Friday, March 23, 2018

নেতা-কর্মীদের নিয়ে মাটিতে বসে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক

মঞ্চে নয়, নেতা-কর্মীদের নিয়ে মাটিতে বসে ছিলেন 
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক



তৌহিদুর রহমান: জনসভার মঞ্চে নয় নেতা-কর্মীদের নিয়ে মাটিতে বসে ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান। জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভার আমন্ত্রিত অতিথি হলেও বিশেষ কারনে তিনি নেতা-কর্মীদের নিয়ে মঞ্চের একপাশে মাটিতে বসেছেন বলে জানান। সাদেকুর রহমানের সাথে আরও বসা ছিলেন উপজেলা আওয়াম লীগের সহ সভাপতি হাজী সাত্তার। সাদেকুর রহমান বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা ও রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর আস্থভাজন ও ঘনিষ্ঠ নেতা। অন্য দিকে লোকমান হত্যা কে কেন্দ্র করে এখনও জেলা আওয়ামী লীগের সাথে বৈরীতা রয়েছে রাজুর। তবে এবারের সাংগঠনিক জনসভায় রজিউদ্দিন আহমেদ রাজু উপস্থিত থাকতে পারেন বলে অনেকেই ধারনা করেছিল। তবে তিনি আসেননি।  রায়পুরা উপজেলা আওয়ামী লীগ বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়। উপজেলার সভাপিত আফজাল হোসেন জনসভায় আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য রাখেন। অপর দিকে সাধারন সম্পাদক নেতা কর্মীদের নিয়ে বসে ছিলেন মাটিত।
অসুস্থ নেতা-কর্মীরা উপস্থিত না হতে পারলে তাদের বাড়ি যেয়ে খোজখবর নেয়ার যে উপদেশ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দিয়েছেন ওবায়দুল কাদের। তা ঠিক কোন উদ্দেশ্যে  বলেছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষন। যতই বিশ্লেষিত হউক না কেন রাজনীতির এসব হিসাব-নিকাশ যে সহজেই বুজা যাবেনা তা অনুমান করা যাচ্ছে।

#
নরসিংদী
২৩/৩/১৮ইং

নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় লোকমান হত্যার বিচার দাবী




 নরসিংদীতে আওয়ামী লীগের জনসভায় লোকমান হত্যার বিচার দাবী

তৌহিদুর রহমান: নরসিংদী স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রয়াত মেয়র লোকমান হোসেনের হত্যার বিচারের দাবী করে লোকমান ভক্তরা। দুপুর থেকেই লোকমান হত্যার বিচারের দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন তারা। দলের সাধারন সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন, তখন জনসমাবেশ থেকে মুহুর্মূহ স্লোগানে লোকমান হত্যার বিচার দাবী করা হয়। এসময় মন্ত্রী অন্য প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেলেন। বিচার চাই দাবীর বিপরীতে তিনি বলেন, এখানে বিচার করা হচ্ছে না। এটা সমাবেশ, বিচার বিচার প্রক্রিয়ার মাধ্যমেই হবে। জননেতা লোকমান হোসেন মৃত্যুর পর আমি নরসিংদী এসেছিলাম। আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এ হত্যার বিচার সঠিকভাবেই হবে। 
এ বিষয়ে লোকমান হোসেনের সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী বলেন, লোকমান হোসেনের অগণিত ভক্তরা দলের সাধারন সম্পাদকের কাছে তাদের প্রিয় নেতার হত্যার বিচার চেয়েছে। তাদের আবেগ অনুভ’তি তারা প্রকাশ করেছেন। লোকমান হত্যা মামলা এখন বিচারাধীন। আমারা চাই বিচার দ্রুত শেষ করে জড়িতদের শাস্তি দেওয়া হউক। নেতা বলেছেন বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এই হত্যার বিচার হবে। এতে আমরা আশাবাদী যে অতি শীঘ্রই লোকমান হত্যার বিচার কার্যক্রম শুরু হবে।

#
নরসিংদী
23/8/১৮ইং 




Thursday, March 22, 2018

ব্যানার পোষ্টার ফেস্টুনে নয়, মানুষের হৃদয়ে যার নাম থাকবে তারাই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবেন

ব্যানার পোষ্টার ফেস্টুনে নয়, মানুষের হৃদয়ে যার নাম থাকবে
তারাই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হবেন
                           -আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের



