Wednesday, March 14, 2018

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা

নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক 
রুপণ কুমার সরকার
ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা


তৌহিদুর রহমান: ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তার পুরুস্কার পেলেন নরসিংদী গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার কুমার সরকার। বেশ কিছু চাঞ্চল্যকর ক্লু লেস মামলার রহস্য উন্মোচনের জন  তিনি সেরা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হন। আজ বুধবার ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যলায়ে মাসিক অপরাধ সভায় এই পুরুষ্কার তুলে দেন ডিআইজি চৌধুরী আব্দু
ল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবুল কালাম, আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি ও নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগন।
উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার বলেন, নরসিংদীর বেলাব তে অটো রিকশা ছিনতাইয়ের জন্য খুন হয় অটো চালক জিল্লুর রহমান। ওই হত্যাকান্ডে কোন ধরনের ক্লু ছিলনা । বিভিন্ন কৌশল প্রয়োগের পর এক ভয়ংকর খুনি দল কে শনাক্ত করা হয়। যারা সামান্য অর্থের জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করতো না। এই হত্যা মামলা রহস্য উদঘাটনের জন্য আমাকে সেরা মামলা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। আমাকে পুরুষ্কার দিয়ে উৎসাহীত করায় ঢাকা রেঞ্জের ডিআইজি ও নরসিংদীর সদ্য বিদায়ী পুলিশ সুপার আসেনা বেগম স্যারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


#
১৪/৩/১৮ইং 

No comments:

Post a Comment