Monday, August 20, 2018

পলাশে কুরবানির গরুর গোসল নিয়ে ঝগড়া ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে যুবদল নেতা

পলাশে কুরবানির গরুর গোসল নিয়ে ঝগড়া
ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে যুবদল নেতা
আটক ২


আল আমিন মিয়া, পলাশ: কুরবানির গরু কে গোসল করানোকে কেন্দ্র করে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে যুবদল নেতা। আজ সোমবার রাত ৯ টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরত্বর আহত অবস্থায় ইউপি সদস্য শামীম মিয়াকে উদ্ধার করে পলাশ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শামীম মিয়া গজারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এ ঘটনায় ৬ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে ও আহত শামীম মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে কুরবানির গরুকে নিজ বাড়ির পাশে পুকুর থেকে পানি তুলে রাস্তার এক পাশে গোসল করাচ্ছিলেন ইউপি সদস্য শমামি মিয়া। এসময় গজারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিলন মিয়া ও তার সঙ্গে থাকা আরো ৫ জন এসে গালিগালাজ শুরু করে এবং  কথা কাটা কাটির এক পর্যায়ে মিলন মিয়া গরু জবাইয়ের ছুরি দিয়ে কোপানো শুরু করে। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিতসা শেষে ইউপি সদস্য শামিম মিয়া নিজে উপস্থিত হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কমকর্তা ্উপ-পরিদর্শক মীর সোহেল জানান, ঘটনায় জড়িত মামুন ও মনির নামের দুই ব্যাক্তি  কে আটক করা হয়েছে।জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


#
পলাশ,নরসিংদী
২০/০৮/১৮ইং

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দিতে বাস লেগুনার সংঘর্ষ, নিহত ৮ আহত ১২

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দিতে
বাস লেগুনার সংঘর্ষ, নিহত ৮ আহত ১২



তৌহিদুর রহমানঃ নরসিংদীতে ঢাকা- সিলেট মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধায় ঢাকা সিলেট মহাসড়কের বেলাব থানার দড়িকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ১২ জন । আহতের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওযা যায়নি।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থেকে ছেড়ে আসা বিবিপিএল ঢাকা মেট্রো-ব (১৪-০৯৫১) ঢাকাগামী যাত্রীবাহি বাসের  সাথে নরসিংদী ইটাখোলা থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রী বোঝাই লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু ঘটে। অনেকের অবস্থা এখনও আশংকাজনক। নসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ৮ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়েই দূর্ঘটনাস্থলে পৌছেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এই মূহুর্তে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
রয়েছে।



#
নরসিংদী
২০/৮/১৮ ইং  

Sunday, August 19, 2018

নরসিংদী বাস টার্মিনাল কে মাদক মুক্ত করতে মালিক শ্রমিক পুলিশের যৌথসভা

নরসিংদী বাস টার্মিনাল কে মাদক মুক্ত করতে
মালিক শ্রমিক পুলিশের যৌথসভা
টার্মিনালে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরুষ্কার