তৌহিদুর রহমান: ব্যানার, পোষ্টার ফেস্টুনে নয় মানুষের হৃদয়ে যাদের নাম থাকবে তারাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারবেন। ছয় মাস অন্তর অন্তর নেতাদের জনপ্রিয়তা জরিপ করাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনমত জরীপে যারা এগিয়ে থাকবেন তারাই হবেন আওয়ামী লীগের প্রার্থী। এখানে কোন জোর জবরদস্তী করে কেউ প্রার্থী হতে পারবেন না। আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক ও সেতু , মন্ত্রী ওবায়দুল কাদের নরসিংদীতে জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন। আজ বৃহস্পতিবার নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভা  ও আনন্দ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, নাম ব্যবহার করবেন না। নেত্রী আমাকে গ্রীন সিগনাল দিয়েছেন, দলের সাধারন সম্পাদক আমাকে কানে কানে বলে দিয়েছেন এসব কথা বলবেন না। যারা নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তারা প্রার্থী হবেন সেটা উত্তম তবে দলের ক্ষতি করবেন না। 
 ওবায়দুল কাদের বলেন, বিএনপি কে নিয়ে বিচলিত হবার কোন কারন নেই। বেগম জিয়া কারাগারে গেলে বিএনপি ভেবেছিল আন্দোলনে জোয়ার আসবে। এ মাস না ওই মাস এ বছর না ওই বছর এভাবে কেটে গেচে ৯ বছর। কিন্তু মরা গাঙ্গে আর জোয়ার আসে না। 
কেন্দ্রীয় সাংগঠনিক সফরের কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত হয়এই জনসভা। নরসিংদী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার সভাপত্বি করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক)।  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রিয় কমিটির কার্য নির্বাহী সদস্যও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল কবির কাউছার, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। 
আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, ঘোড়শাল পৌরসভার মেয়র শরিফুল হক জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারন সম্পাদক শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি  ইসহাক খলিল বাবু প্রমুখ। 

#
নরসিংদী
২২/৩/১৮ইং

Wednesday, March 21, 2018

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য
নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

তৌহিদুর রহমান: নরসিংদীতে ৪০ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদীর রয়পুরা থানাধীন মরজাল থেকে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী কে আটক করে এ মাদকের চালান উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ওমর গালিব (২৯)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শতাব্দীপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। মাদক উদ্ধারে নরসিংদীতে ইতিহাস সৃষ্টি করেছেন উপ-পরিদর্শক আব্দুল গাফফার। নরসিংদী থেকে সর্ববৃহৎ মাদকের চালান আটকের কৃতিত্ব গুলি এখন তার দখলে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, মাদকের ব্যবসার ক্ষেত্রে বড় চালান থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে যায়। এ পর্যন্ত বহু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও মাদকের ব্যবসা বন্ধে চাহিদনুযায়ী ফলাফল পাওয়া যাচ্ছিল না। তাই এবার আমরা মনযোগ দিয়েছি বড় চালানগুলি আটকের। বড় চালান গুলি বাইরের জেলা থেকে অচেনা লোক নিয়ে আসে এবং তা খুব অল্প সময়ের ব্যাপার। এর ফলে তাদের ধরা বেশ কঠিন। তবে আমি আমার টিম নিরলস চেষ্টা করে এই বড় মাদকের চালানগুলি আটক করতে সক্ষম হচ্ছি। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাদক চক্রের হেরোইনের এই চালান আমরা আটক করেছি। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এরা খুব বড় একটি আন্তর্জাতিক মাদক চালান চক্র। এদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত তারা ঢাকা রাজশাহী হয়ে দেশের বিভিন্ন জেলায় বড় বড় ধরনের মাদকের চালান সরবারহ করতো। গত কয়েকদিন ধরে গোয়েন্দা পুলিশ এই চক্রকে ধরতে কাজ করছে। উপ-পরিদর্শক আব্দুল গাফফারের বিশেষ তৎপড়তায় আজ বুধবার ৪০০ গ্রাম হেরোইন(ব্রাউন সুগার) সহ এর সাথে জড়িত এক ব্যাক্তি কে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


