নরসিংদী জেলা পুলিশের ট্রাফিক সপ্তাহ পালন চলছে
১ম দিনে ৮১ মামলা, ২৯ গাড়ি আটক ও আর্থিক জরিমানা
তৌহিদুর রহমান: সড়কের নিরাপত্তার উন্নয়ন ও শৃংখলা আনয়নে নরসিংদীতে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০১৮। আজ সকাল থেকেই জেলার ৫ টি পয়ন্টে ট্রাফিক পুলশিগণ অবস্থান নিয়ে যানবাহনের কাগজপত্র চেক করেন। বিভিন্ন যানবাহনের ফিটনেস, গাড়ির রেজিষ্ট্রেশন ও চালকের লাইসেন্স পরী¶া করা হয়। জেলার সবচেেয় গুরুত্বর্পূণ পয়ন্টে জেলখানার মোড়ে ট্রাফিক পুলিশের তৎপড়তা দেখা গেছে সবচেয়ে বেশী। যানবাহনের কাগজপত্র তল্লাশীর পাশাপাশি মহাসড়ক পারাপারে সকল কে ফুট ওভারব্রীজ ব্যবহারে বাধ্য করানো হয়। ফুট ওভারব্রীজে উঠতে অ¶ম বয়স্ক ও প্রতিবন্ধীদের কে পুলিশের সহযোগীতায় রাস্তা পার হতে দেখা গেছে। নরসিংদীর পুিলশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম, পিপিএম) নিজে উপস্থিত থেকে ট্রাফিক পুলিশের র্কাযক্রম পরিদর্শন করেন। বেশ কয়েকজন কলেজ ছাত্রের মটর সাইকলে চালানোর লাইসন্সে ছিলনা। তারা ছেড়ে দেয়ার জন্য পুলিশ কে অনুরোধ করে। এসময় কয়কেজন পুলশি সদস্য তাদরে কে জবাব দেন ‘ উই ওয়ান্ট জাস্টিস’। লাইসেন্স না থাকা ছাত্রদের প্রতি অনেকে পুলিশ সদস্য কড়া ভাষায় জবাব দেয়ার চষ্টো করলেও পুলশি সুপার তাদরে নিভৃত করেন।
ট্রাফিক সপ্তাহের ১ম দিনে ৮১ টি যানবাহন কে মামলা, ২৯ টি মটর সাইকল আটক ও ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় ১৯ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নরসিংদী
৫/৮/১৮ইং
No comments:
Post a Comment