নরসিংদীতে ৩০ লক্ষ টাকা মূল্যের হেরোইন সহ ২জন গ্রেফতার
তৌহিদ্রু রহমান, নরসিংদী : ৩০ লক্ষ চাকা সমমূল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুর ১২ টায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মঙ্গলবার নরসিংদীর পাঁচদোনার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন সহ ২জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়ীয়ার কলেজপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আলামিন(৩২) ও রাজশাহী জেলার পবা থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত. এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা(৫৫)। উপ-পরিদর্শক রূপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ক্রেতা সেজে তাদের কে হেরোইন বিক্রী করার প্রস্তাব দেয়। তারপর হেরোইন বিক্রী করার উদ্দেশ্যে তারা পাচঁদোনা এলাকায় অবস্থান নেয়। সেখানে আগে থেকে উৎপেতে থাকা গোয়েন্দা পুলিশের দল তাদের কে আটক করেন।
জেলা পুলিশ সুপার আমেনা বেগম জানান, তারা রাজশাহী এলাকার একটি সংঘবদ্ধ চক্র, অভিনব উপায়ে দেশের বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে অসছিল। আইনের ফাক গলে বের হওয়ার জন্য গরীব মহিলাদের দিয়ে হেরাইন পাচার করায়। আটককৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এই চক্রের মূল হোতাদের খুজে বের করার চেষ্টা করছে পুলিশ। মাদক বিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।
#
তৌহিদুর রহমান , নরসিংদী।
২৯-০৬-১৬ইং
No comments:
Post a Comment