Friday, February 16, 2018

প্রেমের ফাদে ফেলে কিশোরগঞ্জের যুবক অপহরণ গোয়েন্দা পুলিশ এর তৎপড়তায় নরসিংদীতে উদ্ধার আটক ৪

প্রেমের ফাদে ফেলে কিশোরগঞ্জের যুবক অপহরণ
গোয়েন্দা পুলিশ এর তৎপড়তায় নরসিংদীতে উদ্ধার আটক ৪


তৌহিদুর রহমান: মোবাইল ফোনের কথোকোপনে প্রেম, অতপর ভালবাসা দিবসে নরসিংদীর আসার জন্য আহবান। সে আহবানে সাড়া দিয়ে প্রেমিকার সাথে দেখা করতে নরসিংদীতে আসে কিশোরগঞ্জের যুবক সাগর। প্রেমিকার ভাড়া করা অটো রিকশায় করে ঘুড়তে গিয়ে অপহরণ চক্রের হাতে জিম্মি হয় সে। তারপর সাগরের পরিবারের কাছে লাখ টাকা মুক্তপণ দাবী অন্যথায় জীবন নাশ। এমনই পরিস্থিতি থেকে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের তৎপড়তায় সে যুবক কে জীবিত উদ্ধার করা হয়, সেই সাথে আটক করা হয় প্রতারক প্রেমিকা ও ৩ সহযোগীকে। গতকাল বৃহস্পতিবার স্বন্ধায় নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচর হতে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম এই অভিযানের নেতৃত্ব দেন। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আগরপুর (দাসপাড়া) এলাকার নুর আহাম্মদ এর ছেলে শামীম মিয়া (২৪), একই এলাকার মৃত ছেনু মিয়ার ছেলে রবিন মিয়া (১৮), নরসিংদীর পলাশ উপজেলা মাঝেরচর গ্রামের হানিফ মিয়ার ছেলের ছেলে জুলহাস মিয়া (২১) ও কথিত প্রেমিকা আফরোজা আক্তার রুনা (২২)। অপহৃত যুবক হলো কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার আজবপুর এলাকার মৃত রতন ফকিরের ছেলে ফয়সাল আহম্মেদ সাগর (১৮)। 
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম জানান, ভিকটিমের বড় ভাই নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এসে গোয়েন্দা পুলিশের সহযোগীতা চায়। পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। অভিযানে ভিকটিম রুবেল কে অক্ষত উদ্ধার করা হয়। এই অপহরণ চক্রের ৪ জন কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন। সে মামলায় গ্রেফতারকৃতদের ও  ভিকটিম কে আজ শুক্রবার  আদালতে সোপর্দ করা হয়। ভিকটিম আদালতে অপহরণের ঘটনার জবানবিন্দ দিয়েছে। 

#
১৬/২/১৮ইং       

No comments:

Post a Comment