তৌহিদুর রহমান ঃ নরসিংদী বাস টার্মিনাল কে মাদক মুক্ত করতে যৌথ সভা করেছে নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতি ও জেলা পুলিশ। আজ রোববার সকালে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে এই যৌথ সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম)। নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি অয়োজিত যৌথ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর আলম। 
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, গাড়ি চালানো খুব দায়িত্বশীল কাজ। ইহা জীবণ মরনের খেলা। অনেক মানুষের জীবন নির্ভর করে গাড়ির চালকের উপর। সেজন একজন চালক কে অবশ্যই শারারিক মানসিক দিক থেকে সুস্থ থাকতে হয়। মাদক মানুষের মন, শরীর কে দূর্বল ও অসুস্থ করে দেয়। সকল অপরাধের জন্ম দেয় এই মাদক। তাই আমাদের সবাইকে মাদক হতে দুরে থাকতে হবে। বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের কে অবশ্যই মাদক থেকে দুরে রাখতে হবে। সে জন্য বাস টার্মিনাল কে অবশ্যই মাদক মুক্ত্ করতে হবে। টার্মিনালে কেউ যদি মাদক বিক্রি করতে আসে তাকে ধরিয়ে দিতে পারলে মালিক সমিতির পক্ষ থেকে ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরুষ্কার ঘোষণা করা হয়। সেই সাথে টার্মিনাল এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকল কে অনুরোধ করেন। লাইসেন্স পেতে কোন গাড়ির চালক যদি কোন অসুবিধায় পড়েন তাকে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্যও অনুরোধ করেন তিনি।
যৌথ সভা শেষে পুলিশ সুপার বাস টার্মিনালে সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করেন ও দৃশ্যমান স্থান সমূহে ব্যানার টানানো কাজের উদ্বোধন করেন। 
যৌথ সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মোহাম্মদ শফিউর রহমান, শাহরিয়ার আলম, নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান,  ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা, নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, শ্রমিক সমিতির সভাপতি নুুরুল ইসলাম নওয়াব, সাধারন সম্পাদক গুরুদাস ঢালী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে যানজটমুক্ত নিরাপদ সড়ক, অজ্ঞান মলম পার্টির থেকে সতর্কীকরণ ও টার্মিনাল কে মাদকমুক্ত করতে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। যৌসভায় উপস্থিত সকল গাড়ি চালক ও শ্রমিকগণ বক্তাদের সাথে একাতœতা প্রকাশ করেন। তারা সবাই মাদকমুক্ত টার্মিনাল গড়ার অঙ্গিকার করেন।


#
নরসিংদী
১৯/৮/১৮ই 

Friday, August 17, 2018

আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা ও সাংবাদিকদের সাথে নরসিংদী পুলিশ সুপারের মত বিনিময়

আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা 
ও সাংবাদিকদের সাথে নরসিংদী পুলিশ সুপারের মত বিনিময়

তৌহিদুর রহমান: আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। আজ শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘœ করতে, গরুর হাট ও বাজারের নিরাপত্তা ও সড়ক দূর্ঘটনা রোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। 
সভায় নেয়া সিদ্ধান্ত গুলো হলো, বাজার পাহারায় নিয়োজিত পাহাদাড় নিয়োগে শক্ত সামর্থ ব্যাক্তি নিয়োগ, বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মহিলা নিরাপত্তা কর্মী নিয়োগ, অপ্সান পার্টিও তৎপড়তা বন্ধ করতে বাজার ও গরুর হাটে অপরিচিত হকার যেন কেউ না বসতে পারে, গরুর হাট গুলিতে গরু ব্যবসায়ীদের দিন ও রাত্রি বেলায় নিরাপত্তা নিশ্চিত করণ, বাজারের দোকানসমূহ নির্দিষ্ট জায়গার বাহিরে যেন না বসে, দোকানের সামনের জায়গা যেন অন্য কাউকে ভাড়া না দেওয়া হয়, বাস টার্মিনাল গুলোকে মাদক ও ধূমপান মুক্ত করণ, ফিটনেসবিহীন যানবাহন চালাচল করতে না দেয়া, নরসিংদী জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি না করার ঘোষনা, রাস্তায় যেনতেন ভাবে বাস দাড় করিয়ে যাত্রী না উঠানো, যাত্রীদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ না করা, বাজার সমূহের ড্রোন ক্যামেরার মাধ্যমে পুলিশের পর্যবেক্ষণ করণ, প্রতিটি গরুর হাটে বাজার পরিচালনা কমিটি ও পুলিশের মোবাইল নাম্বারসহ ফেস্টুন, প্রকাশ্য স্থানে টানানো। এছাড়া ঈদ উপলক্ষে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। ঈদের মধ্যে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যার অবস্থান থেকে জোড়ালো ভ’মিকা রাখার জন্য জেলা পুলিশে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। 
সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম)। সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, সদর সার্কেল এএসপি শাহরিয়ার আলম, নরসিংদী বাজর বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারন সম্পাদক মোতালিব ভুইয়া, মাধবদী মার্কেট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউদ্দিন ভুইয়া, নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, মাধবদী ব্যবসায়ী নেতা গুরুদাস ঢালী, মাধবদীর ব্যবসায়ী নেতা মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোরশেদ শাহরিয়ার, আব্দুল আউয়াল, মঞ্জিল এ মিল্লাত, আইয়ূব খান সরকার, সুমন বর্মণ, তৌহিদুর রহমান প্রমুখ। 


