আব্দুল কাদির মোল্লার সৌজন্যে ৭ গৃহহীন পরিবার পেল বসবাসের জন্য বাড়ি।
তৌহিদুর রহমান ঃ নরসিংদীতে ৭ টি গৃহহীন পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিলেন শিল্পতি ও দানবীর অব্দুল কাদির মোল্লা। মজিদ মোল্লা ফাউন্ডেশনের অর্থায়নে প্রত্যেক পরিবারকে ২ কক্ষ, ১ টি রান্না ঘর. নলকূপ ও ল্যাট্রিন সহ
পাকা ঘর করে দেওয়া হয়। আজ শুক্রবার জেলার ৬ টি উপজেলায় ৭ টি অসহায় ও দুস্থ পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ন,শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরিফ মৃধা, রায়পুরা উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান চৌধূরী,পিআইবির সাবেক মহাপরিচালক ও বাংলাভিশন চ্যানেল এর পরিচালক ড.আব্দুল হাই সিদ্দিকি, মনোহরদী পৌরসভার মেয়র অমিনুর রশিদ সুজন, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহরিয়ার সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তি বর্গ।
প্রায় ৪২ লক্ষ টাকার ব্যায়ে মজিদ মোল্লা ফাউন্ডেশনের গৃহায়ন প্রকল্পের আওতায় এই ঘর প্রদান করা হয়। জেলার বিভিন্ন গৃহহীন পরিবারের কাছ থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত গৃহহীনদের কে এই ঘর দেওয়া হয়েছে। মজিদ মোল্লা ফাউন্ডেশন থেকে ঘর পাওয়া সদর উপজেলার ভাগদী মহল্লার রমিজ উদ্দিন বলেন, আমি ও আমার বিয়ের উপযুক্ত ৪ মেয়েকে নিয়ে একটি ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করতাম। এক ভাঙ্গা ঘরে আমি ও আমার স্ত্রী ও মেয়েরা পালা করে ঘুমাত. ফুসফুসের জটিল রোঘের কারনে আমি কোন কাজ করতে পারতাম না। বিয়ের উপযুক্ত ৪ মেয়েকে নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। আব্দুল কাদির মোল্লা সাহেবের কাছে আমি আমার কষ্টের কথা উল্লেখ করে আবদেন করি। তিনি খোজ-খবর নিয়ে আমাদের জন্য এই ঘরখানা করে দেন। এসময় তিনি কান্না জড়ানো কন্ঠে বলেন আল্লাহ যেন কাদির মোল্লা সাহেব কে রহমতের ফেরেস্তা বানিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য।
ঘর পাওয়া শিবপুর উপজেলার বান্দারদিয় গ্রামের পক্ষাগাতগ্রস্ত শমসের আলি জানান, আমি আমার পরিবারের সদস্যরা ভাঙ্গা ঘরে থাকতাম আব্দুল কাদির মোল্লা সাহেবের কাছে আবেদন করলে তিনি আমাকে এই ঘর করে দিয়েছেন। ঘর পেয়ে এখন আমি অনেক খুশী।
রায়পুরা উপজেলার রেল গেইট এলাকার বিধবা সালেহা বেগমের কষ্টের অবসান হয়েছে পাকা ঘর পেয়ে আনন্দে আতœহারা এই বৃদ্ধা মহিলা বলেন, অশ্রæসজল চোখে বলেন শীতে ও বৃষ্টিতে ভাঙ্গা ঘরে খুবই কষ্টে থাকতাম, কাদির মোল্লার দয়ায় এই ঘর পেয়ে আমার কস্টের অবসান হয়েছে। আল্লার কাছে আমি তার দীর্ঘায়ু কামনা করছি।
মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর শিল্পপতি আব্দুল কাদির মোল্লা বলেন, আবাসন ব্যবস্থা মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা, তাই আমি আবাসনের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই উদ্যেগ নিয়েছি। এর আগে আমি ঘর করার জন্য টিন দিতাম সেই গুলি সঠিকভাবে ব্যবহার হতোনা। তাই এবার পরিপূর্ণ ভাবে থাকার জন্য ঘর করে দিচ্ছি। এসময় তিনি আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের একটি ঘর ছিল । উপযুক্ত ভাই-বোন ও মাকে নিয়ে খুব কষ্টে থাকতাম, ঘর না থাকার কষ্ঠ আমি খুব ভাল বুজি। আজ আমি তাদের কে ঘর করে দিয়ে খুব আনন্দ পাচ্ছি তারারও ঘর পেয়ে আনন্দিত দুই আনন্দ আজ এক হয়ে গেছে। তিনি আরও জানান, ঈদের পর অরও ৮৪ টি গৃহহীন পরিবার কে ঘর করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পর্যায়ক্রমে পাশের জেলা গুলিতেও দুস্থ,অসহায় ও গৃহহীনদের মাঝে এই ঘর বিতরন করা হবে। আমি প্রচার বিমুখ লোক তবুও আমার মতো সামর্থবান মানুষরা যেন মানব কল্যানে এগিয়ে আসে তাই সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২৭/৬/১৬ইং
No comments:
Post a Comment