মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের ধারাবাহিক সাফল্য
নরসিংদীতে ৪০ লক্ষ টাকার হেরাইন উদ্ধার
তৌহিদুর রহমান: নরসিংদীতে ৪০ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদীর রয়পুরা থানাধীন মরজাল থেকে আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী কে আটক করে এ মাদকের চালান উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ওমর গালিব (২৯)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার শতাব্দীপুর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। মাদক উদ্ধারে নরসিংদীতে ইতিহাস সৃষ্টি করেছেন উপ-পরিদর্শক আব্দুল গাফফার। নরসিংদী থেকে সর্ববৃহৎ মাদকের চালান আটকের কৃতিত্ব গুলি এখন তার দখলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এরা খুব বড় একটি আন্তর্জাতিক মাদক চালান চক্র। এদের নেটওয়ার্ক অনেক বিস্তৃত তারা ঢাকা রাজশাহী হয়ে দেশের বিভিন্ন জেলায় বড় বড় ধরনের মাদকের চালান সরবারহ করতো। গত কয়েকদিন ধরে গোয়েন্দা পুলিশ এই চক্রকে ধরতে কাজ করছে। উপ-পরিদর্শক আব্দুল গাফফারের বিশেষ তৎপড়তায় আজ বুধবার ৪০০ গ্রাম হেরোইন(ব্রাউন সুগার) সহ এর সাথে জড়িত এক ব্যাক্তি কে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ঘটনায় রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী।
২১/৩/১৮ ইং
No comments:
Post a Comment