#
নরসিংদী
১৭/৮/১৮ইং 

নরসিংদীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় এক তরুণীর মুত্যু

নরসিংদীতে মোবাইল ফোনে কথা বলতে বলতে
ট্রেনের ধাক্কায় এক তরুণীর মুত্যু


তৌহিদুর রহমান: রেললাইন দিয়ে হাটতে হাটতে মোবাইল ফোনে কথা হচ্ছিল। কখন যে ট্রেন এসে পড়েছে টেরই পায়নি তরুণী। এর ফলে ট্রেনে কাটা পড়ে নির্মম মৃত্যু ঘটে অষ্টাদশী তরুনী সিফরাত জাহান শোভার। এ নির্মম ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ার চর এলাকায়। নিহত তরুণী শোভা (১৮) নরসিংদী শহরের ভেলানগর মহল্লার বাসিন্দা খোকা মিয়ার মেয়ে। 
প্রত্যক্ষদর্শীরা জনায়, কয়েকজন বান্ধবীকে নিয়ে বাদুয়ারচরের রেললাইনের এখানে ঘুড়তে আসে মেয়েটি। ঘুড়াঘুড়ির এক পর্যায়ে রেললাইন দিয়ে হাটতে হাটতে মোবাইল ফোনে কথা বলছিল মেয়েটি। এসময় ভৈরব অভিমুখে যাওয়া একটি ট্রেন তার খুব কাছাকাছি চলে আসলেও সে টের পায়নি। যার ফলে নির্মম মৃত্যু গটে তার। খবর পেয়ে রেল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


#
নরসিংদী
১৭/৮/১৮ইং 

Sunday, August 12, 2018

নরসিংদীতে ৩০ রাউন্ড পিস্তলের গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

নরসিংদীতে ৩০ রাউন্ড পিস্তলের গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


তৌহিদুর রহমান: নরসিংদীতে পিস্তলের ৩০ রাউন্ড তাজা গুলিসহ কাউছার নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার বিকেলে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের সামনে হতে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ ও  এএসআই মোতাহার হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত কাউছার (২৯) নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া মহল্লার রাজু মিয়ার ছেলে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকায়  এলাকায় সন্ত্রাসী কাউছার পিস্তল ও গুলিসহ ঘুড়াঘুড়ি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখান থেকে কাউছার কে আটক করে গোয়েন্দা পুলিশ।এসময় তার দেহ তল্লাশী করে ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে পিস্তল পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশের ধারনা তাকে আটকের কিছুক্ষণ পূর্বে হয়তো সে কারও কাছে পিস্তলটি হস্তান্তর করে । গুলিসহ আটকের ঘটনায় কাইছারের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় অস্ত্র অাইনে মামলা দায়ের করা হয়েছে।পিস্তলটি সে কার কাছে হস্তান্তর করেছে তা জানতে আদালতে কাউছারের রিমান্ড আবেদন করবে গোয়েন্দা পুলিশ।
অপর দিকে গোয়েন্দা পুলিশের এসআই রুপণ কুমার সরকার পৃথক অভিযানে নরসিংদী শহরের ভেলানগর হতে ৫৩ পিস ইয়াবা সহ সোহরাব নামের এক ব্যাক্তি, ঘোড়াদিয়া হতে পরশ ও সোহাগ নামের দু্ইজনকে ১ কেজী গাজাসহ গ্রেফতার করেছে। 


#
নরসিংদী
১৩/৮/১৮ইং

Monday, August 6, 2018

নরসিংদীতে ফুটওভারব্রীজ ব্যবহারকারীদের
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চকলেট বিতরণ


