নরসিংদীতে দুর্বৃত্তের ছুড়ির আঘাতে মেধাবী ছাত্র তানভীর নিহত
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বাড়ীর অদূরে তাকে হত্যা করা হয়। নিহত তানভির আহাম্মেদ খান বীরপুর এলাকার নাসির উদ্দি খানের ছেলে। সে এবার নটরডেম কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

অপর একটি সূত্রে জানাযায়, বীরপুর ও শিক্ষা চত্তর এলাকার বাবু ওরফে সানি, রাব্বি সহ ৪/৫ জনের একটি চক্র ছিনতাই সহ নানা অপরাধের সাথে জড়িত। চক্রটি বিভিন্ন সময় নানা অপরাধ কর্মকান্ড করে বেড়ায়। স্থানীয়দের ধারনা, নিহত তানবির সকালে ঢাকায় যাওয়ার সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তার গতিরোধ করা হয়। এসময় নিহত তানভিরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় তাৎক্ষনিক তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেয় চক্রটি।
রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম জানায়, ধারনা করা হচ্ছে ছিনতাইকারীর কবলে পড়ে এ হত্যাকান্ড সংগঠিত হয়। হত্যার পর দুর্বৃত্বরা তাকে রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
#
নরসিংদী
২২/১১/১৮ইং
No comments:
Post a Comment