নরসিংদীর শিবপুর বিএনপি নেতা হত্যায়
অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা
(জমি বন্দক ও ব্যাক্তিগত দেনা-পাওনার বিরোধের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ)
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে গতকাল খুন হওয়া বিএনপি নেতা শামীম মিয়া (৩২) কে কুপিয়ে হত্যার ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। গতকাল রাতে নিহতের মা সামসুন নাহার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে এই হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, কে বা কারা তার ছেলে কে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। হত্যার পর শামীম মিয়ার লাশ বাড়ির পার্শ্ববর্তী স্থানে ফেলে রেখে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক বুলবুল আহমেদ জানান, নিহত শামীম মিয়ার সাথে জমি বন্দক ও আর্থিক লেনদেন নিয়ে অনেকের বিরোধ থাকতে পারে বলে জেনেছি আমরা। এছাড়া সে বিদেশে লোক পাঠানোর ব্যবসাও করতো। সেই সূত্র ধরে কারও সাথে বিরোধ হয়েছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি। শামীম মিয়া হত্যা মামলায় সব ধরনরে বিষয়কে মাথায় নিয়েই তদন্ত করছি আমরা।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়া থেকে আইয়ূবপুর ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠন জিয়া পরিষদের আহবায়ক শামীম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা শামীম মিয়াকে বাড়ি থেকে ডেকে নেয়। স্ত্রী পারুল বেগম গর্ভবতী হওয়ায় শামীম বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়। পরদিন শুক্রবার সকালে পথচারীরা বাড়ীর পাশ্ববর্তী স্থানে শামীমের রক্তাত্ব লাশ দেখতে পায়। স্থানীয়রা পরে ঘরের বেড়া কেটে নিহতের স্ত্রীকে বের করে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। খুনের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
#
তৌহিদুর রহমান, নরসিংদী
১১/৬/১৬ ইং
No comments:
Post a Comment