তৌহিদুর রহমান: ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ফুটওভার ব্রীজ ব্যবহারকারীদের উৎসাহ দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয়। পুলিশের পক্ষ থেকে চকলেট পেয়ে পথচারীদের মুখে চওড়া হাসি ফুটতে দেখা গেছে। এসময় অনেক বয়স্ক ব্যাক্তি চকলেট বিতরণকারী মহিলা পুলিশের মাথায় হাত বুলিয়ে দোয়া করতে দেখা গেছে। ট্রাফিক সপ্তাহের ২য় দিনের সকাল থেকেই মাইকিং করে পথচারীদের ফুট ওভার ব্রীজ ব্যবহার করে রাস্তা পার হবার জন্য অনুরোধ করা হয়। পুলিশ সদস্যরা সারিবদ্ধ ভাবে দাড়িয়ে পথচারীদের ফুটওভারব্রীজ ব্যবহার করতে বাধ্য করে।
নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম মওলা জানান, জেলাখানার মোড় একটি ব্যাস্ত জায়গা নানা কাজে এখানে অনেক মানুষ যাতায়াত করে। ব্যস্ততম এই মহাসড়কে অধিক পরিমান পথচারি রাস্তা পার হয় বলে গাড়িগুলো ধীওে ধীরে চলে। সেই সাথে দূর্ঘটনা ঘটনার সম্ভাবনা তৈরী হয়। শুধু গাড়ির চালক কে দোষারোপ না কের নিরাপদ সড়কের জন্য সবার এগিয়ে আসতে হবে। সে জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফুট ওভারব্রীজ ব্যবহার করতে সকল কে উৎসাহ দেয়া হচ্ছে। আমরা আশা পুলিশ এখানে কাজ না করলেও সব মানুষ ফুট ওভারব্রীজ ব্যবহার করবে।

#
নরসিংদী
৬/৮/১৮ইং

Sunday, August 5, 2018

নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক সপ্তাহ পালন চলছে

নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক সপ্তাহ পালন চলছে
১ম দিনে ৮১ মামলা, ২৯ গাড়ি আটক ও আর্থিক জরিমানা


তৌহিদুর রহমান: সড়কের নিরাপত্তার উন্নয়ন ও শৃংখলা আনয়নে নরসিংদীতে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০১৮। আজ সকাল থেকেই জেলার ৫ টি পয়ন্টে ট্রাফিক পুলশিগণ অবস্থান নিয়ে যানবাহনের কাগজপত্র চেক করেন। বিভিন্ন যানবাহনের ফিটনেস, গাড়ির রেজিষ্ট্রেশন ও চালকের লাইসেন্স পরী¶া করা হয়। জেলার সবচেেয় গুরুত্বর্পূণ পয়ন্টে জেলখানার মোড়ে  ট্রাফিক পুলিশের তৎপড়তা দেখা গেছে সবচেয়ে বেশী। যানবাহনের কাগজপত্র তল্লাশীর পাশাপাশি মহাসড়ক পারাপারে সকল কে ফুট ওভারব্রীজ ব্যবহারে বাধ্য করানো হয়। ফুট ওভারব্রীজে উঠতে অ¶ম বয়স্ক ও প্রতিবন্ধীদের কে পুলিশের সহযোগীতায় রাস্তা পার হতে দেখা গেছে। নরসিংদীর পুিলশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) নিজে উপস্থিত থেকে ট্রাফিক পুলিশের র্কাযক্রম পরিদর্শন করেন। বেশ কয়েকজন কলেজ ছাত্রের মটর সাইকলে চালানোর লাইসন্সে ছিলনা। তারা ছেড়ে দেয়ার জন্য পুলিশ কে অনুরোধ করে। এসময় কয়কেজন পুলশি সদস্য তাদরে কে জবাব দেন ‘ উই ওয়ান্ট জাস্টিস’। লাইসেন্স না থাকা ছাত্রদের প্রতি অনেকে পুলিশ সদস্য কড়া ভাষায় জবাব দেয়ার চষ্টো করলেও পুলশি সুপার তাদরে নিভৃত করেন।
ট্রাফিক সপ্তাহের ১ম দিনে ৮১ টি যানবাহন কে মামলা, ২৯ টি মটর সাইকল আটক ও ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় ১৯ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

#
নরসিংদী
৫/৮/১৮ইং