#
নরসিংদী।


২১/৩/১৮ ইং

নরসিংদীতে স্বামীর সহায়তায় এক নারী শ্রমিক কে গনধর্ষ


নরসিংদীতে স্বামীর সহায়তায় এক নারী শ্রমিক কে গনধর্ষণ

তৌহিদুর রহমানঃ নরসিংদীতে স্বামীর সহায়তায় এক নারী শ্রমিক কে গনধর্ষনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী শহরের চৌয়ালা মহল্লায় এই ঘটনা ঘটে। ধর্ষনের শিকার নারী শ্রমিক চৌয়ালাস্থ একটি টেক্সটাইল কারখানায় চাকুরী করে। এ ঘটনায় এক ধর্ষক ও মহিলার স্বামীকে কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের স্বীকার ওই নারী শ্রমিক কে মেডিকেল চেকআপের জন্য হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। 
ঘটনা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওই মহিলার স্বামী ফরিদ মিয়া তার দুই বন্ধু রিপন ও আমির কে নিয়ে ঘরে আসে। তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা শেষে ওই মহিলার স্বামী দেড় বছর বয়সী কন্যা সন্তান কে নিয়ে ঘরের বাহিরে চলে যায়। এই সুযোগে রিপন ও আমির মহিলা কে পালাক্রমে জোড়পূর্বক কয়েক দফা ধর্ষণ করে। ধর্ষকরা চলে যাওয়ার পর স্বামী ফরিদ ঘরে ঢুকে। সে এ ঘটনা কাউকে না বলার জন্য চাপ দিতে থাকে। কিন্তু ও ওই মহিলা সাহসী হয়ে নিজে নরসিংদী সদর মডেল থানায় এসে পুলিশি সহায়তা চায়। 
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা সৈয়দুজ্জামন জানান, ওই নরী শ্রমিক থানায় এসে ধর্ষণের অভিযোগ জানায়। পুলিশ মহিলার বক্তব্য শুনে ২ জন কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছে। মেডিকেল চেকআপের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

#
নরসিংদী
২১/৩/১৮ইং

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য!! নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য
নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার

তৌহিদুর রহমান: নরসিংদীতে ৪০ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদীর রয়পুরা থানাধীন মরজাল থেকে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী কে আটক করে এ মাদকের চালান উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ওমর গালিব (২৯)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শতাব্দীপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। মাদক উদ্ধারে নরসিংদীতে ইতিহাস সৃষ্টি করেছেন উপ-পরিদর্শক আব্দুল গাফফার। নরসিংদী থেকে সর্ববৃহৎ মাদকের চালান আটকের কৃতিত্ব গুলি এখন তার দখলে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, মাদকের ব্যবসার ক্ষেত্রে বড় চালান থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে যায়। এ পর্যন্ত বহু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও মাদকের ব্যবসা বন্ধে চাহিদনুযায়ী ফলাফল পাওয়া যাচ্ছিল না। তাই এবার আমরা মনযোগ দিয়েছি বড় চালানগুলি আটকের। বড় চালান গুলি বাইরের জেলা থেকে অচেনা লোক নিয়ে আসে এবং তা খুব অল্প সময়ের ব্যাপার। এর ফলে তাদের ধরা বেশ কঠিন। তবে আমি আমার টিম নিরলস চেষ্টা করে এই বড় মাদকের চালানগুলি আটক করতে সক্ষম হচ্ছি। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাদক চক্রের হেরোইনের এই চালান আমরা আটক করেছি। 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এরা খুব বড় একটি আন্তর্জাতিক মাদক চালান চক্র। এদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত তারা ঢাকা রাজশাহী হয়ে দেশের বিভিন্ন জেলায় বড় বড় ধরনের মাদকের চালান সরবারহ করতো। গত কয়েকদিন ধরে গোয়েন্দা পুলিশ এই চক্রকে ধরতে কাজ করছে। উপ-পরিদর্শক আব্দুল গাফফারের বিশেষ তৎপড়তায় আজ বুধবার ৪০০ গ্রাম হেরোইন(ব্রাউন সুগার) সহ এর সাথে জড়িত এক ব্যাক্তি কে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


#
নরসিংদী।
২১/৩/১৮ ইং

Friday, March 16, 2018

নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক


তৌহিদুর রহমান: নরসিংদীর শিবপুর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত ইয়াবা ব্যাবসায়ীর নাম রেদোয়ান (২২) চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার গারাঙ্গিয়া এলাকার মৃত শফিউল্লার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানিক দল এই অভিযান চালায়।

উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, বিভিন্ন সূত্রে আমাদের কাছে তথ্য আসে কক্সবাজার থেকে ইয়াবার বেশ ধরনের চালান নরসিংদীতে আসছে। সে চক্রকে ধরতে বেশ কয়েকদিন ধইে গোয়েন্দা তৎপড়তা অব্যাহত ছিল। এক পর্যায়ে জানতে পারি শিবপুরের ইটাখোলায় একটি ইয়াবার চালান বিনিময় হবে। তারপর সেই এলাকার আশেপাশে অবস্থান নেই আমারা। এক পর্যায়ে ইটাখোলা আল মক্কা হোটেলের সামনে থেকে একটি স্কুল ব্যাগ কাধে ঝোলানো এক যুবক কে আটক করি। এসময় তার ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃত ও তাদের চক্ররা কক্সবাজার থেকে সরাসরি ইয়াবার চালান নরসিংদী ও এর আশেপাশের এলাকায় সরবারহ করতো।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ। তারই অংশ হিসেবে কক্সবাজার কেন্দ্রিক এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবাস আটক হয়েছে। ইহা নরসিংদীতে এ যাবৎকালে আটককৃত ৩য় বৃহত্তম মাদকের চালান। ইয়াবা উদ্ধার ও আটকের ঘটনায় শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 


#
নরসিংদী।
১৮/৩/১৮ ইং

Thursday, March 15, 2018

নরসিংদীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সাইফুল্লাহ আল মামুন

নরসিংদীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন
সাইফুল্লাহ আল মামুন

তৌহিদুর রহমান: নরসিংদীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সাইফুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম)। আজ বৃহস্পতিবার সকালে তিনি নরসিংদীর সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ)  আমেনা বেগম এর কাছ থেকে দায়িত্ব বুজে নেন। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম. পিপিএম) এর আগে শরীয়তপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০১ সালে ২০ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ বাহিনিতে যোগ দেন। কর্মময় জীবনে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি বাংলাদেশ পুলিশ মেডেল ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদক প্রাপ্ত হয়েছেন।

#
১৫/৩/১৬ 

নরসিংদীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে গোয়েন্দা পুলিশ

নরসিংদীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে গোয়েন্দা পুলিশ

তৌহিদুর রহমান: নরসিংদী থেকে দুই হাজার পিস ইয়াবাসহ আ: ছাত্তার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আ: ছাত্তার (৫০) বৌয়াকুড় মহল্লার মৃত আ: সালামের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের অভিযানিক দল এই অভিযান চালায়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা
উপ-পরিদর্মক রুপণ কুমার সরকার জানান, শহরের বৌয়াকুড় এলাকায় এক মাদক ব্যাবসায়ী মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাই। সে সংবাদেও ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাত্তার কে তার বাড়ির সামনে আটক করে তল্লাশী করি। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়্ তারপর আমাদেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ঘর থেকে আরও ১ হাজার ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট বের কের দেয়। এই ইয়াবার চালানটি কক্সাজারের টেকনাফ থেকে এসেছে বলে জানতে পেরেছি। আটককৃত সাত্তার লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে জেলা শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।


#
নরসিংদী
১৫.০৩.১৮

সকলের ভালবাসায় সম্মানীয় আবেগী বিদায় নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের

সকলের ভালবাসায় সম্মানীয় আবেগী বিদায়
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের

তৌহিদুর রহমান: নরসিংদীতে কর্মরত সকল পুলিশ সদস্য, জেলার বিশিষ্টজনদের ফুলেল সংবর্ধনায় সম্মানীয় আবেগময় বিদায় হলো নরসিংদীর সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) আমেনা বেগমের। আজ বৃহস্পতিবার তিনি নরসিংদীর নতুন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আমেনা বেগমের বিদায় উপলক্ষে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন ও বাসভবনে জেলা পুলিশের উর্ধত্বন কর্মকর্তা ও বিশিষ্টজনরা ফুল দিয়ে সংবর্ধিত করেন। জেলা পুলিশ লাইনে আমেনা বেগম কে বহনকারী ফুলে ফুলে সজ্জিত গাড়ি কে দড়ি দিয়ে টেনে নিয়ে বিদায় জানান জেলা পুলিশের কর্মকর্তারা। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নরসিংদীর মতো চ্যালেঞ্জিং জেলা খুব শক্ত মনোবল দিয়ে পরিচালনা করলেও বিদায় বেলা নিজের আবেগ ধরে রাখতে পারেননি আমেনা বেগম। সহকর্মীদের হৃদয় উজার করা ভালবাসা পেয়ে কেদেছেন অজোড়ে। এসময় অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্যগন চোখের পানি ফেলতে দেখা গেছে। এমন রাজকীয়, সম্মানীয় ও আবেগী বিদায় এর আগে নরসিংদীর কোন পুলিশ সুপার পাননি। জেলার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন আমেনা বেগম সততা, ভালবাসা, সহমর্মিতার এক উজ্জল দৃষ্টান্ত। সকল পুলিশ সদস্যকে নিজের পরিবারের মানুষ মনে করতেন তিনি। কোন পুলিশ সদস্যের য কোন ধরনের অসুবিধায় তিনি পাশে দাড়াতেন। সে জন্যই উনাকে বিদায় জানানো ছিল সবার কাছে খুবই আবেগ এবং কষ্টের বিষয়। পেশাগত কারনে বিদায় জানাতেই হয় তাই জেলা পুলিশ তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন। 

