নরসিংদীতে ৩০ রাউন্ড পিস্তলের গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
তৌহিদুর রহমান: নরসিংদীতে পিস্তলের ৩০ রাউন্ড তাজা গুলিসহ কাউছার নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার বিকেলে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাটের সামনে হতে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ ও এএসআই মোতাহার হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটককৃত কাউছার (২৯) নরসিংদী শহরের পশ্চিম দত্তপাড়া মহল্লার রাজু মিয়ার ছেলে।

অপর দিকে গোয়েন্দা পুলিশের এসআই রুপণ কুমার সরকার পৃথক অভিযানে নরসিংদী শহরের ভেলানগর হতে ৫৩ পিস ইয়াবা সহ সোহরাব নামের এক ব্যাক্তি, ঘোড়াদিয়া হতে পরশ ও সোহাগ নামের দু্ইজনকে ১ কেজী গাজাসহ গ্রেফতার করেছে।
#
নরসিংদী
১৩/৮/১৮ইং
No comments:
Post a Comment