Friday, August 17, 2018

আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা ও সাংবাদিকদের সাথে নরসিংদী পুলিশ সুপারের মত বিনিময়

আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা 
ও সাংবাদিকদের সাথে নরসিংদী পুলিশ সুপারের মত বিনিময়

তৌহিদুর রহমান: আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন নেতা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। আজ শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘœ করতে, গরুর হাট ও বাজারের নিরাপত্তা ও সড়ক দূর্ঘটনা রোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। 
সভায় নেয়া সিদ্ধান্ত গুলো হলো, বাজার পাহারায় নিয়োজিত পাহাদাড় নিয়োগে শক্ত সামর্থ ব্যাক্তি নিয়োগ, বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মহিলা নিরাপত্তা কর্মী নিয়োগ, অপ্সান পার্টিও তৎপড়তা বন্ধ করতে বাজার ও গরুর হাটে অপরিচিত হকার যেন কেউ না বসতে পারে, গরুর হাট গুলিতে গরু ব্যবসায়ীদের দিন ও রাত্রি বেলায় নিরাপত্তা নিশ্চিত করণ, বাজারের দোকানসমূহ নির্দিষ্ট জায়গার বাহিরে যেন না বসে, দোকানের সামনের জায়গা যেন অন্য কাউকে ভাড়া না দেওয়া হয়, বাস টার্মিনাল গুলোকে মাদক ও ধূমপান মুক্ত করণ, ফিটনেসবিহীন যানবাহন চালাচল করতে না দেয়া, নরসিংদী জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি না করার ঘোষনা, রাস্তায় যেনতেন ভাবে বাস দাড় করিয়ে যাত্রী না উঠানো, যাত্রীদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ না করা, বাজার সমূহের ড্রোন ক্যামেরার মাধ্যমে পুলিশের পর্যবেক্ষণ করণ, প্রতিটি গরুর হাটে বাজার পরিচালনা কমিটি ও পুলিশের মোবাইল নাম্বারসহ ফেস্টুন, প্রকাশ্য স্থানে টানানো। এছাড়া ঈদ উপলক্ষে উচ্চ শব্দে গান বাজানো বন্ধ করতে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। ঈদের মধ্যে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যার অবস্থান থেকে জোড়ালো ভ’মিকা রাখার জন্য জেলা পুলিশে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। 
সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম)। সভায় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, শফিউর রহমান, সদর সার্কেল এএসপি শাহরিয়ার আলম, নরসিংদী বাজর বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, সাধারন সম্পাদক মোতালিব ভুইয়া, মাধবদী মার্কেট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউদ্দিন ভুইয়া, নরসিংদী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, মাধবদী ব্যবসায়ী নেতা গুরুদাস ঢালী, মাধবদীর ব্যবসায়ী নেতা মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক মোরশেদ শাহরিয়ার, আব্দুল আউয়াল, মঞ্জিল এ মিল্লাত, আইয়ূব খান সরকার, সুমন বর্মণ, তৌহিদুর রহমান প্রমুখ। 


#
নরসিংদী
১৭/৮/১৮ইং 

No comments:

Post a Comment