অতিরিক্ত অর্থ আদায় ।
অভিযোগের আঙ্গুল অধ্যক্ষের দিকে
তৌহিদুর রহমান ঃ নরসিংদী সরকারী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকে কেন্দ্র করে চলছে রমরমা বাণিজ্য। ভর্তি নির্দেশিকা ও ভর্তি ফরমের নাম করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অতিরিক্ত এই অর্থ আদায়ের জন্য কলেজের অধ্যক্ষের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন ছাত্র-ছাত্রীরা।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়া টাকার বাইরে প্রতি জনের কাছ থেকে আদায় করা হচ্ছে ১০০ টাকা করে। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি ¯^ীকার করে অধ্যক্ষ আনোয়রুল ইসলাম খবরটি প্রকাশ না করার অনুরোধ করেন সাংবাদিকদের। অন্যদিকে অতিরিক্ত অর্থ আদায়ের সুষ্ঠ বিচার দাবী করেছের ছাত্র নেতারা।
এবার এইচ.এস.সিতে ভর্তির জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে হয়। তাই একাদশ শ্রেণীর ভর্তিকে কেন্দ্র করে অভিনভ কায়দায় বানিজ্য শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। কোন ধরনের লিখিত নির্দেশ ছাড়াই প্রতি ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হচ্ছে। নরসিংদী সরকারি কলেজে একাদশ শ্রেণীতে মোট আসন সংখ্যা ২ হাজার ৩৫০। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪১০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ১১২০টি ও মানবিক বিভাগে ৮২০টি আসন রয়েছে। প্রতি শিক্ষার্থীদের নিকট থেকে ১০০ টাকা করে নিয়ম বহিভর্‚ত ভাবে আদায়ের মাধ্যমে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।
ভর্তি হতে আসা মিতু আক্তার জানায়, ভর্তির ফরম নেওয়ার জন্য ১০০ টাকা করে নেওয়া হয়েছে। শিউর ক্যাশের মাধ্যমে ভর্তির টাকা জমা দেয়া হলেও ১০০ টাকা নেওয়া হচ্ছে রশিদের মাধ্যমে। আগে এই ১০০ টাক জমা দেয়ার কথা না শুনলেও সবাই দিচ্ছে তাই আমিও জমা দিলাম।
ভর্তি কমিটির আহবায়ক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, ভর্তির ফরম ও কলেজের প্রসপেক্টাস এর জন্য এই ১০০ টাকা আদায় করা হচ্ছে। এই অর্থ আদায়ের জন্য লিখিত ভাবে কোন সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে অধ্যক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোন লিখিত সিদ্ধান্ত হয়নি।
কলেজের হিসাব রক্ষন কর্মকর্তা জানান অধ্যক্ষের মৌখিক নির্দেশেই অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।
নরসিংদী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আতিকুর রহমান জানায়, আমরা গত বছর ভর্তির জন্য এই টাকা আমরা দেই নি। এবার কি কারনে অতিরিক্ত ১০০ টাকা আদায় করা হচ্ছে তা আমরা বুঝতে পারছিনা।
নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আনোয়ারুল ইসলাম অভিযোগ ¯^ীকার বলেন, ছাত্র-ছাত্রীদের গাইডলাইন ও ভর্তি ফরম বাবদ এই টাকা আদায় করা হচ্ছে। বাংলাদেশের সব কলেজেই এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এই অর্থ আদায়ের জন্য মন্ত্রনালয়ের পরিপত্রে উল্লেখ না থাকায় এটা বিধি বহির্ভুত। তবে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তিনি বিব্রত হবেন বলে সাংবাদিকদের সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেন।
#
তৌহিদুর রহমান,নরসিংদী
২০.৬.১৬
No comments:
Post a Comment