নরসিংদীতে অজ্ঞান করে লুট করে নেওয়া ৭০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার ৩।
তৌহিদুর রহমান, নরসিংদী ঃ নরসিংদীতে অজ্ঞান করে লুট করে নেওয়া একটি এম্বয়ড্রারী ফ্যাক্টরীর প্রায় ৭০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনপার সাথে জড়িত ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাংবাদিকদের এই তথ্য জানান।
সংবাদ সম্মেননে জানানো হয়, গত ১১ জুন নরসিংদীর সদর উপজেলার ভাটপাড়ার হানিফ এ্যামব্রয়ডারী ফ্যাক্টরির মালিক ও শ্রমিকদের অজ্ঞান করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে ছদœনামে শ্রমিক হিসেবে যোগ দেওয়া
Thursday, June 30, 2016
Wednesday, June 29, 2016
নরসিংদীতে প্রকাশ্যে গুলি ছুড়ে টাকা ছিনতাই অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার। টাকা উদ্ধার হয়নি।
নরসিংদীতে প্রকাশ্যে গুলি ছুড়ে টাকা ছিনতাই
অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার। টাকা উদ্ধার হয়নি।

নরসিংদীতে ৩০ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ২জন গ্রেফতার
নরসিংদীতে ৩০ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ২জন গ্রেফতার
তৌহিদ্রু রহমান, নরসিংদী : ৩০ লক্ষ চাকা সমমূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুর ১২ টায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার নরসিংদীর পাঁচদোনার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন সহ ২জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার।
Tuesday, June 28, 2016
কিশোরী মেয়ের যৌনতায় ছেলে শিশু হাসপাতালে। অাইনী জটিলতায় পুলিশ।
কিশোরী মেয়ের যৌনতায় ছেলে শিশু হাসপাতালে। অাইনী জটিলতায় পুলিশ।
প্রতিনিয়ত শিশু ও কিশোরীদের উপর যৌন নির্যাতনের খবর পাই আমরা। এই সব নির্যাতনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিতে হয় অনেক মেয়েদের। নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও হয়। তবে এবার এক কিশোরী মেয়ে যৌন নির্যাতন করেছে 10 বছর বয়সী এক ছেলে শিশুকে। যার ফলে সেই শিশুর গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হয়। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালককে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠেছে ১৬ বছর বয়সী ওই
কিশোরীর বিরুদ্ধে। কিন্তু দুশ্চিন্তায় পড়েছে পুলিশ। আইনের কোন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তাই বুঝতে পারছে না তারা।
সম্প্রতি ভারতের কানপুরে এ ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১০ বছরের আহত ওই শিশু কানপুরের হেললেট হাসপাতালে চিকিৎসাধীন। তার গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়েছে।
বিধনু এলাকার কুলহাউলি গ্রামে ১৬ বছরের একটি মেয়ে তার প্রতিবেশী ওই শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। অভিযোগ ওঠেছে ওই কারণেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে এবং রক্তপাত ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং নির্যাতনের শিকার দুজনই শিশু। কানপুরের পুলিশ কর্মকর্তা শালাব মাথুর জানিয়েছেন মামলায় এ বিষয়টিই বেশ জটিল।
আইন বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, যৌন হয়রানি থেকে শিশু সুরক্ষা সংক্রান্ত আইনের মাধ্যমে কাজ শুরু করা যায়।
প্রতিনিয়ত শিশু ও কিশোরীদের উপর যৌন নির্যাতনের খবর পাই আমরা। এই সব নির্যাতনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিতে হয় অনেক মেয়েদের। নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও হয়। তবে এবার এক কিশোরী মেয়ে যৌন নির্যাতন করেছে 10 বছর বয়সী এক ছেলে শিশুকে। যার ফলে সেই শিশুর গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হয়। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালককে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠেছে ১৬ বছর বয়সী ওই
