জানিয়েছেন উপ-পরিদর্শক আব্দুল গাফফার।  




#
২/১/১৮ইং

মনোহরদী থানার ওসি প্রত্যাহার

মনোহরদী থানার ওসি প্রত্যাহার


তৌহিদুর রহমানঃ মোবাইল ফোনে ঘুষ লেনদেন সংক্রান্ত কথকোপন বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার ১ দিনের মাথায় প্রত্যাহার করা হলো মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী রুহুল কে। আজ মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশ সুপার তাকে পুলিশ লাইনে ক্লোজ করেন। তার পরিবর্তে মনোহরদীর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে নরসিংদী কোর্ট পরিদর্শক ফখরুল ইসলাম কে। নরসিংদী পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) জানান গনমাধ্যমে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঘুষ সংক্রান্ত কথাবার্তা প্রকাশ হওয়ার পর পুলিশের মহা-পরিদর্শকের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ সংক্রান্ত লেনদেনের বিষয়ে বিভাগীয় তদন্ত করা হবে।





#
২/১/১৮ইং