নরসিংদী মাধবদীর এ প্লাস ড্যান্স ক্লাব হতে
৬০ ক্যান বিয়ারসহ আটক ১

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাধবদী এ প্লাস ড্যান্স ক্লাবে মাদক বিক্রি হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কার্টুনে ৬০ পিস বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। উক্ত ড্যান্স ক্লাবে শুধু মাদক নয় দেহ ব্যবসারও যথেস্ট আলামত পাওয়া গেছে। ড্যান্স ক্লাবের আড়ালে তারা মাদক ও দেহ ব্যবসা করে আসছিল। বিয়ার উদ্ধার ও আটকের ঘটনায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
#
নরসিংদী
২১/১১/১৮ইং
No comments:
Post a Comment