ঢাকা বিভাগের সেরা পুলিশ কর্মকর্তার পুরুষ্কার
পেলেন নরসিংদী ডিবির এস আই রুপণ ও গাফফার
তৌহিদুর রহমান: ঢাকা রেঞ্জের সেরা মামলা তদন্তকারী কর্মকর্তার পুরুস্কার পেলেন নরসিংদী গোয়েন্দা পুলিশের দুই উপ-পরিদর্শক রুপণ কুমার কুমার সরকার ও আব্দুল গাফফার। এ বছরে রেঞ্জ পর্যায়ে ৫ম বারের সতো সেরা পুরষ্কার অর্জন করলেন আব্দুল গাফফার ও ৩য় বারের মতো অর্জন করলেন রুপণ কুমার সরকার। আজ মঙ্গলবার সকালে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যলায়ে মাসিক অপরাধ সভায় এই পুরুষ্কার তুলে দেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবুল কালাম, আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি ও নরসিংদীর বিদায়ী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন (বিপিএম,পিপিএম), নরসিংদীর নতুন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগন।
নরসিংদীর চাঞ্চল্যকর মেয়র লোকমান হত্যা মামলার
অন্যতম আসামী পলাতক মোবাকে ২ টি অস্ত্রসহ গ্রেফতারে সফল হওয়ায় উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ও আমানত সাহা ফেব্রিক্সের ডাকাতি হওয়া কাভার্ড ভ্যান, ৭ লক্ষ টাকার রপ্তানীযোগ্য কাপড় উদ্ধার এবং জড়িত ডাকাতদের গ্রেফতার করায় উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম) রেঞ্জ সেরা হন। নরসিংদী ডিবির উপ-পরিদর্শক আব্দুল গাফফার এ বছরে ৫ বার রেঞ্জ সেরার পুরষ্কার অর্জন করেছেন। আমানত ফেব্রিক্সেও ডাকাতির মামলার দায়িত্ব পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তিনি লুন্ঠিত কাভার্ড ভ্যান ও সম্পূর্ণ কাপড় উদ্ধার করেন। এ ঘটনার সাথে জড়িত ৪ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপরদিকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করা নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবাকে বনানীর ডিওএইচএস হতে গ্রেফতার করেন উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার। পরে মোবার দেয়া তথ্যমতে তার শশুরের বাসা হতে দুটি বিদেশী পিস্তল উদ্ধার করেন তিনি। মোবা কে গ্রেফতারের মধ্য দিয়ে নরসিংদী বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। বিপুল জনপ্রিয় মেয়র লোকমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী ছিল এই মোবা। উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ৩য় বারের মতো রেঞ্জ সেরা হলেন#
নরসিংদী
১৩/১১/১৮ইং
No comments:
Post a Comment