Sunday, August 19, 2018

নরসিংদী বাস টার্মিনাল কে মাদক মুক্ত করতে মালিক শ্রমিক পুলিশের যৌথসভা

নরসিংদী বাস টার্মিনাল কে মাদক মুক্ত করতে
মালিক শ্রমিক পুলিশের যৌথসভা
টার্মিনালে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরুষ্কার



তৌহিদুর রহমান ঃ নরসিংদী বাস টার্মিনাল কে মাদক মুক্ত করতে যৌথ সভা করেছে নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতি ও জেলা পুলিশ। আজ রোববার সকালে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে এই যৌথ সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম)। নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি অয়োজিত যৌথ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর আলম। 
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, গাড়ি চালানো খুব দায়িত্বশীল কাজ। ইহা জীবণ মরনের খেলা। অনেক মানুষের জীবন নির্ভর করে গাড়ির চালকের উপর। সেজন একজন চালক কে অবশ্যই শারারিক মানসিক দিক থেকে সুস্থ থাকতে হয়। মাদক মানুষের মন, শরীর কে দূর্বল ও অসুস্থ করে দেয়। সকল অপরাধের জন্ম দেয় এই মাদক। তাই আমাদের সবাইকে মাদক হতে দুরে থাকতে হবে। বিশেষ করে যারা গাড়ি চালায় তাদের কে অবশ্যই মাদক থেকে দুরে রাখতে হবে। সে জন্য বাস টার্মিনাল কে অবশ্যই মাদক মুক্ত্ করতে হবে। টার্মিনালে কেউ যদি মাদক বিক্রি করতে আসে তাকে ধরিয়ে দিতে পারলে মালিক সমিতির পক্ষ থেকে ও জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরুষ্কার ঘোষণা করা হয়। সেই সাথে টার্মিনাল এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সকল কে অনুরোধ করেন। লাইসেন্স পেতে কোন গাড়ির চালক যদি কোন অসুবিধায় পড়েন তাকে পুলিশ সুপারের সাথে যোগাযোগ করার জন্যও অনুরোধ করেন তিনি।
যৌথ সভা শেষে পুলিশ সুপার বাস টার্মিনালে সবার মাঝে সচেতনতামূলক লিফলেট বিলি করেন ও দৃশ্যমান স্থান সমূহে ব্যানার টানানো কাজের উদ্বোধন করেন। 
যৌথ সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, মোহাম্মদ শফিউর রহমান, শাহরিয়ার আলম, নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান,  ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা, নরসিংদী সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন মৃধা, শ্রমিক সমিতির সভাপতি নুুরুল ইসলাম নওয়াব, সাধারন সম্পাদক গুরুদাস ঢালী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আসন্ন ঈদ উল-আযহা উপলক্ষে যানজটমুক্ত নিরাপদ সড়ক, অজ্ঞান মলম পার্টির থেকে সতর্কীকরণ ও টার্মিনাল কে মাদকমুক্ত করতে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। যৌসভায় উপস্থিত সকল গাড়ি চালক ও শ্রমিকগণ বক্তাদের সাথে একাতœতা প্রকাশ করেন। তারা সবাই মাদকমুক্ত টার্মিনাল গড়ার অঙ্গিকার করেন।


#
নরসিংদী
১৯/৮/১৮ই 

No comments:

Post a Comment