চাদাবাজীর মামলায় নরসিংদীতে দুই ভুয়া সাংবাদিক গ্রেফতার

ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারী নরসিংদীর রায়পুরার মরজালস্থ নবগঙ্গা এগ্রো ফ্যাক্টরির পরিচালক শহিদুল ইসলামের নিকট সাংবাদিক পরিচয়ে ২ লক্ষ টাকা চাদা দাবী করে মানিক ও ইদ্রিস। তা না হলে পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের হুমকী দেয়। ওইদিন নরসিংদী শহরের ভেলানগরের ফুটওভারব্রিজের নিচে ওই সাংবাদিকদের তিনি ১০ হাজার টাকা দেন এবং বাকী টাকা পরে দিবেন বলে জানান। ওই দুই ভুয়া সাংবাদিকরা টাকার জন্য বারবার তাগাদা দিচ্ছিল। এতে ব্যবসায়ী শহিদুল ইসলামের বেশ সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের কে টাকা দিবে বলে কৌশলে নরসিংদী শহরের কাউড়িয়াপাড়াস্থ এনএসআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে এনএসআই এর সহযোগীতায় তাদের কে আটক করে নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করা হয়। তারপর ব্যবসায়ী শহিদুল মিয়া বাদি হয়ে তাদের বিরুদ্ধে চাদাবাজীর মামলা দায়ের করেন। সে মামলায় তাদের কে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহিদুল আলম জানান, চাদাবাজী মামলায় দুই ভুয়া সাংবাদিকের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।
#
২০/২/১৮ইং
No comments:
Post a Comment