#
১৫/৩/১৮ইং

Wednesday, March 14, 2018

নরসিংদী শহরের বিবির শাহ ঘাট থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নরসিংদী শহরের বিবির শাহ ঘাট থেকে
এক যুবকের মৃতদেহ উদ্ধার


তৌহিদুর রহমান: নরসিংদী শহরের বিবির শাহ ঘাট এলাকা থেকে ইরান রায় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় বিবির শাহ ঘাট সংলগ্ন নদীর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।  নিহত ইরানের পরিচয় নিশ্চিত করেছে তার মা কল্যানী রায়। নিহত যুবক ইরান (২০) বাড়ি নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাচগাও গ্রামের কেশব রায়ের ছেলে।

নিহতের পরিবারের লোকদের সাথে কথা বলে জানা যায়, ইরান নরসিংদীর হাজীপুরে সপরিবারের বসবাস করে আসছে। সে নরসিংদী বাজারের একটি জুয়েলারী দোকানে কাজ করতো। তার সাথে কারও তেমন বিরোদ ছিলনা। তবে পারিবারিককভাবে তাদের টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ছিল।  
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম জানান, বিবির শাহ ঘাটে একটি মরদেহ পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে নিহতের মা এসে তার ছেলের লাশ বলে চিহ্নিত করে। তাকে কি কারনে হত্যা করা হয়েছে ও কারা করেছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।




#
১৫/৩/১৮ইং 

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক 
রুপণ কুমার সরকার
ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা


তৌহিদুর রহমান: ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তার পুরুস্কার পেলেন নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার কুমার সরকার। বেশ কিছু চাঞ্চল্যকর ক্লু লেস মামলার রহস্য উন্মোচনের জন  তিনি সেরা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হন। আজ বুধবার ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যলায়ে মাসিক অপরাধ সভায় এই পুরুষ্কার তুলে দেন ডিআইজি চৌধুরী আব্দু
ল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবুল কালাম, আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি ও নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগন।
উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার বলেন, নরসিংদীর বেলাব তে অটো রিকশা ছিনতাইয়ের জন্য খুন হয় অটো চালক জিল্লুর রহমান। ওই হত্যাকান্ডে কোন ধরনের ক্লু ছিলনা । বিভিন্ন কৌশল প্রয়োগের পর এক ভয়ংকর খুনি দল কে শনাক্ত করা হয়। যারা সামান্য অর্থের জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করতো না। এই হত্যা মামলা রহস্য উদঘাটনের জন্য আমাকে সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। আমাকে পুরুষ্কার দিয়ে উৎসাহীত করায় ঢাকা রেঞ্জের ডিআইজি ও নরসিংদীর সদ্য বিদায়ী পুলিশ সুপার আসেনা বেগম স্যারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


#
১৪/৩/১৮ইং 

Saturday, March 10, 2018

নরসিংদীর পলাশে বিদেশী পিস্তল ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