কিশোরীর বিরুদ্ধে। কিন্তু দুশ্চিন্তায় পড়েছে পুলিশ। আইনের কোন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তাই বুঝতে পারছে না তারা।
সম্প্রতি ভারতের কানপুরে এ ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১০ বছরের আহত ওই শিশু কানপুরের হেললেট হাসপাতালে চিকিৎসাধীন। তার গোপনাঙ্গ দিয়ে রক্তপাত হয়েছে।
বিধনু এলাকার কুলহাউলি গ্রামে ১৬ বছরের একটি মেয়ে তার প্রতিবেশী ওই শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। অভিযোগ ওঠেছে ওই কারণেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে এবং রক্তপাত ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং নির্যাতনের শিকার দুজনই শিশু। কানপুরের পুলিশ কর্মকর্তা শালাব মাথুর জানিয়েছেন মামলায় এ বিষয়টিই বেশ জটিল।
আইন বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, যৌন হয়রানি থেকে শিশু সুরক্ষা সংক্রান্ত আইনের মাধ্যমে কাজ শুরু করা যায়।
Monday, June 27, 2016
কফির সাথে যৌন সঙ্গী ফ্রী |||
কফির সাথে যৌন সঙ্গী ফ্রী ||| বিশ্বে
বানিজ্যের প্রসারের জন্য বিভিন্ন পণ্যে ও সেবার সাথে ফ্রি জিনিস দিয়ে ক্রেতাদের অাকর্ষিত করা হয়। ব্যাপারটি এখন স্বাভাবিক একটি প্রক্রিযার অন্তর্ভুক্ত হয়ে গেছে। তবে এবার সুইজারল্যান্ডে কফির সাথে যৌন সঙ্গী ফ্রী দিয়ে আলোচনায় এসেছে একটি কফি শপ। ফ্যালাত্তিও ক্যাফে নামে এই কফি হাউজে কফি অর্ডার করলেই, আপনার মনোরঞ্জনের জন্য হাজীর হবে সুন্দরী নারী। যাকে নিয়ে ক্রেতা মেতে উঠতে পারবে যৌনান্দে। বিষয়টি যখন নগ্নতা বা যৌনতা নিয়ে হয় তখন আকর্ষণ আরও বেড়ে যায়। নগ্ন রেস্তোরা বা নগ্ন পার্ক এর আগে খবরের শিরোনাম হয়েছে। এবার সেই তালিকায় বিশ্বকে নয়া চমক উপহার দিল সুইজারল্যান্ড। দেশটির ক্যাফেটেরিয়ায় কফির সঙ্গে মিলবে যৌনতার স্বাদ। কেনো ক্রেতা এই ক্যাফেটেরিয়ায় এককাপ কফির অর্ডার দিলেই মিলবে সুন্দরী নারী। যদিও এর আগে দেশটির চকোলেট বা ছুরি নজর কেড়েছিল সারা বিশ্বের।
সম্প্রতি যাত্রা শুরু করা সুইজারল্যান্ডের থেকে কেনা কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে যৌনতার পসরা নিয়ে হাজির হবে সুন্দরীরা। ক্রেতার মনোরঞ্জনের জন্য নিজের শরীরের মাধ্যমে তারা সবকিছুই করতে রাজি। আইনগত কোনও ঝামেলাও পোহাতে হবে না আপনাকে। কারণ যৌনতাকে ওই দেশের সংবিধানে বৈধতা দেওয়া হয়েছে। তবে বিশেষ এই ক্যাফের কফিতে চুমুক দিতে হলে আপনার পকেট থেকে খসাতে হবে ৪০পাউন্ড।
বানিজ্যের প্রসারের জন্য বিভিন্ন পণ্যে ও সেবার সাথে ফ্রি জিনিস দিয়ে ক্রেতাদের অাকর্ষিত করা হয়। ব্যাপারটি এখন স্বাভাবিক একটি প্রক্রিযার অন্তর্ভুক্ত হয়ে গেছে। তবে এবার সুইজারল্যান্ডে কফির সাথে যৌন সঙ্গী ফ্রী দিয়ে আলোচনায় এসেছে একটি কফি শপ। ফ্যালাত্তিও ক্যাফে নামে এই কফি হাউজে কফি অর্ডার করলেই, আপনার মনোরঞ্জনের জন্য হাজীর হবে সুন্দরী নারী। যাকে নিয়ে ক্রেতা মেতে উঠতে পারবে যৌনান্দে। বিষয়টি যখন নগ্নতা বা যৌনতা নিয়ে হয় তখন আকর্ষণ আরও বেড়ে যায়। নগ্ন রেস্তোরা বা নগ্ন পার্ক এর আগে খবরের শিরোনাম হয়েছে। এবার সেই তালিকায় বিশ্বকে নয়া চমক উপহার দিল সুইজারল্যান্ড। দেশটির ক্যাফেটেরিয়ায় কফির সঙ্গে মিলবে যৌনতার স্বাদ। কেনো ক্রেতা এই ক্যাফেটেরিয়ায় এককাপ কফির অর্ডার দিলেই মিলবে সুন্দরী নারী। যদিও এর আগে দেশটির চকোলেট বা ছুরি নজর কেড়েছিল সারা বিশ্বের।
সম্প্রতি যাত্রা শুরু করা সুইজারল্যান্ডের থেকে কেনা কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে যৌনতার পসরা নিয়ে হাজির হবে সুন্দরীরা। ক্রেতার মনোরঞ্জনের জন্য নিজের শরীরের মাধ্যমে তারা সবকিছুই করতে রাজি। আইনগত কোনও ঝামেলাও পোহাতে হবে না আপনাকে। কারণ যৌনতাকে ওই দেশের সংবিধানে বৈধতা দেওয়া হয়েছে। তবে বিশেষ এই ক্যাফের কফিতে চুমুক দিতে হলে আপনার পকেট থেকে খসাতে হবে ৪০পাউন্ড।
