ভয়ংকর খুনি দল, মানুষ মারা যাদের কাছে পানি ভাত
বেলাব অটো চালক হত্যা মামলায় খুনিদের আদালতে স্বীকারোক্তি

আদালতে দেয়া স্বীকারোক্তি থেকে জানা যায়, গ্রেফতারকৃতরা ও আরো দুজন ঘটনার দিন ডাকাতি করতে বের হয়। বেলাব বীর বাঘবের এরাকার নির্জন রাস্তায় তারা কলাগাছ কেটে ফেলে রাখে। সেখানে জিল্লুর তার অটো রিকশা নিয়ে এসে কলাগাছ দেখে থেমে পড়ে। এসময় ডাকাত সুমন, সোহেল, ও আরো দুজন জিল্লুর কে অটো রিকশা থেকে জোড়পূর্বক নামিয়ে ফেলে ও গামছা দিয়ে তার মুখ বেধে ফেলে। এরপর সুলতান ও পারুক ওই অটো রিকশা নিয়ে কুরিয়ারচরের দিকে চলে যায়। এদিকে সুমন সোহেল ও আরও দুজন জিল্লুর কে মারপিট করে ও গলায় গামছা পেচিয়ে খুন করে লাশ নার্সারীতে ফেলে চলে যায়। ছিনতাইকৃত অটো রিকশাটি খালা সুরাইয়ার কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে। বিক্রির টাকা তারা সবাই মিলে বাগ বাটোয়ারা করে। বেটে সুমন জানায় নেশার টাকা দিলে সে যে কোন ধরনের কাজ করতে পারে। নেশার টাকার জন্য সে ও তার দল বহু মানুষ কে খুন করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, এরা একটি ভয়ংকর ডাকাত ও খুনির দল। এ ধরনের অপরাধ করতে করতে তারা নিষ্ঠুর হয়ে গেছে। উক্ত আসামীরা কুলিয়ারচর তথা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন জায়গায় মানুষ খুন করে অটো রিকশা ছিনতাই করে তাদের কথিত খালার কাছে বিক্রয় করতো। এসব এলাকায় আটো রিকশার চালক হত্যার সাথে তারা জড়িত রয়েছে। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান ও পরিদর্শক জাবেদ মাহমুদ সহযোগীতা করেছেন। বিভিন্ন এলাকায় অটো রিকশা চালক হত্যা মামলায় তাদের সম্পৃক্ততার বিষয় যাচাই বাছাই করা যেতে পারে।
#
৭/২/১৮ইং
No comments:
Post a Comment