নরসিংদীর পলাশে বিদেশী পিস্তল ও ফেনসিডিল 
উদ্ধার করেছে পুলিশ



 আল আমিন মিয়া: পলাশ উপজেলায় একটি বিদেশী পিস্তল ও ৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল চেক পোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা, এসআই এ.বি সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে
একটি প্রাইভেটকার থেকে ৯২ বোতল ফেনসিডিল সহ আকরাম হোসোইন (৩২) ও সাইফুল ইসলাম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সকালে আটককৃতদের নিয়ে মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে মাধবদীর ভগিরথপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
 আটককৃতরা হলেন, নরসিংদীর মাধবদীর ভগিরথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আকরাম হোসেন ও বানিয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নেতৃত্বে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্ট এলাকায় অবস্থান নেওয়া হয়। পরে পাঁচদোনাগামী ঢাকা মেট্রো গ-১৭-৪৯২৬ নামক একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি বাঁধা ভেঙে পালানোর চেষ্টা করে। 
পরে আমরা ধাওয়া করে ওই প্রাইভেটকারটি আটক করি এবং প্রাইভেটকারটির ভিতরে থাকা দুই জনকে আটক করে গাড়ি তল্লাশী করি। তল্লাশীকালে গাড়িতে থাকা একটি ঝুড়ি থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সকালে পাশর্^র্তী মাধবদী থানার ভগিরথপুর গ্রামের আকরাম হোসেনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, উদ্ধারকৃত পিস্তলটি মাধাবদী থানা হেফাজতে দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা, অপহরণ ও মাদকের একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মাদক মামলা ও মাধবদী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

#
১০/৩/১৮ইং

Tuesday, March 6, 2018

নরসিংদীর জেলা প্রশাসক কে জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর জেলা প্রশাসক কে জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা


তৌহিদুর রহমান: নরসিংদী জেলা প্রশাসনের সাথে জেলা পুলিশের সু সম্পর্কের এক অন্যন্য নজির স্থাপিত হয়েছে। সদ্য বদলী হওয়া নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের বিদায় উপলক্ষে জেলা পুলিশ এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার নরসিংদী পুলিশ লাইনে এই সংবর্ধনা দেয়া হয়। নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম (অতিরিক্ত ডিআইজি) এই সংবর্ধনার আয়োজন করেন। বিগত সময়ে নরষিংদী জেলা প্রশাসনের সাথে পুলিশের হৃদত্যপূণূ সম্পর্ক দেখা যায়নি। কিন্তু ড. সুভাষ চন্দ্র বিশ্বাস নরসিংদী জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর থেকেই পুলিশের সাথে সু সম্পর্কের দিগন্ত উন্মোচিত হয়। নরসিংদী পুলিশ লাইনে ভাষ্কর্য অঙ্গিকার এর উদ্বোধন ও ঢাকা রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে আগত অতিথিদের বক্তব্যেও প্রকাশ পেয়েছেন বর্তমান জেলা প্রশাসকের সাথে জেলা পুলিশের সু-সম্পর্কের বিষয়টি। নরসিংদী বিদায়ী জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের এই র্দষ্টান্ত সবার জন্য ানুকরনীয় হয়ে থাকবে বলেই আশাবাদ প্রকাশ করেন সবাই।


#
তৌহিদুর রহমান, নরসিংদী
৬/৩/১৮ইং  

নরসিংদী জেলা পুলিশ লাইনে ‘অঙ্গিকার’ ভাস্কর্যের উদ্বোধন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

নরসিংদী জেলা পুলিশ লাইনে ‘অঙ্গিকার’ ভাস্কর্যের উদ্বোধন
করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি 


তৌহিদুর রহমান: মহান স্বাধীনতা যুদ্ধে পকিস্তানী হানাদার বাহিনীর বিপক্ষে বাংলাদেশের পুলিশের প্রথম প্রতিরোধ ও মুক্তিযুদ্ধের ভুমিকাকে স্মরণ রাখতে নরসিংদী পুলিশ লাইনে ভাস্কর্য ‘অঙ্গিকার’ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইনে এ ভাস্কর্যের উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন (পিপিএম)। নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগমের পরিকল্পনায়, উদ্যোগে ও ভাস্কর্য শিল্পী ফণি দাস তৈরী করেন ভাস্কর্য  অঙ্গীকার। পুলিশের মাথার টুপি, রাইফেল দিয়ে তৈরী  মূর‌্যাল, পিছনের দেয়ালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণরত ছবি ভাস্কর্য অঙ্গিকারের মূল ভাবনা সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে।    