আব্দুল কাদির মোল্লার সৌজন্যে ৭ গৃহহীন পরিবার পেল বসবাসের জন্য বাড়ি।
আব্দুল কাদির মোল্লার সৌজন্যে ৭ গৃহহীন পরিবার পেল বসবাসের জন্য বাড়ি।
তৌহিদুর রহমান ঃ নরসিংদীতে ৭ টি গৃহহীন পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিলেন শিল্পতি ও দানবীর অব্দুল কাদির মোল্লা। মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে প্রত্যেক পরিবারকে ২ কক্ষ, ১ টি রান্না ঘর. নলকূপ ও ল্যাট্রিন সহ
Saturday, June 25, 2016
জঙ্গিদের ক্লোন হচ্ছে আওয়ামীলীগ
.......................এ্যাড.রুহুল কবির রিজভী
তৌহিদুর রহমান,নরসিংদী প্রতিনিধি ঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিদের ক্লোন হচ্ছে আওয়ামীলীগ। জঙ্গিরা কুপিয়ে মানুষ হত্যা করে। রাতের অন্ধকারে মানুষের সহায় সম্বল লুট করে নেয়। আওয়ামীলীগও একই কাজ করেন। হত্যা আর রক্তপাত হচ্ছে আওয়ামীলীগের সংস্কৃতি। কারন তারা গনতন্ত্র বুঝে না।
রিজভী আরো বলেন,পার্লামেন্টে এলাকার মানুষের অভাব-অভিযোগ উঠার কথা। কিন্তু সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংসদ এখন বিচিত্রা অনুষ্ঠানের স্থানে পরিনত হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ে মধ্য দিয়ে যেখানে সাধারন মানুষের অধিকার আদায়ের কথা হবে। সেখানে আওয়ামীলীগ নেতারা খোস গল্প করে সময় কাটান।
আজ শনিবার সন্ধায় চিনিশপুর নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে
.......................এ্যাড.রুহুল কবির রিজভী
তৌহিদুর রহমান,নরসিংদী প্রতিনিধি ঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন, জঙ্গিদের ক্লোন হচ্ছে আওয়ামীলীগ। জঙ্গিরা কুপিয়ে মানুষ হত্যা করে। রাতের অন্ধকারে মানুষের সহায় সম্বল লুট করে নেয়। আওয়ামীলীগও একই কাজ করেন। হত্যা আর রক্তপাত হচ্ছে আওয়ামীলীগের সংস্কৃতি। কারন তারা গনতন্ত্র বুঝে না।
আজ শনিবার সন্ধায় চিনিশপুর নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে
Thursday, June 23, 2016
নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ২ চিকিৎসক সহ নিহত ৩ আহত ৫ জন।
নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ২ চিকিৎসক সহ
নিহত ৩ আহত ৫ জন।
তৌহিদুর রহমানঃ নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ চিকিৎসক ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিষ্ট
নিহত ৩ আহত ৫ জন।

Monday, June 20, 2016
নরসিংদী সরকারী কলেজে এইচ.এস.সিতে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় । অভিযোগের আঙ্গুল অধ্যক্ষের দিকে
নরসিংদী সরকারী কলেজে এইচ.এস.সিতে ভর্তির জন্য
অতিরিক্ত অর্থ আদায় ।
অভিযোগের আঙ্গুল অধ্যক্ষের দিকে
তৌহিদুর রহমান ঃ নরসিংদী সরকারী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকে কেন্দ্র করে চলছে রমরমা বাণিজ্য। ভর্তি নির্দেশিকা ও ভর্তি ফরমের নাম করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অতিরিক্ত এই অর্থ আদায়ের জন্য কলেজের অধ্যক্ষের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন ছাত্র-ছাত্রীরা।
অতিরিক্ত অর্থ আদায় ।
অভিযোগের আঙ্গুল অধ্যক্ষের দিকে

Tuesday, June 14, 2016
নরসিংদীতে তিতাস গ্যাসের অভিযান প্রায় ৬ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নরসিংদীতে তিতাস গ্যাসের অভিযান
প্রায় ৬ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
তৌহিদুর রহমান, নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীতে তিতাস গ্যাস অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর এলাকায় এই সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। নরসিংদী তিতাস গ্যাস এর অঞ্চলিক বিক্রয় কেন্দ্রে ব্যাবস্থাপক তওহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় শিবপুর উপজেলা
