নরসিংদীতে আদালত থেকে ডাকাতি মামলার আসামী জঙ্গি কাউসারের পলায়ন
এজলাসে নেয়ার সময় হাতে হাতকড়া পরায়নি পুলিশ।
নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীতে আদালত থেকে ডাকাতি মামলার আসামী জঙ্গি কাউসার পালিয়েছে। রোববার দুপুওে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেয়ার পথে কৌশলে সে পালিয়ে যায়। এসময় তার হাতে হাতকড়া পরানো ছিল না। রোববার দুপুরে আদালতের গারদখানা থেকে এজলাসে নেয়ার পথে এ ঘটনা ঘটে। নরসিংদী কোর্ট ইন্সপেক্টর রুহুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ কনস্টেবল সাইদুল ও হামিদ আসামী কাউছারসহ অন্যান আসামীদের গারদখানা থেকে আদালতের এজলাসে নিয়ে যাচ্ছিল। ওই সময় ভিড়ের মধ্যে সে সাধারন মানুষের সাথে মিশে পালিয়ে যায়। এজলাসে নেয়ার সময় কাউছারের হাতে হাতকড়া ছিলো না। সেই সুযোগ কাজে লাগিয়ে কৌশলে পালিয়ে যায়
পলাতক কাউছার ওরফে কাশেম ওরফে কাশু ওরফে ফরিদ (২০) সিরাগঞ্জের কালিম উদ্দিনের ছেলে। কাউছার ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে জঙ্গিতৎপরতা ও ডাকাতি করার সময় ৪ সহযোগীসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল,দুইটি ম্যাগজিন ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে কাউন্টার টেরিরিজমের সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের সাথে জঙ্গিতৎপরতার সম্পৃত্ততা পান। পরে তাদের অস্ত্র ও ডাকাতি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সে মামলায় কাউসার জেলা কারাগারে বন্দি ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত হাজিরার জন্য কোট পুলিশ সদস্যরা সকাল পৌনে ১০ টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে আসামী কাউছারকে কোর্ট হাজতে নিয়ে আসে। পরে দুপুরে তাকে আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ সদস্যরা পিছু নিলেও তাকে আটক করতে পারেনি। পরে বিষয়টি পুলিশের উধতর্ন কতৃপক্ষের নজরে আসলে পলাতক কাউসারকে গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশ সদস্য সহ একাধিক টিম মাঠে নামেন। কিন্তু বিকেল পৌনে ৬টা পযর্ন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর তেকে বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশী চলছে। ঘটনার পর পর আদালত প্রাঙ্গনে ছুটে আসেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, তিনি জানান, জঙ্গি সম্পৃক্ত ডাকাতির আসামী কাউছার আদারত থেকে পালানোর পর তাতে ধরতে জেলার সর্বত্র নজরদারী বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা পুলিশসহ সাদা পোশাকে বিভিন্ন স্থানে তল্লাশী চালানো হচ্ছে।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম বলেন, কোর্ট থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী।
৪.৩.১৮ইং
No comments:
Post a Comment