ঢাকা রেঞ্জের ডিআইজির প্রথম নরসিংদী জেলায় আগমন ও ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে পুলিশ লাইনে এক সুধি সমাবেশের আয়োজন করা হয়। সুধি সমাবেশের সভাপতিত্ব করেন নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম)। ঢাকা রেঞ্জ এর ডিআইজি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গস্খহণ করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদের সঞ্চালনায় সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,   নরসিংদী জেলা প্রসাশক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোতালিব পাঠান, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক,  কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা।
বক্তব্যে বক্তাগণ নরসিংদীর বিদায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জেলায় বিশেষ ভ’মিকার প্রশংসা করেন। জেলা প্রশাসনের সাথে জেলা পুলিশের যে সুন্দও সু সম্পর্ক তৈরী হয়েছে তা যেন অন্যরা অনুকরণ সে আহবান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে  ডিআইজি চৌধূরী আবদুল্লাহ আল-মামুন (পিপিএম) বলেন, আইন শৃঙ্খলা হোক, ব্যাক্তিগত কাজের জন্য হোক আমি যদি আপনাদের কাজে লাগতে পারি তাহলে আমি মনে করব ডিআইজি হিসেবে নিজের দায়িত্ব পালন করার সার্থক হয়েছে। আমার সকলের কাছে সহযোগিতা কামনা করছি, আমাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে নরসিংদী ভাল থাকবে,পাশাপশি বাংলাদেশ ভাল থাকবে।
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বেলাব উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আল মামুন, জেলা প্রসাশনের কর্মকর্তা,  জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা প্রিন্ট ও  ইলেক্টীক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সুধী সমাবেশ শেষে নরসিংদী সদ্য বদলীপ্রাপ্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের বিদায় সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।


#
তৌহিদুর রহমান, নরসিংদী
৬/৩/১৮ ইং


Sunday, March 4, 2018

নরসিংদীতে আদালত থেকে ডাকাতি মামলার আসামী জঙ্গি কাউসারের পলায়ন

নরসিংদীতে আদালত থেকে ডাকাতি  মামলার আসামী জঙ্গি কাউসারের পলায়ন
এজলাসে নেয়ার সময় হাতে হাতকড়া পরায়নি পুলিশ। 


নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীতে আদালত থেকে ডাকাতি মামলার আসামী জঙ্গি কাউসার পালিয়েছে। রোববার দুপুওে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেয়ার পথে কৌশলে সে পালিয়ে যায়। এসময় তার হাতে হাতকড়া পরানো ছিল না। রোববার দুপুরে আদালতের গারদখানা থেকে এজলাসে নেয়ার পথে এ ঘটনা ঘটে। নরসিংদী কোর্ট ইন্সপেক্টর রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ কনস্টেবল সাইদুল ও হামিদ আসামী কাউছারসহ অন্যান আসামীদের গারদখানা থেকে  আদালতের এজলাসে নিয়ে যাচ্ছিল। ওই সময় ভিড়ের মধ্যে সে সাধারন মানুষের সাথে মিশে পালিয়ে যায়। এজলাসে নেয়ার সময় কাউছারের হাতে হাতকড়া ছিলো না। সেই সুযোগ কাজে লাগিয়ে কৌশলে পালিয়ে যায়
পলাতক কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ (২০) সিরাগঞ্জের কালিম উদ্দিনের ছেলে। কাউছার ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে জঙ্গিতৎপরতা ও ডাকাতি করার সময় ৪ সহযোগীসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল,দুইটি ম্যাগজিন ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে কাউন্টার টেরিরিজমের সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের সাথে জঙ্গিতৎপরতার সম্পৃত্ততা পান। পরে তাদের অস্ত্র ও ডাকাতি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সে মামলায় কাউসার জেলা কারাগারে বন্দি ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত হাজিরার জন্য কোট পুলিশ সদস্যরা সকাল পৌনে ১০ টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে আসামী কাউছারকে কোর্ট হাজতে নিয়ে আসে। পরে দুপুরে তাকে আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ সদস্যরা পিছু নিলেও তাকে আটক করতে পারেনি। পরে বিষয়টি পুলিশের উধতর্ন কতৃপক্ষের নজরে আসলে পলাতক কাউসারকে গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশ সদস্য সহ একাধিক টিম মাঠে নামেন। কিন্তু বিকেল পৌনে ৬টা পযর্ন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর তেকে বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশী চলছে। ঘটনার পর পর আদালত প্রাঙ্গনে ছুটে আসেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, তিনি জানান, জঙ্গি সম্পৃক্ত ডাকাতির আসামী কাউছার আদারত থেকে পালানোর পর তাতে ধরতে জেলার সর্বত্র নজরদারী বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা পুলিশসহ  সাদা পোশাকে বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হচ্ছে। 
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন, কোর্ট থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। 

#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৪.৩.১৮ইং