প্রায় ৬ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

Saturday, June 11, 2016
নরসিংদীর শিবপুর বিএনপি নেতা হত্যায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা
(ফলোআপ)
নরসিংদীর শিবপুর বিএনপি নেতা হত্যায়
অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা
(জমি বন্দক ও ব্যাক্তিগত দেনা-পাওনার বিরোধের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ)
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে গতকাল খুন হওয়া বিএনপি নেতা শামীম মিয়া (৩২) কে কুপিয়ে হত্যার ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। গতকাল রাতে নিহতের মা সামসুন নাহার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, কে বা কারা তার ছেলে কে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। হত্যার পর শামীম মিয়ার লাশ বাড়ির পার্শ্ববর্তী স্থানে ফেলে রেখে চলে যায়।
মামলা ও ঘটনার সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ। জমি বন্দক নিয়ে ঝামেলা ও ব্যাক্তিগত লেনদেনের এই হত্যাকান্ড ঘটেছি কিনা সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই তদন্ত করছে পুলিশ।
নরসিংদীর শিবপুর বিএনপি নেতা হত্যায়
অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা
(জমি বন্দক ও ব্যাক্তিগত দেনা-পাওনার বিরোধের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ)
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে গতকাল খুন হওয়া বিএনপি নেতা শামীম মিয়া (৩২) কে কুপিয়ে হত্যার ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। গতকাল রাতে নিহতের মা সামসুন নাহার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, কে বা কারা তার ছেলে কে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। হত্যার পর শামীম মিয়ার লাশ বাড়ির পার্শ্ববর্তী স্থানে ফেলে রেখে চলে যায়।

Tuesday, June 7, 2016
নরসিংদীর বেলাবতে শিশু সহ দুই পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ
নরসিংদীর বেলাবতে শিশু সহ
দুই পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবতে ২৭ দিনের এক শিশুসহ দুই নারী পাচারকারীকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। গতকাল সোমবার বেলাব থানার উপ-পরিদর্শক মোঃ সোহরাব মনোহরদী উপজেলার মাতুশাল গ্রামের নজরুলের স্ত্রী নিলুফা(২৮) ও নরসিংদীর বিলাসদী গ্রামের জসিম উদ্দীনের স্ত্রী চম্পা(২৫)কে শিশুসহ গ্রেফতার করেন। শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
শিশুটির মা রহিমা আক্তার জানান, কিছুদিন আগে তার শিশু বাচ্চাকে নিয়ে বেলাব উপজেলার রহিমেরকান্দি গ্রামের এক কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে উপরে উল্লেখিত পাচারকারীরা তার বাচ্চাকে কৌশলে তার কাছ থেকে নিয়ে যায়।
পাচারকারী নিলুফা জানান, রহিমা আক্তার তার পূর্ব পরিচিত। সে তার বাচ্চাকে আমাকে পালক দিয়েছে। অপহরনের ঘটনা সাজানো।
বেলাব থানার ওসি মোঃ কাইয়ুম আলী সরদার ঘটনার সত্যতা ¯^ীকার করে বলেন,এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৭/৬/১৬ইং
দুই পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবতে ২৭ দিনের এক শিশুসহ দুই নারী পাচারকারীকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। গতকাল সোমবার বেলাব থানার উপ-পরিদর্শক মোঃ সোহরাব মনোহরদী উপজেলার মাতুশাল গ্রামের নজরুলের স্ত্রী নিলুফা(২৮) ও নরসিংদীর বিলাসদী গ্রামের জসিম উদ্দীনের স্ত্রী চম্পা(২৫)কে শিশুসহ গ্রেফতার করেন। শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
