Saturday, March 10, 2018

নরসিংদীর পলাশে বিদেশী পিস্তল ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ

নরসিংদীর পলাশে বিদেশী পিস্তল ও ফেনসিডিল 
উদ্ধার করেছে পুলিশ



 আল আমিন মিয়া: পলাশ উপজেলায় একটি বিদেশী পিস্তল ও ৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল চেক পোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানের নেতৃত্বে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা, এসআই এ.বি সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে
একটি প্রাইভেটকার থেকে ৯২ বোতল ফেনসিডিল সহ আকরাম হোসোইন (৩২) ও সাইফুল ইসলাম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সকালে আটককৃতদের নিয়ে মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে মাধবদীর ভগিরথপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
 আটককৃতরা হলেন, নরসিংদীর মাধবদীর ভগিরথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আকরাম হোসেন ও বানিয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে সাইফুল ইসলাম। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারের নেতৃত্বে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর চেক পোস্ট এলাকায় অবস্থান নেওয়া হয়। পরে পাঁচদোনাগামী ঢাকা মেট্রো গ-১৭-৪৯২৬ নামক একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি বাঁধা ভেঙে পালানোর চেষ্টা করে। 
পরে আমরা ধাওয়া করে ওই প্রাইভেটকারটি আটক করি এবং প্রাইভেটকারটির ভিতরে থাকা দুই জনকে আটক করে গাড়ি তল্লাশী করি। তল্লাশীকালে গাড়িতে থাকা একটি ঝুড়ি থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শনিবার সকালে পাশর্^র্তী মাধবদী থানার ভগিরথপুর গ্রামের আকরাম হোসেনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, উদ্ধারকৃত পিস্তলটি মাধাবদী থানা হেফাজতে দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা, অপহরণ ও মাদকের একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় একটি মাদক মামলা ও মাধবদী থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

#
১০/৩/১৮ইং

No comments:

Post a Comment