আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা
ও সাংবাদিকদের সাথে নরসিংদী পুলিশ সুপারের মত বিনিময়
তৌহিদুর রহমান: আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। আজ শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘœ করতে, গরুর হাট ও বাজারের নিরাপত্তা ও সড়ক দূর্ঘটনা রোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম)। সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, সদর সার্কেল এএসপি শাহরিয়ার আলম, নরসিংদী বাজর বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারন সম্পাদক মোতালিব ভুইয়া, মাধবদী মার্কেট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউদ্দিন ভুইয়া, নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, মাধবদী ব্যবসায়ী নেতা গুরুদাস ঢালী, মাধবদীর ব্যবসায়ী নেতা মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোরশেদ শাহরিয়ার, আব্দুল আউয়াল, মঞ্জিল এ মিল্লাত, আইয়ূব খান সরকার, সুমন বর্মণ, তৌহিদুর রহমান প্রমুখ।
#
নরসিংদী
১৭/৮/১৮ইং
No comments:
Post a Comment