শিশুটির মা রহিমা আক্তার জানান, কিছুদিন আগে তার শিশু বাচ্চাকে নিয়ে বেলাব উপজেলার রহিমেরকান্দি গ্রামের এক কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে উপরে উল্লেখিত পাচারকারীরা তার বাচ্চাকে কৌশলে তার কাছ থেকে নিয়ে যায়।
পাচারকারী নিলুফা জানান, রহিমা আক্তার তার পূর্ব পরিচিত। সে তার বাচ্চাকে আমাকে পালক দিয়েছে। অপহরনের ঘটনা সাজানো।
বেলাব থানার ওসি মোঃ কাইয়ুম আলী সরদার ঘটনার সত্যতা ¯^ীকার করে বলেন,এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৭/৬/১৬ইং
Monday, June 6, 2016
নরসিংদী থেকে ছিনতাইকৃত সিএনজি অটো রিকশা টংগী থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ
নরসিংদী থেকে ছিনতাইকৃত সিএনজি অটো রিকশা
টংগী থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসের ১০ তারিখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার একটি সিএনজি পাম্পের সামনে হতে চালক কে অজ্ঞান করে সিএনজি অটো রিকশা টি ছিনতাই করা হয়। এসময় অজ্ঞান কে হাত পা বেধে নির্জন স্থানে রাস্তার পাশে ফেলে চলে যায়। আশে-পাশের লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা ¯^াস্থ কমপ্লেক্সে ভর্তি করে। ছিনতাই করার পর ছিনতাই চক্রটি গাড়ির মালিক আফজাল মিয়াকে কে ফোন করে বিকাশে ১ লক্ষ টাকা পাঠাতে বলে। টাকা পাঠালে গাড়ি ফেরত দেয়া হবে বলে জানায় তারা। সেই সূত্র ধরে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার ছিনতাই কারী চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়। অভিযানের এক পর্যায়ে টংগীর বোর্ড বাজার এলাকা হতে বজলু মিয়াকে গ্রেফতার করা হয়। ছিনতাই এর সাথে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এই ব্যাপারে পলাশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
৬/৬/১৬ ইং
Sunday, June 5, 2016
Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test
Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test You will find here complete answers for Upwork Telephone Etiquette Certification Test, make sure to use search option …Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test You will find here complete answers for Upwork Telephone Etiquette Certification Test, make sure to use search option …Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test You will find here complete answers for Upwork Telephone Etiquette Certification Test, make sure to use search option …Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test
Upwork
Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test You will find here complete answers for Upwork Telephone Etiquette Certification Test, make sure to use search option …Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test You will find here complete answers for Upwork Telephone Etiquette Certification Test, make sure to use search option …Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test You will find here complete answers for Upwork Telephone Etiquette Certification Test, make sure to use search option …Upwork, Odesk, Elance Test Answers for Telephone Etiquette Certification Test
Subscribe to:
Posts (Atom)
-
নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি দায় স্বীকার করলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তৌহিদুর রহমান: নরসিংদী সরকারী কলেজের বি...
-
নরসিংদীতে কিশোরী কে ধর্ষন ও গর্ভপাতের মামলায় ৫০ বছরের রমজান আলী জেলহাজতে তৌহিদুর রহমান: নরসিংদীর চরাঞ্চল করিমপুরে এক কিশোরীকে ধর্ষণ ও...